‘ডিএসই টাওয়ারে’ সেবামাশুলে জায়গা চান সদস্যরা

dse towerনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় নির্মিত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুবিশাল ‘ডিএসই টাওয়ারে’ ন্যূনতম সেবামাশুলে ৫০০ বর্গফুট জায়গা ব্যবহারের সুযোগ চান সংস্থাটির সদস্যরা।

সদস্যদের দাবি, শুধু সেবা বাবদ যত খরচ, তত টাকার বিনিময়ে ভবনে বরাদ্দপ্রাপ্ত সদস্যদের ৫০০ বর্গফুট জায়গা ব্যবহারের সুযোগ দেওয়া হোক। এ বিষয়ে সব সদস্য তথা ব্রোকারেজ হাউস মালিকেরা একমত হয়েছেন।

সম্প্রতি এ বিষয়ে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মত এ সিদ্ধান্ত হয়। তবে ব্রোকারদের এ প্রস্তাব গ্রহণ বা বর্জনের বিষয়টি নির্ভর করছে ডিএসইর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ওপর।

এর আগে নিকুঞ্জ এলাকার (হোটেল লা-মেরিডিয়ান-সংলগ্ন) ১৩ তলা এই ভবনটির বিভিন্ন আয়তনের জায়গা নামমাত্র মূল্যে সদস্যদের মাঝে একেবারে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন আয়তনের জায়গা (স্পেস) সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। প্রভাবশালী সদস্যরা বেশি জায়গা বরাদ্দ পান।

কিন্তু ২০১৩ সালে ডিএসইর মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করতে গিয়ে ভবনটির মালিকানা ভাগ-বাঁটোয়ারার উদ্যোগটি আইনগতভাবে বাতিল হয়ে যায়। ফলে এখন তা ভাড়া চুক্তিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ নিকুঞ্জ ভবনের প্রতি বর্গফুটের জন্য ১০০ টাকা ভাড়া ও ৫০ টাকা সেবামাশুল নির্ধারণ করে। কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য এ ভাড়া ও মাশুল নিয়ে আপত্তি তোলায় গত সপ্তাহে চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের পরিচালক মোস্তাক আহমেদ সাদেক গনমাধ্যমকে বলেন, ডিএসই কর্তৃপক্ষ যে ভাড়া ও সেবামাশুল প্রস্তাব করেছে, তাতে অধিকাংশ সদস্যের পক্ষে ওই ভবনে কার্যালয় করা সম্ভব হবে না। এ কারণে বেশির ভাগ সদস্য চান ৫০০ বর্গফুট জায়গা শুধু সেবামাশুলে (যা খরচ তাই) ব্যবহারের সুযোগ চান। এর বাইরে যাঁরা বাড়তি জায়গা ব্যবহার করবেন, তার জন্য বাণিজ্যিক হারে ভাড়া পরিশোধ করবেন।

মোস্তাক আহমেদ সাদেক আরও বলেন, ব্রোকারদের সর্বসম্মত মতামতের বিষয়টি নিয়ে শিগগির ডিএসইর পর্ষদের সঙ্গে আলোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/

বিডি অটোর দর বাড়ার তথ্য নেই

bdautoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকারস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। তারপরও বেড়েছে শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

শেয়ারটির বাজার দর বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৩৪.৫০ টাকা। বুধবার ২৪ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৪১.৪০ টাকায়।

পরে কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসইও। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। বিডি অটোর পক্ষ থেকে ডিএসই কে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/

তথ্য নেই জানানোর পরও এপেক্স ফুডের দর বৃদ্ধি

apexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুড লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। তারপরও বেড়েছে শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

শেয়ারটির বাজার দর বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ আগষ্ট কোম্পানির শেয়ারের দর ছিল ১২১ টাকা। গতকাল ২৩ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ টাকায়। বুধবার এ তথ্য প্রকাশের পরও কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দিনশেষে লেনদেন হয়ে ১৪৬ টাকার উপরে।

পরে কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসইও। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। বুধবার এপেক্স ফুডের পক্ষ থেকে ডিএসই কে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/

  1. এমজেএলবিডি
  2. ন্যাশনাল টিউবস
  3. অলিম্পিক ইন্ড্রাস্ট্রি
  4. ডেল্টা লাইফ
  5. এপেক্স ট্যানারী
  6. এটলাস বাংলা
  7. শাহজিবাজার পাওয়ার
  8. একমি ল্যাব
  9. বাংলাদেশ সাবমেরিন
  10. বিএসআরএম লি.।

ডিএসইতে লেনদেন ১’শ কোটি টাকা কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১’শ কোটি টাকা কম হয়েছে। এদিন সেখানে আকমেছে সব ধরণের মূল্য সূচক। সিএসইতেও এদিন লেনদেন সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে ৯৬ কোটি টাকা কমেছে। গতকাল মঙ্গলবার সেখানে ৫৮৯ কোটি ৪০ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৭ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৮.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৪৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর কমেছে। এদিন বেড়েছে ১১৭ টির, কমেছে ১৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এমজেএলবিডি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ড্রাস্ট্রি, ডেল্টা লাইফ, এপেক্স ট্যানারী, এটলাস বাংলা, শাহজিবাজার পাওয়ার, একমি ল্যাব, বাংলাদেশ সাবমেরিন ও বিএসআরএম লি.।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই .২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

জন্ম অষ্টমী উপলক্ষে শেয়ারবাজার বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান জন্ম অষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, জন্ম অষ্টমী উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের ২ দিনের সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৮ অগষ্ট রবিবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বিএ

শাহজালাল ব্যাংক ২৩ লাখ শেয়ার কিনবে

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ২৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আনোয়ার হোসাইন খান নামে ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ২৩ লাখ শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

দুটি ফ্লোর স্পেস কিনবে ন্যাশনাল ব্যাংক

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড রাজধানীতে একটি ভবনের দুটি ফ্লোর স্পেস ক্রয় করবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি রাজধানীর নবাবপুর রোডে অবস্থিত ফ্রেন্ডস টাওয়ারের নির্মানাধীন ৫,৬০০ বর্গ ফুটের ১ম ও ২য় তলার ফ্লোর দুটি কিনবে। নিবন্ধন খরচ বাদে এসব ফ্লোরের প্রতি বর্গ ফুটের মূল্য ধরা হয়েছে ১৮ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই ভবনে ব্যাংকটির বংশাল শাখাটি স্থানান্তরিত করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

নেপাল প্রতিনিধিদলের ডিএসই পরিদর্শন

????????????????????????????????????

নিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিকিউরিটিজ বোর্ড অব নেপালের পরিচালক মুক্তি নাথ শ্রেষ্ঠ।

গতকাল মঙ্গলবার আসা এই প্রতিনিধি দলে ছিলেন সিডিএস অ্যান্ড ক্লিয়ারিং লিমিটেডের সিইও দেব প্রকাশ গুপ্ত, নেপাল স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সিনিয়র আইটি অফিসার নিসা তিমিলসিনা, সিডিএসের আইটি অফিসার বিকাশ ঢাকাল এবং সিনিয়র ফাইন্যান্স অ্যাসিস্টেন্ট জুনু খাদকা।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. মাজেদুর রহমান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ দীর্ঘ ৬০ বছরের ইতিহাসে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে পথ চলে ২১ নভেম্বর ২০১৩ তারিখে ডি-মিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে পরিণত হয়েছে। বিশ্বের উন্নত স্টক এক্সচেঞ্জসমূহের সঙ্গে ডিএসইর আন্তঃযোগাযোগ রয়েছে। এক্সচেঞ্জসমূহের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে কিছু বিষয় ডিএসইতে বাস্তবায়ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বের যে কোনো উন্নত স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে।

প্রতিনিধিদলকে ডিএসই’র প্রযুক্তিগত অবকাঠামো, প্রাইমারি মার্কেট সলিউশন্স এ-আইপিও ম্যানেজমেন্ট সিস্টেম ও বুকবিল্ডিং সিসেটম, ট্রেডিং সিস্টেম, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, পোস্ট ট্রেড সলিউশন্স ইত্যাদি বিষয়েও অবহিত করা হয়।

প্রতিনিধিদল ডিএসই’র সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতাকে নেপালের সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. জিয়াউল করিমসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বোনাস লভ্যাংশকেও আয় হিসেবে দেখিয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স

easternনিজস্ব প্রতিবেদক :

বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগের বিপরীতে পাওয়া বোনাস লভ্যাংশকে আয় হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স। এর মধ্য দিয়ে কোম্পানির আয় ও মুনাফা বাড়িয়ে দেখানো হয়েছে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ বিষয়ে আপত্তি প্রকাশ করে নিরীক্ষক। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সাধারণ বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটি স্টক লভ্যাংশ হিসেবে পাওয়া বোনাস শেয়ারের বিপরীতে ৯৩ লাখ ৫১ হাজার ৮৮০ টাকা আয় দেখিয়েছে। নিরীক্ষক প্রতিষ্ঠান মাফেল হক অ্যান্ড কোং এ বিষয়ে কোম্পানির বার্ষিক প্রতিবেদনে আপত্তি প্রকাশ করে বলে, এর মধ্য দিয়ে কোম্পানির নিট আয় বাড়িয়ে দেখানো হয়েছে।

এছাড়া কর্মীদের গ্র্যাচুইটি ফান্ড বাবদ মোট সাড়ে ১২ লাখ টাকার সঞ্চিতি দেখালেও পৃথকভাবে প্রত্যেক কর্মীর গ্র্যাচুইটির তথ্য হিসাব করেনি। গ্র্যাচুইটি তহবিলের অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনও এড়িয়ে গেছে কোম্পানিটি। এ বিষয়েও আপত্তি আছে নিরীক্ষকের। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ইস্টার্ণ ইন্স্যুরেন্স। বছর শেষে কোম্পানির নিট মুনাফা হয়েছে ১১ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা, আগের বছর যা ছিল ১০ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ