সোসাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত সোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান শিবলী রূবাইত উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫০তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

‘শেয়ার ধারণে ব্যর্থ হলে পরিচালকদের বাদ দিয়ে বোর্ড গঠন’

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলো পরিচালনা বোর্ড পুনর্গঠন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএসইসির ৭৫০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায় , পরিচালনা বোর্ড পুনর্গঠন সংক্রান্ত একটি প্রস্তাবিত কর্ম-পরিকল্পনা কমিশন চূড়ান্ত করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকগণ আইনানুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে।

নতুন কমিশন দ্বায়িত্ব গ্রহণের পরেই কোম্পানিগুলো পরিচালকদের শেয়ার ধারণের বিষয়ে কঠোর অবস্থান নেয় বিএসইসি। ইতোমধ্যে কোম্পানিগুলোকে একাধিকবার নোটিস করে বিএসইসি। এরি ধারবাহিকতায় ৩০ শতাংশ শেয়ার ধালনের ব্যর্থ পরিচালকদের বাদ দিয়ে এসব কোম্পানির বোর্ড পূণ:গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

 

বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে পেশাজীবিদের সঙ্গে ঢাকা চেম্বার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে পেশাজীবিদের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ লক্ষ্যে ডিসিসিআই-এর সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টট্যান্স্ অব বাংলাদেশ (আইসিএমএবি)।

বুধবার (২৫ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ডিসিসিআই।

রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি কার্যালয়ে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ এবং আইসিএমএবি-এর সভাপতি জসিম উদ্দিন আকন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিএমএবি-এর মতো পেশাজীবি একটি সংগঠনের সঙ্গে ঢাকা চেম্বারের ঘনিষ্ঠভাবে কাজ করার পথ আরো সুদৃঢ় হলো।

দেশের ব্যবসা-বাণিজ্যসহ আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে আইসিএমএবি-এর সদস্যদেরকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। একইসঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অডিট কার্যক্রম পরিচালনায় উদ্যোক্তাদের মাঝে বিদ্যমান দূরত্ব কমাতে আইসিএমএবি-কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আইসিএমএবি সভাপতি জসিম উদ্দিন আকন্দ বলেন, প্রতিটি লিস্টেড কোম্পানিতে পেশাদার কস্ট ম্যানেজমেন্ট হিসাবরক্ষকের মাধ্যমে ‘কস্ট অডিট সার্টিফিকেট’ বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি পেশাদার কস্ট ম্যানেজমেন্ট হিসাবরক্ষকের মাধ্যমে কোম্পানিগুলোর বিক্রি করা পণ্যের ব্যয় হিসাব নিরীক্ষণের প্রস্তাব করেন।

ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে আইসিএমএবি এবং ঢাকা চেম্বার কে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, মহাসচিব (ভারপ্রাপ্ত) আফসারুল আরিফিন, সচিব মো. জয়নাল আব্দীন, ডিসিসিআই স্কিল ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক গোলাম জিলানী, আইসিএমএবি সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী, মো.মামুনুর রশিদ, এফসিএমএ, সেক্রেটারি মো. মুনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আলী হায়দার চৌধুরী, এফসিএমএ এবং আইসিএমএবি’র কাউন্সিলের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মাহফুজুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আইবিটিআরএ’র ডিরেক্টর জেনারেল এস. এম. রবিউল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।

রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন আইবিটিআরএ’র ডিরেক্টর (রিসার্চ) ড. মো. মিজানুর রহমান।

দিনব্যাপী কর্মশালায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশ নেন। দেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের ২৩ কর্মকর্তার নামে মামলা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

অফশোর ব্যাংকিংয়ের নামে ২৩৬ কোটি টাকা দুবাই ও সিঙ্গাপুরে পাচার করার অভিযোগে এবি ব্যাংকের ২৩ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে।

এতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরী এবং পরিচালনা পর্ষদ ও ক্রেডিট কমিটির কয়েকজন সদস্যকে আসামি করা হচ্ছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মোট তিনটি মামলা দায়ের করবেন। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে আসামিরা অফশোর ব্যাংকিংয়ের নামে এই টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করে। এরপর ডলারের মাধ্যমে তা দুবাই ও সিঙ্গাপুরে পাচার করা হয়। দুদকের দীর্ঘ অনুসন্ধানে এ বিষয়টির সত্যতা মিলেছে।

এ কারণে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হচ্ছে। এর মধ্যে ১৬০ কোটি ৮০ লাখ টাকা পাচারের মামলায় ২৩ জন, ৬০ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের মামলায় ২৩ জন এবং ১৪ কোটি ৮৮ লাখ পাচারের আরেক মামলায় ২১ জনকে আসামি করা হচ্ছে।

আরব আমিরাতের সেমাট সিটি জেনারেল ট্রেডিং, সিঙ্গাপুরের এটিজেড কমিউনিকেশনস পিটিই লিমিটেড ও ইউরোকারস হোল্ডিংস পিটিই লিমিটেডের নামে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অর্থ আত্মসাতের জন্য এসব অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ ছাড় করা হয়।

অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের নামে ব্যাংকিং হিসাব খোলার আগেই ঋণ অনুমোদন হয়েছে। এ পুরো কার্যক্রমে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সায় ছিল। অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই এরকম একটি ছক তৈরি করা হয়।

মামলায় যাদের আসামি করা হচ্ছে, তারা হলেন-চট্টগ্রামের এএনএম তায়েবুর রশিদ, চট্টগ্রাম ইপিজেড শাখার সাবেক হেড অব ও বিও বর্তমানে ভিপি ও অপারেশন ম্যানেজার খাতুনগঞ্জ শাখা মো. লোকমান হোসেন, চট্টগ্রাম ইপিজেড শাখার সাবেক এসএভিপি মো. শাহজাহান, সাবেক পিও মো. আরিফ নেওয়াজ, বিজনেস ডিভিশনের এভিপি কাজী আশিকুর রহমান, সাবেক ইভিপি কাজী নাসিম আহমেদ, সাবেক এসইভিপি ও হেড অব বিজনেস আবু হেনা মোস্তফা কামাল, সাবেক এসইভিপি ও হেড অব সিআরএম এবং সদস্য ক্রেডিট কমিটি সালমা আক্তার, প্রধান কার্যালয়ের সাবেক ইভিপি অ্যান্ড হেড অব আইসিসিডি মো. শাহজাহান, ইভিপি অ্যান্ড হেড অব আইসিসিডি মো. আমিনুর রহমান, সাবেক ইভিপি সরফুদ্দিন আহমেদ, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক এমডি ও প্রেসিডেন্ট অব ক্রেডিট কমিটি শামীম আহমেদ চৌধুরী, সাবেক ডিএমডি ও হেড অব ক্রেডিট কমিটি মশিউর রহমান চৌধুরী এবং ডিএমডি অ্যান্ড হেড অব অপারেশন্স সাজ্জাদ হোসেন। এছাড়াও অভিযুক্তদের তালিকায় আরও আছে সাবেক পরিচালক এমএ আউয়াল, ফাহিম উল হক, ড. মো. ইমতিয়াজ হোসেন, ফিরোজ আহমেদ, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, শিশির রঞ্জন বোস, বিবি সাহা রায় ও মো. মেজবাউল হক। সূত্র : যুগান্তর

স্টকমার্কেটবিডি.কম/

বৃহস্পতিবার ২১ কোম্পানির লেনদেন বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এটলাস বাংলাদেশ, সেন্ট্রাল ফার্মা, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ডরিন পাওয়ার, জেমিনি সি, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কোহিনুর কেমিক্যাল, লিগ্যাসি ফুটওয়্যার, মতিন স্পিনিং, মেঘনা সিমেন্ট, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, নর্দার্ণ জুট, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রীড, কুইন সাউথ টেক্সটাইল, এসকে ট্রিমস ও জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

এর আগে কোম্পানিটিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলো লেনদেন শেষ হবে আজ।

রেকর্ড ডেটের পর আগামী ২৯ নভেম্বর রবিবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ইয়েস গ্রুপের ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিলেটভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান ইয়েস গ্রুপের চেয়ারম্যান এমএ করিমসহ তিন ব্যক্তি ও গ্রুপের ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট থেকে (বিএফআইইউ) ব্যাংকগুলোয় সোমবার পাঠানো চিঠিতে হিসাব স্থগিতের নির্দেশ দেয়া হয়।

এ ছাড়া তাদের নামে পরিচালিত ব্যাংক হিসাবের তথ্য ৫ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। দুর্নীতি ও প্রতারণার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আবাসন, হাসপাতাল ও ইলেকট্রনিক্স খাতে তাদের ব্যবসা রয়েছে।

যেসব প্রতিষ্ঠানের হিসাব স্থগিত করা হয়েছে সেগুলো হল : ইয়েস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইয়েস হোল্ডিংস অ্যান্ড প্রোপার্টিজ, ইয়েস মাল্টি অ্যাগ্রো কোম্পানি, ইয়েস ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ইয়েস একটি ঘর একটি শিল্প, ইয়েস ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ইয়েস ড্রিম সিটি, ইয়েস অ্যাপার্টমেন্ট সিটি, ইয়েস-ই-শপ ডটকম এবং মেসার্স লিয়ানা এন্টারপ্রাইজ। যেসব ব্যক্তির হিসাব স্থগিত করা হয়েছে-গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল করিম, পরিচালক আতিকুর রহমান এবং মাহফুজুর রহমান।

গ্রুপের ঠিকানা : কনফিডেন্টস টাওয়ার, লেভেল ১৪/ডি, শাহজাদপুর, গুলশান-২, ঢাকা। বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯-এর-(২৬)২ ধারায় ক্ষমতা বলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য স্থগিত করা হল। এ ছাড়াও ৫ কার্যদিবসের মধ্যে হিসাব পরিচালনার তথ্য পাঠাতে হবে। যেসব তথ্য পাঠাতে হবে, এর মধ্যে রয়েছে-হিসাব খোলার ফরম, কেওয়াইসি, ট্রানজেকশন প্রোফাইল, লেনদেনের তথ্য বিবরণী।

গ্রুপটি সম্পর্কে তেমন কোনো তথ্য মিলছে না। তবে গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টকে নিবন্ধিত। কোম্পানির ওয়েবসাইটেও গ্রুপ ও কোম্পানি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়েবসাইটে একটি মোবাইল নম্বর দেয়া রয়েছে। কিন্তু বারবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে ওয়েবসাইটে চটকদার বিজ্ঞাপন রয়েছে।

হোমপেজের এই বিজ্ঞাপনে বলা হয়েছে: ২০২০ সালের মধ্যে একশ’ গ্রাহককে জমির মালিকানা হস্তান্তর করবে তাদের প্রতিষ্ঠান ড্রিম সিটি। এ ক্ষেত্রে কিস্তি পরিশোধের আগেই শুধু কাঠাপ্রতি ১০ হাজার টাকা বুকিং দিলেই রেজিস্ট্রি করে দেয়া হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে গ্রাহকদের এই সুযোগ দিচ্ছে তারা। সূত্র : যুগান্তর

স্টকমার্কেটবিডি.কম/

স্বর্ণের দাম কমল ভরিতে ২৫০৮ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার উদ্ভূত পরিস্থিতিতে গেল অক্টোবরে ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর পর এ মাসে এসে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ক‌মানো হয়েছে।

মঙ্গলবার স্ব‌র্ণের নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৩৩ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৬ হাজার ৩৪১ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে প্রতি ভরি বিক্রি হবে ৭০ হাজার ৬৮৪ টাকা। যা মঙ্গলবার বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ১৯২ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬১ হাজার ৯৩৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৬৪ হাজার ৪৪৪ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ কিনতে হবে ৫১ হাজার ৬১৩ টাকায়। এই মানের স্বর্ণ মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয় ৫৪ হাজার ১২১ টাকায়।

এদিকে ২২ ক্যারেটের রুপার ভরির দাম হবে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ১২২৫ টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে ৯৩৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৫৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইস্টার্ণ ইন্স্যুরেন্স ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুাল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইম্পোলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল ফিড, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সায়হাম কটন, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও এসকে ট্রিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এস্কয়ার নিট কম্পোজিটের বোর্ড সভা ৩০ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম