২০০ কোটি টাকা ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

ইউএফএস-আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

২০০ কোটি টাকার এই ফান্ডে বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা রয়েছে ১৮০ কোটি টাকা। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

ইউএফএস-আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ডের উদ্যোক্তার অংশ ২০ কোটি টাকা। মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০০ কোটি টাকা ধরা হয়েছে। বে মেয়াদী ফান্ডটি নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের নিকট ইউনিট বিক্রয় করতে পারবে।

ফান্ডটির উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সম্পদ ব্যবস্থাপক ইউনিভার্সল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসাবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

এক্সিম ব্যাংক ৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে

exim-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত এক্সিম ব্যাংককে ৪০০ কোটি টাকার মুদারাবা সাবর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৭ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডটির ট্রাষ্টি হিসেবে কাজ করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বন্ডটির লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শাহজালাল ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

sahjalal-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের ৪০০ কোটি টাকার মুদারাবা সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৭ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডটির ট্রাষ্টি হিসেবে কাজ করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বন্ডটির লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

নূরানী ডায়িংয়ের ৪৩ কোটি টাকার আইপিও অনুমোদন

nuraniনিজস্ব প্রতিবেদক :

নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডকে আইপিও আবেদন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কমিশনের ৫৯৭তম সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে মোট ৪৩ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৫ হিসাব বছরে কোম্পানিটির গড়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৪ টাকা ৩৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

মার্জিন ঋণ বিওতে লেনদেনের মেয়াদ আরো ৬ মাস বাড়লো

bsecনিজস্ব প্রতিবেদক :

মূলধনি লোকসানে থাকা মার্জিন ঋণ হিসেবে শেয়ার কেনাবেচার অধিকার আরো ৬ মাস বাড়িয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ সময় এক বছর বাড়িয়ে দেওয়ার দাবি করা হয়। তাদের দাবি বিবেচনা করে বিএসইসি এ সময় বাড়িয়ে ৬ মাস করেছে।

কমিশন কর্মকর্তারা জানান, বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক এবং বিএমবিএ ও ডিবিএ মার্জিন ঋণ আইনের ৩(৫) ধারার কার্যকারিতা আরও অন্তত এক বছরের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জেরও (ডিএসই) সুপারিশ রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে শেয়ারবাজারে ১১৫ প্রতিষ্ঠানের বিতরণকৃত মার্জিন ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। এরমধ্যে ৩৮ মার্চেন্ট ব্যাংকের প্রদানকৃত মার্জিন ঋণ ছিল ৬ হাজার ৪৮০ কোটি টাকা। ৯৩টি ব্রোকার ডিলারের বিতরণকৃত মার্জিন ঋণ ছিল ৯ হাজার ৮৫২ কোটি টাকা।

আইনের এ ধারা অনুযায়ী, মার্জিন ঋণ নেওয়া বিও হিসাবের পোর্টফোলিও মূল্য ঋণের তুলনায় ১৫০ শতাংশে নামলে মার্জিন কল করা (মার্জিন ঋণ অনুপাত সমন্বয় করতে গ্রাহককে নগদ অর্থ প্রদানের নোটিশ) বাধ্যতামূলক। গ্রাহক অর্থাৎ সংশ্লিষ্ট বিনিয়োগকারী নোটিশে সাড়া না দিলে তার হিসাবে শেয়ার কেনাবেচা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ২০১০ সালের ডিসেম্বরে শেয়ারবাজারে ধস নামার পর সংশ্লিষ্টদের অনুরোধে কয়েক বছর এ ধারার কার্যকারিতা স্থগিত করেছিল বিএসইসি। সর্বশেষ এর মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর।

তবে মূলধনি লোকসানে থাকা মার্জিন ঋণ হিসাব শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান না করায় এর প্রকৃত পরিমাণ জানা যায় না। তবে বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান জানান, ২০১৫ সাল শেষে হিসাব অনুযায়ী মূলধনি লোকসানে থাকা মার্জিন ঋণের পরিমাণ ছিল প্রায় ৬ হাজার কোটি টাকা। গত বছরেও কয়েকটি প্রতিষ্ঠান রাইট-অফ (লোকসানেই মার্জিন ঋণ হিসাবের শেয়ার বিক্রি) করায় এর পরিমাণ কিছুটা কমেছে।

মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো জানিয়েছে, শেয়ারদরে ধসের কারণে ২০১১ সালের পর মার্জিন ঋণগ্রহীতাদের বেশিরভাগই শেয়ারবাজার ছেড়েছেন। তাদের বড় অংশের মূলধনি লোকসান থাকায় ঋণে তাদের সব শেয়ার বিক্রি করলেও ঋণ আদায় হবে না। এছাড়া প্রভিশনিং ও ট্যাক্স আইনের কারণে ওই ঋণের বিপরীতে সুদ গণনাও বন্ধ আছে। এ ঋণ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই মুনাফা বা ঋণের অর্থ ফেরত পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. আইডিএলসি
  3. সাইফ পাওয়ারটেক
  4. আল-আরাফাহ ব্যাংক
  5. আরএসআরএম স্টিলস
  6. ইফাদ অটোস
  7. আরএকে সিরামিক্স
  8. প্যাসিফিক ডেনিমস
  9. বেক্সিমকো লিমিটেড
  10. এসিআই ফর্মূলেশন।

ডিএসইতে ৯১৩ ও সিএসইতে ৫৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯১৩ কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৮৯৮ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৪.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক, আল-আরাফাহ ব্যাংক, আরএসআরএম স্টিলস, ইফাদ অটোস, আরএকে সিরামিক্স, প্যাসিফিক ডেনিমস, বেক্সিমকো লিমিটেড ও এসিআই ফর্মূলেশন।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৫১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্যাফিফিক ডেনিমস ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ১৯ ফেব্রুয়ারি

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি আইইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমাটি এদিন বিকাল সাড়ে ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

মন্ত্রিপরিষদে বিএসসির জাহাজ ক্রয় অনুমোদন

bscস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ শিপিং করপোরেশনকে নতুন জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নিজস্ব অর্থায়নে জাহাজগুলো কেনা হবে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

তরল পন্য সামগ্রী পরিবহনের জন্য এসব জাহাজ কিনবে বিএসসি। এসব জাহাজের ধারণ ক্ষমতা থাকবে ৩৪ হাজার ডিডাব্লিউটি।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

বোনাস শেয়ার বিক্রি করবে ন্যাশনাল ফিডের উদ্যোক্তারা

natinalস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের তিনজন স্পন্সর বোনাস শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মো: আকতার হোসেন বাবুল, মিসেস: ফরিদা জাহান বাবুল ও মো: আদিব হোসাইন বাবুল নামে কোম্পানিটির তিনজন স্পন্সর যথাক্রমে ৩,৬৬,৩০৯, ৪,৭২,১৩১ ও ৫,০৯,৭৬০ টি বোনাস শেয়ার বিক্রয় করবে। তাদের হাতে কোম্পানি যথাক্রমে ১,৬৬,০৮,৩৬৯ শেয়ার ৩৬,১৯,৬৭১ ও ৩৯,০৮,১৬০ শেয়ার রয়েছে।

স্পন্সররা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এনএস