সপ্তাহজুড়ে ১৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহজুড়ে শেয়ারবাজারের তালিকাভুক্ত ১৪ কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ সব তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ঢাকা ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, আরগন ডেনিমস এবং ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।

ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস।

নিটল ইন্স্যুরেন্স

বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১২ শতাংশ বোনাস।

স্কয়ার টেক্সটাইল

স্কয়ার টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছরও কোম্পানিটি একই হারে লভ্যাংশ দিয়েছিল।

ইন্টারন্যাশনাল লিজিং

ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগের বছরও একই হারে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

বাংলাদেশ ল্যাম্পস

প্রকৌশল খাতের বাংলাদেশ ল্যাম্পস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগের বছরও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আরগন ডেনিমস

বস্ত্র খাতের কোম্পানি আরগন ডেনিমস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আগের বছর ২১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল বস্ত্র খাতের এ কোম্পানিটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার।

ন্যাশনাল হাউজিং

ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আগের বছর সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স

পপুলার লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।

শাশা ডেনিমস

এ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সিটি জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটই বোনাস লভ্যাংশ। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫৯ পয়সা।

নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স

নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ০২ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স

বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটই নগদ লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

Upgdclস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট লেনদেনের ১৪ দশমিক ৯৯ শতাংশ ছিল ইউনাইটেড পাওয়ারের। সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ২৫২ কোটি ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

ফলে কোম্পানিটি উঠে আসে লেনদেনের সাপ্তাহিক তালিকার শীর্ষে। নতুন তালিকাভুক্ত হওয়ায় এ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ একটু বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে গত বৃহস্পতিবার ডিএসইতে এ শেয়ারের দর কমে ৫ দশমিক ৯২ শতাংশ বা ৯ টাকা ১০ পয়সা। দিনভর দর ১৪৩ টাকা ৫০ পয়সা থেকে ১৫৮ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১৪৪ টাকা ৫০ পয়সায়। লেনদেন শেষে সর্বশেষ দর ছিল ১৪৫ টাকা ৩০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ১৫৩ টাকা ৬০ পয়সা। এদিন ১২ হাজার ১০১ বারে এর মোট ৩০ লাখ ৪৬ হাজার ২০৭টি শেয়ারের লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বিএসআরএম স্টিলসের লেনদেন বন্ধ আগামীকাল

BSRM_thereport24স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলসের লেনদেন গত দুই কার্যদিবস কেবল স্পট ও ব্লক মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রবিবার রেকর্ড ডেটের কারণে এ শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ২০১৪ সালে কোম্পানিটি নিট ১২৩ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা মুনাফা করেছে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৩ পয়সা।

আগামী ১৫ জুন সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের খালিদ রোডে অবস্থিত ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

পিই রেশিও কমেছে ১.৬১ শতাংশ

peস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১.৬১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬.০০ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে ছিল ১৬.২৬-এ। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও কমেছে ১.৬১ শতাংশ বা ০.২৬ পয়েন্ট।

সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৬.৪৮ পয়েন্টে, আর্থিক খাতের ১০.১৫, প্রকৌশল খাতের ২০.০৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.৫২, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২.৩৪, পাট খাতের ১৭১.৪৬, বস্ত্র খাতের ১১.১৯, ওষুধ ও রসায়ন খাতের ২৩.৯৪, সেবা ও আবাসন খাতের ৩৫.৬৬, সিমেন্ট খাতের ২০.৯১, তথ্যপ্রযুক্তি খাতের ১৪.৫৭, চামড়া খাতের ২৪.৭৫, সিরামিক খাতের ২৯.৮৭, বীমা খাতের ১৭.৪৮, বিবিধ খাতের ৩৫.১৯, পেপার ও প্রকাশনা খাতের ১০.৫৪, টেলিযোগাযোগ খাতের ২৪.৫৮, ভ্রমণ ও অবকাশ খাতের ১৩.৮৩।

আগের সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিইর অবস্থান ছিল ৬.৯১ পয়েন্টে, আর্থিক খাতের ১১.১৩, প্রকৌশল খাতের ২০.৮৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০.০৩, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২.১৪, পাট খাতের ১৮৫.১৮, বস্ত্র খাতের ১১.১৯, ওষুধ ও রসায়ন খাতের ২৪.৪২, সেবা ও আবাসন খাতের ৩৭.০২, সিমেন্ট খাতের ২১.৪৩, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৭০, চামড়া খাতের ২৫.২৮, সিরামিক খাতের ৩১.৭৪, বীমা খাতের ১৮.৭১, বিবিধ খাতের ৩৭.৩৬, পেপার ও প্রকাশনা খাতের ১১.৬১, টেলিযোগাযোগ খাতের ২৪.৫২, ভ্রমণ ও অবকাশ খাতের ১২.৯৭।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর