সালভো কেমিক্যালসের মুনাফা ও ইপিএস কম

salvoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি সলভো কেমিক্যালসের প্রথম প্রান্তিকের মুনাফা আর আয় কমেছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এই মুনাফা ও আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এসময় বীমাটির করপরবর্তী মুনাফা হয়েছে ৮৩ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই প্রান্তিকে করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ২৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

নিটল ইন্স্যুরেন্সে ১ম প্রান্তিকের মুনাফা বেড়েছে

nitol-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের মুনাফা আর আয় বেড়েছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এই মুনাফা ও আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এসময় বীমাটির করপরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ২ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই প্রান্তিকে করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৯০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সার্কিট ব্রেকার সংক্রান্ত বিএসইসির আদেশ জারি

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লেনদেনের সময় সার্কিট ব্রেকার সংক্রান্ত নতুন আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি কমিশন সভায় নতুন তালিকাভুক্ত কোম্পানিরি লেনদেনে ৫ দিনের পরবর্তে ২ দিন সার্কিট ব্রেকার আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেয় বিএসইসি। সে সিদ্ধান্তটি অবশেষে আদেশ আকারে জারি করেছে কমিশন। এর ফলে পরবর্তীতে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর লেনদেন শুরুর তৃতীয় দিন থেকে সার্কিট ব্রেকারের আওতায় লেনদেন হবে।

এছাড়া লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের একদিনের দরবৃদ্ধি বা কমার ক্ষেত্রে শুধুমাত্র শতকরা হিসাব প্রযোজ্য হবে বলে কমিশনের আদেশে বলা হয়েছে। আগে শতকরা হিসাবের পাশাপাশি টাকার অংকেও সার্কিট ব্রেকারের সীমা নির্ধারণ করা হয়েছিল।এতে বিভ্রান্তি দেখা দেয়ায় এখন থেকে শুধুমাত্র শতকরা হিসাবে কোম্পানির শেয়ারের দরে সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সার্কিট ব্রেকার আরোপ করা হবে ২০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ২০০ টাকার বেশী ও ৫০০ টাকা পর্যন্ত ৮.৭৫ শতাংশ, ৫০০ টাকার বেশি ও ১০০০ টাকা পর্যন্ত ৭.৫০ শতাংশ, ১০০০ টাকার বেশি ও ২০০০ টাকা পর্যন্ত ৬.২৫ শতাংশ, ২০০০ টাকার বেশি ও ৫০০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ এবং ৫ হাজার টাকার বেশি যে কোন দরের জন্য ৩.৭৫ শতাংশ হারে দর বাড়বে বা কমবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

প্রাইম ব্যাংকের ১ম প্রান্তিকে আয় ও মুনাফা কম

primeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিক মুনাফা ও আয় কমেছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ মুনাফা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটি প্রথম প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৭৮ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা। এ প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৭৬ পয়সা।

আগের বছর একই সময় কোম্পানিটির এ মুনাফা ছিল ১২৮ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। এ প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

আল-আরাফাহ ব্যাংকের ১ম প্রান্তিকে মুনাফা কমেছে

al-arafaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ ব্যাংক লিমিটেডের মুনাফা কমেছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ মুনাফা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটি প্রথম প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১৮ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির এ মুনাফা ছিল ৪৮ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা।

এপ্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ২০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৫২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বেক্স-ফার্মার ১ম প্রান্তিক আয় বেড়েছে

beximcoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেডের আয় বেড়েছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৯০ পয়সা।

একই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৩২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয়ের পরিমাণ ছিল ৯০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয়ের স্থিতিশীলতা

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় হয়েছে ৬২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৬১ পয়সা। এই হিসাবে কোম্পানিটির আয় স্থিতিশীল রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ২ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

কর্ণফুলী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমাখাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্সের আয় বেড়েছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এসময় বীমাটির করপরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই প্রান্তিকে করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৩৫ পয়সা।

সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ১০.২৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

চাঙ্গা হচ্ছে বস্ত্র খাতের শেয়ার

textileনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে চাঙ্গা হতে শুরু করেছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার। এসব কোম্পানির শেয়ারের দর যেমন বাড়ছে, তেমনি লেনদেনও বৃদ্ধি পেয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৯০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। শীর্ষ দশে উঠে এসেছে এ খাতের তিনটি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমানে ডিএসইতে এ খাতের ৪০ কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বুধবার এ খাতের ৩৫ কোম্পানির শেয়ারে দর বেড়েছে। আর কমেছে বাকী ৫টি কোম্পানির শেয়ারের দর।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘ দিন ধরে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়ছে না। বরং কমে অনেক কোম্পানির শেয়ারের দর অনেক লোভনীয় পর্যায়ে নেমে এসেছে। যার ফলে বিনিয়োগকারীরা বস্ত্র খাতের শেয়ারের দিকে ঝুকছেন।

বুধবার ডিএসই’র শীর্ষ দশে থাকা আর্গন ডেনিমসের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৬ টাকা ৬০ পয়সা দরে। আজ কোম্পানির ২৩ লাখ ১৯ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬ কোটি ৭০ হাজার টাকা।

৯ দশমিক ২৫ শতাংশ বা ১ টাকা ৬০ দর বেড়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা দরে। আজ কোম্পানির ১২ লাখ ৫৯ হাজার ১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২ কোটি ২৭ লাখ টাকা।

এর পরেই ছিল ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এ দিন এ কোম্পানির শেয়ারের দর বেদেছে ৯ দশমিক ৯১ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা। বুধবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ১০ পয়সা দরে। আজ এ কোম্পানির ৬ লাখ ৯৭ হাজার ১০৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৮২ লাখ ৩০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম