সাপ্তাহিক দর কমার শীর্ষে ইবিএল মি.ফা.

indexস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে দর কমার শীর্ষে রয়েছে এ ক্যাটাগরির ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে ৫ কার্যদিবসে এ ফান্ডের প্রতি ইউনিটের দর কমেছে ১২.৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে গড়ে প্রতিদিন ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে ৭৯ হাজার ৪০০ টাকার এবং এ সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেনের পরিমান ৩ লাখ ৯৭ হাজার টাকা।

দর কমার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ট্রাষ্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ১২.৫০%, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৯.২৬%, ফ্যামিলি টেক্সের ৮.৫০%, নাভানা সিএনজির ৮.৩৬ শতাংশ, ঝিল বাংলা সুগার মিলসের ৮.২২%, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮.১৬%, পিএইচপি ফার্ষ্ট মিউচুয়াল ফান্ডের ৮.১৬%, ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ডের ৮.১৫% এবং এআইবিএল ফার্ষ্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৮% দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

sqoreস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহের লেনদেনে শীর্ষে অবস্থান করছে এ ক্যাটিগরির কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেড। এসময়ে কোম্পানিটির মোট ১২০ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লেনদেন হয়েছে ১০৮ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের লেনদেন হয়েছে ৯৬ কোটি ৬৮ লাখ ২২ হাজার টাকা, রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেডের লেনদেন হয়েছে ৮৯ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন হয়েছে ৮২ কোটি ৩৭ লাখ ৬২ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এণ্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের লেনদেন হয়েছে ৭৮ কোটি ৯১ লাখ ৪১ হাজার টাকা, এপেক্স টেনারির লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৯ লাখ ৩৮ হাজার টাকা, ফার কেমিক্যালের লেনদেন হয়েছে ৫৫ কোটি ৯৮ লাখ ২৬ হাজার টাকা এবং ফ্যামিলি টেক্সের লেনদেন হয়েছে মোট ৫১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিওর মাধ্যমে অর্থ নিবে ম্যাট্রিমনি ডটকম

hp-top-img-txtস্টকমার্কেট ডেস্ক :

ভারতের অনলাইন ম্যাচমেকিং ওয়েব সাইট ম্যাট্রিমনি ডটকম শেয়ারবাজার থেকে প্রায় ৩.৫ বিলিয়ন রুপি বা ৫৩.৭ মিলিয়ন মার্কিন ডলার নিবে। ইনিশিয়াল পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে এই অর্থ উত্তোলন করবে কোম্পানিটি।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বেসেমার পার্টনার্সসহ বিদ্যমান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডাররা এই ইস্যুর অংশ হিসাবে অতিরিক্ত ১.৬৬ মিলিয়ন শেয়ার বিক্রি করবে।

কোম্পানিটি আরো বলছে, গতবছর ম্যাট্রিমনি ডটকম ৬ লাখ ৪৭ হাজার শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন ২.৩২ বিলিয়ন রুপি করেছে।

চেন্নাই ভিত্তিক কোম্পানিটি আইপিও ব্যবস্থাপক হিসেবে রয়েছে কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, সিটি গ্রুপ গ্লোবাল মার্কেটস এবং ডয়চে ইক্যুটিজ ইন্ডিয়া।

স্টকমার্কেটবিডি.কম/

বছরের মধ্যে স্বতন্ত্র ক্লিয়ারিং গঠন

bsecনিজস্ব প্রতিবেদক :

আগামী এক বছরের মধ্যে সিকিউরিটিজের লেনদেন নিষ্পত্তির (সেটেলমেন্ট) জন্য স্বতন্ত্র ক্লিয়ারিং করপোরেশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের লেনদেনের এই ক্লিয়ারিং করপোরেশন গঠনের কাজ এখনও প্রক্রিয়াধীন।

এর আগে ২০১২ সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের সংশোধনীতে ক্লিয়ারিং করপোরেশন গঠনের বিষয়টি সংযোজন করা হয়েছে। তবে চলতি বছরের মধ্যেই বিধি তৈরির বাকি কাজ সেরে ফেলতে চায় কমিশন।

বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন নিষ্পত্তি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) পৃথক ক্লিয়ারিং বিভাগের মাধ্যমে করে থাকে। এ ছাড়া সরকারি বন্ড লেনদেন নিষ্পত্তি করে বাংলাদেশ ব্যাংক। ক্লিয়ারিং করপোরেশন গঠন হলে নতুন এ প্রতিষ্ঠানের মাধ্যমে এ সব কাজ হবে।

ক্লিয়ারিং করপোরেশন বা কোম্পানি হলো শেয়ার কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের মাধ্যমে অর্থ বা শেয়ার সংগ্রহ করে বিক্রেতাকে অর্থ এবং ক্রেতাকে শেয়ার সরবরাহ নিশ্চিত করা।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, সিডিবিএল বা ক্লিয়ারিং কোম্পানি হলো শেয়ারসহ তালিকাভুক্ত সিকিউরিটিজের লেনদেন নিরাপদ করার সহযোগী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের লক্ষ্য কখনোই ব্যবসা হওয়া উচিত নয়। প্রতিবেশী ভারতসহ বিশ্বের নানা দেশে স্টক এক্সচেঞ্জের কাছেই এসব প্রতিষ্ঠানের শতভাগ মালিকানা থাকে।

কমিশন সূত্রে জানা যায়, ক্লিয়ারিং করপোরেশন গঠনের কাজ এখনও প্রক্রিয়াধীন। চূড়ান্ত কিছু না হওয়ায় মালিকানা কেমন হবে তা এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে এটি অবশ্যই ডিমিউচুয়ালাইজড হবে। তিনি বলেন, লেনদেনে ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যেই ক্লিয়ারিং করপোরেশন করা হবে। সে ক্ষেত্রে লেনদেন ব্যয় যাতে না বাড়ে সে বিষয়ে কমিশন সতর্ক থাকবে।

সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুড

apexস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এপেক্স ফুড। সপ্তাহের শেষ দিবসে লেনদেন শেষে কোম্পানির শেয়ারের এ দর বেড়েছে ২৮.৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে এপেক্স ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা। কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ৪ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকা।

দরবৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে— নর্দান জুট মেনুফেকচারিংয়ের ২৮.০৮%, এপেক্স টেনারীর ২০.৪২%, মুন্নু সিরামিকসের ১৯.১০%, আইএফআইসি ব্যাংকের ১৮.৬৩%, এপেক্স স্পিনিংয়ের ১৬.১৮%, ফাষ্ট আইসিবি মিফা. ১৫.৬৮%, পিপলস লিজিংয়ের ১৪.৯৭%, পূবালী ব্যাংক ১২.৩৮% ও এপেক্স ফুটওয়ারের ১০.৬১% দর বৃদ্ধি পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সপ্তাহের ব্যবধানে লেনদেন ৯% কম

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৯ দশমিক ০৪ শতাংশ। আলোচিত সপ্তাহে ডিএসইতে মূল্য সূচকের মিশ্র প্রবণতা ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৬৫ শতাংশ বা ৩১ দশমিক ২৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে দশমিক ৪৫ শতাংশ বা ৮ দশমিক ৪৫ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ০১ শতাংশ বা দশমিক ৭ পয়েন্টে।

এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮১৯ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ২৭৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ২২০ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৯ দশমিক ০৪ শতাংশ।

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির। আর দর কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ