1. আমান ফিড
  2. লংকাবাংলা ফিন্যান্স
  3. ওরিয়ন ফার্মা
  4. সিএমসি কামাল
  5. বেক্সিমকো ফার্মা
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  7. আইটিসি
  8. বিএসআরএম লি.
  9. কেডিএস
  10. এমারেল্ড ওয়েল।

দিনশেষে লেনদেনে সামান্য উত্থান-পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনে সামান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনের সাথে কমেছে মূল্য সূচক। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের প্রথম দিনে আগের দিনের চেয়ে লেনদেন ২০ লাখ টাকা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪.৩৪ পয়েন্ট কমে ৪৪৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১.৪৮ পয়েন্ট বেড়ে ১০৮৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭২১ পয়েন্টে।

দিনভর ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৮২ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকার উপরে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমান ফিড, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ওরিয়ন ফার্মা, সিএমসি কামাল, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আইটিসি, বিএসআরএম লি., কেডিএস ও এমারেল্ড ওয়েল।

অপরদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন ২০ লাখ টাকা বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কেয়া কসমেটিকসের বোর্ড সভা ১৬ মার্চ

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৬ মার্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন বেলা ৩টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) ৩০ জুন ২০১৬ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ইষ্টার্ণ লুব্রিকেন্টসের দর বেড়েছে ২২০ টাকা

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি ইষ্টার্ণ লুব্রিকেন্টসের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। আর এর দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ৩ মার্চ ইষ্টার্ণ লুব্রিকেন্টসের শেয়ারের দাম ছিল ৫৪৫ টাকা, যা বেড়ে ১০ মার্চ ৭৬৪ টাকা দাঁড়িয়েছে। সর্বশেষ ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২২০ টাকা।

শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বিবেচনা করে এর পেছনের কারণ জানতে চেয়ে কোম্পানিকে নোটিস পাঠায় ডিএসই ।

এর জবাবে ইষ্টার্ণ লুব্রিকেন্টস বলেছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এই শেয়ারের দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

পূবালী ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা

pubali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ব্যাংকটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

এ বছরে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৩৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ২৭.৪৮ টাকা।

আগামী ২৮ এপ্রিল নিজস্ব মিলনায়তনে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ