1. এমজেএল বিডি
  2. ইউনাইটেড পাওয়ার
  3. লিন্ডে বিডি
  4. বিএসআরএস স্টিল
  5. বিএসআরএম লি
  6. লংকা বাংলা ফাইন্যান্স
  7. শাহজিবাজার
  8. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  9. ইউনিক হোটেল
  10. এমারেল্ড ওয়েল।

মালেক স্পিনিংয়ের কারখানায় ১৭৭ কোটি টাকা বিনিয়োগ

malekস্টকমার্কেট ডেস্ক :

কারখানার সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নের (বিএমআরই) পাশাপাশি সাবসিডিয়ারির সক্ষমতা বাড়াতে ১৭৭ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদে আলাদা দুটি প্রকল্প অনুমোদন হয়েছে।

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ২০১৬ সালের বিএমআরই প্রস্তাব-১ অনুমোদন করেছে। ৩২ কোটি ৭৫ লাখ টাকার এ প্রকল্পের আওতায় তাদের কারখানার স্থাপনা সংস্কার, যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হবে। এতে পণ্যের মানের পাশাপাশি উত্পাদন সক্ষমতাও বাড়বে। ব্যাংক বা অন্য কোনো উত্স থেকে প্রকল্পের অর্থ সংস্থান করা হবে।

এদিকে সাবসিডিয়ারি সালেক স্পিনিং মিলস লিমিটেডের ৯৭ দশমিক ৯২৫ শতাংশ শেয়ারের মালিক মালেক স্পিনিং। সাবসিডিয়ারিটির পর্ষদ তাদের বস্ত্র ইউনিট সম্প্রসারণের জন্য ১৪৪ কোটি ৫৮ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছে। নিজস্ব তহবিল কিংবা ঋণ থেকে এ প্রকল্পে অর্থ সংস্থান করবে সালেক স্পিনিং। এজন্য মূল প্রতিষ্ঠান থেকে কোনো পুঁজি সংগ্রহ করবে না তারা।

৩০ জুন সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় মালেক স্পিনিং। শেয়ারপ্রতি বার্ষিক আয় (ইপিএস) দাঁড়ায় ২ টাকা ৫ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৪৪ টাকা ৮৩ পয়সা। ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তখন ইপিএস ছিল ২ টাকা ৩৩ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটি ১ টাকা ২২ পয়সা ইপিএস দেখিয়েছে, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ২৪ পয়সা।

২০১০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৩ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভ ৫২৪ কোটি ৩১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

বিজিআইসির বোর্ড সভা ১৫ মে

bgic-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৫ মে বেলা ৩টায় নিজেদের কর্পোরেট ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ড্রাগন সোয়েটারের বোর্ড সভা ১৪ মে

dragonস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৪ মে বেলা ৪টায় নিজেদের কর্পোরেট ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

লেনদেন কমলেও বেড়েছে মূল্য সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও বেড়েছে মূল্য সূচক।

মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৭০৯৬ লাখ টাকার শেয়ার। যা গতকাল সোমবার ছিল ৪৯৩ কোটি ৯৬ লাখ টাকা। এহিসাবে এদিন লেনদেন ৬৩ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৮১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- এমজেএল বিডি, ইউনাইটেড পাওয়ার, লিন্ডে বিডি, বিএসআরএস স্টিল, বিএসআরএম লি., লংকা বাংলা ফাইন্যান্স, শাহজিবাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল ও এমারেল্ড ওয়েল।

এদিকে অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৮ লাখ টাকার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

আজিজ পাইপসের দর বাড়ার কারণ নেই

Aziz-Pipies-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপসের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ১৭ এপ্রিল শেয়ারটির দর ছিল ৩২.৫০ টাকা। ৮ মে তা বেড়ে দাঁড়ায় ৫৭ টাকার উপরে। এসময় দর উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ১৫ অক্টোবর ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এক্সিম ব্যাংকের ইপিএস ৬ পয়সা

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ পয়সা দাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৬ থেকে মার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (কনসলিডেটেড) হয়েছে ৬ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ২১ পয়সা।

আগের বছর একই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৭.৮৫ টাকা , যা গত বছর একই প্রান্তিকে ছিল ১৮.১৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সিটি ব্যাংকের ইপিএস প্রকাশ

citi bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৬ থেকে মার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (কনসলিডেটেড) হয়েছে ৭৯ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ৬০ পয়সা।

আগের বছর একই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৮.২০ টাকা , যা গত বছর একই প্রান্তিকে ছিল ২৮.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ইপিএস ৪০ পয়সা

firstস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৬ থেকে মার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (কনসলিডেটেড) হয়েছে ৪০ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ১৯ পয়সা।

আগের বছর একই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৪.৬৮ টাকা , যা গত বছর একই প্রান্তিকে ছিল ১৫.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর