দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ আইন লংঘনের দায়ে ২ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। প্রতিষ্ঠান ২টি হচ্ছে- ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস লিমিটেড এবং হলি সিটি সিকিউরিটিজ লিমিটেড।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিএসইসি জানায়, ২ সিকিউরিটিজ হাউজের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদনে সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি স্পষ্ট হয়েছে।

ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস লিমিটেড এ কমিশনের রুটিন পরিদর্শনের ভিত্তিতে দাখিল করা রিপোর্টে আইন ভঙ্গের বিষয়টি স্পষ্ট হয়। ফলে কোম্পানিটিকে আজকের সভায় ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, আরেক কোম্পানি হলি সিটি সিকিউরিটিজ লিমিটেডের কনসোলিডেটেড কাস্টমার একাউন্টে এ পরিশোধযোগ্য ক্লায়েন্টদের তহবিলে ঘাটতি, নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান, ঋণচুক্তি ছাড়া মার্জিন ঋণ দেওয়া , ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ নীতিমালা ভঙ্গ এবং কোম্পানির পরিচালককে মার্জিন ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে আইন ভঙ্গ করেছে। এ আইনগুলো ভঙ্গের কারণে এ কোম্পানিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

আইপিওর মাধ্যমে ৭২ কোটি টাকা নিবে আমান ফিড

Aman-smbdনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আমান ফিড লিমিটেডকে ৭২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৪১তম কমিশন সভায় এ অনুমোদন প্রদান করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আমান ফিড লিমিটেডের প্রতিটি সাধারণ শেয়ার ৩৬ টাকা করে আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ২৬ টাকা প্রিমিয়াম নেবে। কোম্পানিটি বাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৭২ কোটি টাকা উত্তলন করবে। যা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৯৭ টাকা। নেট সম্পদ মূল্য (এনএভি) ৩০.৭৭ টাকা।

নতুন আইপিও পদ্ধতির মাধ্যমে এ কোম্পানি বাজার থেকে টাকা উত্তোলন করবে।

উল্লেখ্য, এ কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

শাশা ডেনিমসের ২০% নগদ ও ১৫% স্টক লভ্যাংশ

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে শাশা ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৬৪ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ৫৯ টাকা ৩২ পয়সা।

আগামী ২১ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ

bangladesh ins-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বীমাটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩১ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ১৯ টাকা ৬৩ পয়সা।

আগামী ১১ জুন বীমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ

citi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বীমাটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫৯ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ১৬ টাকা ১০ পয়সা।

আগামী ১৫ জুন বীমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ

mercantileস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বীমাটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৫১ আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ১৬ টাকা ১৫ পয়সা।

আগামী ৯ জুন বীমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

নর্দার্ণ ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষণা

northern-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বীমাটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে নিটল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.০২ আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ২০ টাকা ৭০ পয়সা।

আগামী ১৩ জুন বীমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

এবি ব্যাংকের বোর্ড সভা ১২ এপ্রিল

ab-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এবি ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ১২ এপ্রিল রবিবার বিকেল ৩ টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এবি ব্যাংক আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সিভিও পেট্রোকেমিক্যালকে নোটিশ দিয়েছে সিএসই

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে জানতে চেয়ে বিদ্যুৎ ও জ্বালানী খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডকে নোটিশ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। যা সিএসইর নজরে আসে। এর পর সিএসই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ পাঠায়। সিএসইর নোটিশের জবাবে গতকাল ৮ এপ্রিল কোম্পানিটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের শেয়ার দরে যে অস্বাভাবিকতা লক্ষ করা যাচ্ছে এর পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর