ডিএসইতে পিই .১০ % কম

PEস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ০১ পয়েন্ট কমেছে। যা শতকরা হিসাবে দশমিক ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৬১ পয়েন্টে। এর আগের সপ্তাহে এই পিই রেশিওর অবস্থান ছিল ১৬ দশমিক ৬২ পয়েন্ট।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৬ দশমিক ৫ পয়েন্ট, সিরামিক খাতের ৩৯ দশমিক ৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ৩০ দশমিক ৫ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩১ দশমিক ৫ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৬ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১১ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ১৮ দশমিক ৬ পয়েন্টে, পাট খাতের মাইনাস ২৭ দশমিক ৭ পয়েন্ট, বিবিধ খাতের ৩৩ দশমিক ১ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৯ দশমিক ২ পয়েন্টে, কাগজ খাতের ১২ দশমিক ৮ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২২ দশমিক ২ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩১ পয়েন্ট, চামড়া খাতের ২৮ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২২ দশমিক ৮ পয়েন্ট, বস্ত্র খাতের ১৩ দশমিক ৫ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৬ দশমিক ৪ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

স্কয়ার ফার্মার লেনদেন ৪.৭৩%

sqoreনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪১ লাখ ৮১ হাজার ২৩টি শেয়ার ১০৩ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকায় লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৪.৭৩ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ও তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, অ্যাপেক্স ট্যানারি, ফার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, আল-হাজ্ব টেক্সটাইল মিলস ও বারাকা পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

তিন দিনের ব্যবধানে স্ট্যান্ডার্ড সিরামিকস ৫০ টাকা

STANCERAMনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারের দর তিন দিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকার উপরে। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট কোম্পানিটির শেয়ার ৪৩ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ২৭ আগষ্ট প্রায় ৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। এই সময় শেয়ারবাজারে পতন থাকলেও এ কোম্পানিটির শেয়ারের দর টানা বেড়েছে। এই তিন দিনে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা।

গত এক মাসে এই কোম্পানির শেয়ারের সর্বনিম্ন লেনদেন হয় ৪৩ টাকা ২০ পয়সা। গত ২৪ আগষ্ট এর দর ছিল মাসের হিসাবে নিম্ন অবস্থানে। এ দিন শেয়ারটির দর সর্বোচ্চ ৪৭.৩০ টাকায় উঠে।

গত জুলাই মাসে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারের দর হঠাৎ করেই বৃদ্দি পায়। টানা ৬ দিন শেয়ারটির দর একই গতিতে বাড়তে থাকে। এসময় শেয়ারটির দর ৩৫ টাকা থেকে ৫৫ টাকা দাঁড়ায়।

গত ৭ জুলাই শেয়ারের দর বাড়ার কারণ নিয়ে তদন্ত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সে সময় কোম্পানিটির পক্ষ থেকে দর বাড়ার কারণ বিনিয়োগকারীদের জানাতে ব্যর্থ হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

আমেরিকার আশ্বাসে চাঙ্গা ভারত

sensexনিজস্ব প্রতিবেদক :

আপাতত নেই চীনের ইস্যু। আশাতীত ভাবেই গতকাল বৃহস্পতিবার চাঙ্গা হয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার। এদিন সেনসেক্স ৫১৬.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬ হাজারের ঘরে। এ দিন এই সূচকের অবস্থান দাড়ায় ২৬,২৩১.১৯ পয়েন্টে।

শেয়ারের পাশাপাশি এ দিন বেড়েছে টাকার দামও। ডলারে টাকার দাম ১০ পয়সা বাড়ায় প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.০৪ টাকা। তবে তা প্রথমে ১৯ পয়সা বেড়েছিল। পরের দিকে কিছুটা কমে আসে।

এ দিন ভারতের বাজার ওঠার পিছনে একাধিক কারণ কাজ করেছে। সেগুলি হল—

• সেপ্টেম্বরেই সুদ বাড়ানোর তাগিদ নেই আমেরিকার

• মার্কিন অর্থনীতির হাল ফেরার খবরে ওয়াল স্ট্রিটের চাঙ্গা হওয়া

• টানা পাঁচ দিন পড়ার পরে চিনের বাজার ওঠা

• পড়তি বাজারে শেয়ার কেনার হিড়িক

• আগাম লেনদেনের সেটেলমেন্ট

আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের প্রসিডেন্ট উইলিয়াম ডাডলি গত বুধবার জানিয়েছেন, সেপ্টেম্বরে সুদ বাড়ানোর ইচ্ছা তাদের নেই। চীনের হাত ধরে বিশ্ব বাজারে ধসের জেরে এখনই তারা এই পথে হাঁটতে চান না।

আমেরিকার এই বার্তা ভারতের বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করেছে। পাশাপাশি, মার্কিন আর্থিক বৃদ্ধির হারও প্রত্যাশা ছাড়িয়ে বছরের দ্বিতীয় ত্রৈমাসিক এপ্রিল থেকে জুনে তা বেড়েছে ৩.৭%। এর আগে তা ২.৩% হারে বাড়বে বলে পূর্বাভাস ছিল। বুধবার এই সুখবরে ছ’দিন পতনের খরা কাটিয়ে বাড়ার মুখ নেয় মার্কিন শেয়ারবাজারও। আর বৃহস্পতিবার তারই প্রভাব পড়ে ভারতের বাজারে।

এ ছাড়া, টানা পাঁচ দিন পড়ার পরে বৃহস্পতিবার চীনের শেয়ার বাজারও ঘুরে দাঁড়িয়েছে। সেদিন চীন ও ওয়াল স্ট্রিটের প্রভাবে এশিয়ার অন্য দেশগুলির শেয়ার সূচকও ছিল ঊর্ধ্বমুখী। যা ভারতের সূচককে ইন্ধন জোগায়। চাঙ্গা ছিল ইউরোপ। শুক্রবারও বাজারে লেনদেন শুরুর পর থেকে উঠেছে মার্কিনবাজারও।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে পতন

indexনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্য সূচক। এসপ্তাহে ডিএসইতে লেনদেনের ২২.৭৯ শতাংশ পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৭৬ কোটি ৯৭ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮১৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর দর কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ দশমিক ৩০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ২ দশমিক ১৭ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ২ দশমিক ৭২ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮১ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৫৬ শতাংশ বা ২৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে গত ২৭ আগষ্ট অবস্থান করছে ৪৮৪০ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম

জিপিএইচ ইস্পাতের ১৭% নগদ লভ্যাংশ

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৩০ এপ্রিল সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএ