সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ইপিএস ৩৮ পয়সা

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই-সেপ্টেম্বর ২০১৫) প্রকাশ করেছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রথম প্রান্তিকে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের কর পরিশোধের পর মুনাফা করেছে ২ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা।

আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা এবং আইপিও-পরবর্তী ইপিএস হয়েছে ৩৮ পয়সা। আর ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৩.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

  1. সাইফ পাওয়ারটেক
  2. ইফাদ অটোস
  3. বেক্স ফার্মা
  4. ফার কেমিক্যাল
  5. এএফসি এগ্রো
  6. কেডিএস এক্সেসরিজ
  7. স্কয়ার ফার্মা
  8. আরএসআরএম স্টীল
  9. ইউনাইটেড পাওয়ার
  10. কেপিসিএল।

শেয়ারবাজারে অধিকাংশ কোম্পানির দর বৃদ্ধি

index upনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সূচকের উর্দ্ধগতিতে লেনদেন শেষ হয়েছে। রবিবার ডিএসইতে অধিকাংশ শেয়ারের দরই বৃদ্ধি পেয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৩ কোটি টাকার শেয়ার।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, বেক্স ফার্মা, ফার কেমিক্যাল, এএফসি এগ্রো, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার ফার্মা, আরএসআরএম স্টীল, ইউনাইটেড পাওয়ার কেপিসিএল।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩১ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ফার কেমিক্যালের ইপিএস বেড়েছে ১৭৫ শতাংশ

farস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৭৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত (জুলাই-সেপ্টেম্বর ১৫) আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইপিএস বেড়েছে কোম্পানিটির।

ফার কেমিক্যালের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৮৬ টাকা।

যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৪ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৭৭ টাকা বা ১৭৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

এইমসের লেনদেন শুরু আর বন্ধ গ্রামীন ওয়ান

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন ররিবার থেকে শুরু হলেও গ্রামীণ মিউচুয়াল ফান্ড-১ এর লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এইমস ফার্স্টের ইউনিটহোল্ডার মতামত দেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ফের ফান্ডটির লেনদেন শুরু হয়েছে।

আর গ্রামীন মিউচুয়াল ফান্ড-১ এর রূপান্তর বা অবসায়নের বিষয়ে ইউনিটহোল্ডারদের মতামত নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজার বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

pmনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে ও বাজার সম্প্রসারণে সরকার সব ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ নিজ কার্যালয়ে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সইয়ের সময় এ কথা বলেন।

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সমঝোতা চুক্তিতে সই করেন বিসিআইসির চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন এবং সেবির চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শেয়ারবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, গত কয়েক বছর ধরে শেয়ারবাজারের সংকট কাটিয়ে উঠতে সরকার ডিমিউচ্যুয়ালাইজেশন(ব্যপস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ) করেছে। এছাড়া ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বাড়তি বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার সাথে এই যৌথ চুক্তি দেশের শেয়ারবাজারে গতি আনবে।

এদিকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানান শেখ হাসিনা।

প্রসঙ্গত, চার দিনের বিশেষ সফরে এখন বাংলাদেশে রয়েছে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহাসহ আরও তিনি জন।

বিএসইসি সূত্রে জানা গেছে, আগামী ২৩ নভেম্বর রাজধানীর রেডিসন হোটেলে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করবেন সেবি চেয়ারম্যান ।

জানা গেছে, আজকের চুক্তি সই অনুষ্ঠানে পরিচালনা করেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। মূল আলোচক হিসেবে অনুষ্ঠানে কথা বলেন সেবির চেয়ারম্যান।

এছাড়া বিএসইসির চেয়ারম্যান, কমিশনার, নির্বাহী পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সুত্র : অনলাইন

ডিএসইতে লেনদেন শুরু ১২ টায়

dseস্টকমার্কেট ডেস্ক :

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন যথা সময়ে শুরু হয়নি। তবে এ লেনদেন দুপুর ১২ টায় শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর এ লেনদেন বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

রবিবার লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা চালু করতে পারেনি ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিমটেক্সের লেনদেন শুরু আজ

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। সোমবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সকাল ১০ ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) এর আনুষ্ঠানিকতা শেষ হয়। এসময় কোম্পানির শীর্ষ কর্মকর্তাসহ ডিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা সিমটেক্সের ট্রেডিং কোড-SIMTEX এবং ডিএসইতে কোম্পানি কোড-১৭৪৬৯ ।

এর আগে কোম্পানিটির আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে গত ১০ নভেম্বর মঙ্গলবার জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

মিথুন নিটিংয়ের বোর্ড সভা মঙ্গলবার

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। এদিন মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে । কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা ২৪ নভেম্বর

talluস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। এদিন মঙ্গলবার বিকেল ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে । কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ