সাপ্তাহিক ব্যবধানে ডিএসইতে পিই রেশিও কমেছে

peস্টকমার্কেট ডেস্ক :

সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও ১৫.৪১ পয়েন্টে স্থিতি পেয়েছে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.০০ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ৩.৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১০.৯১ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩২.২১ পয়েন্টে, সিরামিক খাতের ২৭.৬৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ২১.২৭ পয়েন্টে, আর্থিক খাতের ২২.০৪ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৩.৬৫ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১২.৭৭ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ২০.৫২ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩০.৫৩ পয়েন্টে, পাট খাতের পিই রেশিও মাইনাস ৮৮.৩৪ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.৮০ পয়েন্টে, কাগজ খাতের মাইনাস ১৩৬.৩৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.২০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৯.৫৫ পয়েন্টে, চামড়া খাতের ১৮.৮২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৮.৯৩ পয়েন্টে, বস্ত্র খাতের ১৫.৫৩ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতের ২৭.৯৫ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৪টি কোম্পানির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

সর্বশেষ সপ্তাহ জুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত বছর ২০১৬-এর জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- রেনেটা, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেনেটা লিমিটেড: ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেড: প্রকৌশল খাতের কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্তবর্তীকালীন ডিভিডেন্ডের রেকর্ড ডেট ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বিএসআরএম স্টিল: প্রকৌশল খাতের বিএসআরএম স্টিল লিমিটেড ২০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্তবর্তীকালীন ডিভিডেন্ডের রেকর্ড ডেট ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

গ্রামীণফোন: টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর,২০১৬ সমাপ্ত হিসাব বছরে ৯০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ৮৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সে হিসাবে কোম্পানিটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৫ শতাংশ।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ এপ্রিল, সকাল ১০টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, খিলক্ষেতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২২ ফেব্রুায়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ