1. ইফাদ অটোস
  2. স্কয়ার ফার্মা
  3. গ্রামীণফোন
  4. লাফার্জ সুরমা
  5. বেক্স ফার্মা
  6. কেডিএস
  7. মোজাম্মেল স্পিনিং
  8. কাশেম ড্রাইসেল
  9. শমরিতা হসপিটাল
  10. খুলনা পাওয়ার।

এ্যাপেক্স ট্যানারির লভ্যাংশ বিতরণ

apex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের গত ২০১৫ অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের চলতি ২০১৫ অর্থবছরে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডটি বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা হয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে বলা হয়েছে।

কোম্পানিটি ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইটিসির আবেদন জমা নেওয়া শুরু

ITC-Logo-230x155নিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেডের (আইটিসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ থেকে জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা যায়।

১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে আইটিসি। আর এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.২৮ টাকা।

শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।

বিএসইসির ৫৫৪তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পেনিনসুলা চিটাগংয়ের বোর্ড সভা ৮ নভেম্বর

peninsulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের বোর্ড সভা আগামী ৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ভুল তথ্য দেওয়ায় ইউনাইটেড এয়ারের ঋণমান স্থগিত

united airস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ) লিমিটেড ভুল তথ্য দেওয়ায় দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদের ঋণমান স্থগিত করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০১৫ সালের ৩০ জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তে পর্যাপ্ত তথ্য না পাওয়ার কারনে কোম্পানিটির ঋণমান স্থগিত করেছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সূচকের উত্থান : উভয় বাজারে বেড়েছে শেয়ারের দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন অতিবাহিত হলো। আজ উভয বাজারে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। তবে সোমবার লেনদেন বেড়েছে সামান্য। উভয় স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৮৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। বুধবার লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। রবিবারের চেয়ে সোমবারে ২২ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার বেশী লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২১.২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২২ পয়েন্টে।

রবিবার এই সূচক ছিল ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৯.৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭০৯ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে সিএএসপিআই সূচক ৮৭.১৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৫৩.৬৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৬৮.৩৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৭.৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১০.৭৫ পয়েন্ট বেড়ে ৯৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার এই সূচক ছিল সিএএসপিআই সূচক ১৭১.৯৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১০৩.৭৫ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৬৪.৯৫ পয়েন্ট কমে ১২ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১১.৭১ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৯.৮৪ পয়েন্ট কমে ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৪৫ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৪ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। বৃহস্পতিবার হয়েছিল ২৬ কোটি ৫৯ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা ও কেডিএস।

সিএসইতে সোমবারে ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টির দাম বেড়েছে, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লাফার্জ সুরমা, বেক্স ফার্মা, কেডিএস, মোজাম্মেল স্পিনিং, কাশেম ড্রাইসেল, শমরিতা হসপিটাল ও খুলনা পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বদিউল

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোনাস বিওতে দিল সিডিবিএল

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌ লিমিটেডের লভ্যাংশের ঘোষণা দেওয়া বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ২ নভেম্বর সোমবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এ ছাড়া আলোচিত বছরে কোম্পানিটির মূলধন ১৫০ কোটি থেকে ৫০০ কোটি উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৭৯ পয়সা। শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ২ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদের পরিমান ১৪.৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বাংলাদেশ সাবমেরিনের শেয়ার বিওতে দিল সিডিবিএল

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের লভ্যাংশের ঘোষণা দেওয়া বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ২ নভেম্বর সোমবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য  ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এ ছাড়া আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৮৬ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদের পরিমান ২৬.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঢাকা ডাইংয়ের বোর্ড সভার তারিখ পরিবর্তন

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি দা ঢাকা ডাইং এন্ড ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেডের বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির বোর্ড সভা ২ নভেম্বর সোমবারের পরিবর্তে আগামী ৮ নভেম্বর রবিবার বিকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

দা ঢাকা ডাইং এন্ড ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জেমিনী সী ফুডকে নোটিস : শেয়ারের দর ৪৬০ টাকা

zeminiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনী সী ফুডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। গতকাল শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে ৪৬০ টাকায়। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ১২ অক্টোবর শেয়ারটির দর ছিল ৩৬৯ টাকা। গতকাল ০১ নভেম্বর ৪৫৯.৮০ টাকা দরে লেনদেন হয়েছে। এসময় দর উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ২৯ অক্টোবর ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ