ব্লক মার্কেটে ৫.৭৯ কোটি টাকার লেনদেন

blockস্টক মার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে সোমবার মোট ৭ কোম্পানির শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলো মোট ৮ লাখ ৩৩ হাজার ৮০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৭৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সামিট পাওয়ার লিমিটেড। এই কোম্পানি ৩ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

লংকাবাংলা ফিন্যান্স ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫২ লাখ টাকা।

আরএসআরএম স্টিল ১ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেবিডি.কম/এম/বি

দর বাড়ার তালিকায় আমরা টেকনোলজি

aamra-technology-limitedস্টক মার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজি। সোমবারের লেনদেনে কোম্পানিটির শেয়ার দর ৮.৭৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার আমরা টেকনোলজির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৬.২ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৮.৫ টাকায়। এ দিন কোম্পানিটির শেয়ার ২৬.৫ টাকা থেকে ২৮.৮ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- ফ্যামিলিটেক্স এর ৭.৫৯ শতাংশ, গোল্ডেন সনের ৭.৫৫ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৩২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৩৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৭৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.৭৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.৪২ শতাংশ, ইনটেক’র ৫.০৮ শতাংশ ও রহিম টেক্সটাইলের ৫.০৭ শতাংশ দাম বেড়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম/বি

ইউনাইটেড পাওয়ারের নগদ লভ্যাংশ জমা

UPGDস্টক মার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এণ্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড গত ২০১৬ অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড পাওয়ার গত ৩০ জুন শেষ হওয়া ২০১৪৬ অর্থবছরে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডটি বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা হয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম/বি

আর্গন ডেনিমস ও ইভেন্সি টেক্সের এজিএম ২৪ নভেম্বর

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস ও ইভেন্সি টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল ১০টা ও বেলা ১২ টায় রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে আর্গন ডেনিমসের পরিচালনা পর্ষদ।

অন্যদিকে সদ্য তালিকাভুক্ত ইভেন্সি টেক্সটাইলের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি দুটির এজিএমের রেকর্ড ডেট ছিল ৩ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে ৬১০ ও সিএসইতে ৪২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষ লেনদেনের পরিমাণ ৬১০ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৪২ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৫৭৩ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, ন্যাশনাল টি, বিবিএস, সাপোর্ট, গোল্ডেন হার্ভেষ্ট, এমজেএলবিডি ও মিথুন নিটিং।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৪০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটিড ও বার্জার পেইন্টস।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে ১ম ঘন্টায় ১৬৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ সোমবার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির। আর দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭২৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৭ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২৫ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এসিআই বাজারে নিয়ে এল ‘ব্ল্যাক ফাইটার জাম্বো কয়েল’

aci-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড বাজারে নিয়ে এল ব্ল্যাক ফাইটার জাম্বো কয়েল। গত শনিবার রাতে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে এই নতুন কয়েলের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এসিআই দীর্ঘ ৪০ বছর ধরে কীটপতঙ্গনাশক পণ্য সরবরাহ করে আসছে। এ ধরনের পণ্যের মধ্যে মশার কয়েল অন্যতম। এরই অংশ হিসেবে দেশের বৃহত্তম কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ব্ল্যাক ফাইটার মশার কয়েলকে আরও আধুনিক ও সমৃদ্ধ করে নতুনভাবে বাজারজাত করছে।

এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে মশার ক্রমবর্ধমান সংক্রমণে ভালো মানের মশার কয়েলের চাহিদা দিন দিন বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণির অসৎ ব্যবসায়ী নিম্নমানের ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কয়েল বাজারজাত করে আসছেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অঞ্চলের পরিবেশক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লোকসানে থেকেও দরবৃদ্ধির তালিকায় বঙ্গজ-রহিমা-হাক্কানি

high indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্য দিবসে গতকাল রবিবার দেশের দুই শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছে ঊর্ধ্বমুখী ধারায়। টানা চতুর্থ দিনে বেড়েছে বেশিরভাগ শেয়ারদর ও সূচক। তবে আগের দিনের তুলনায় লেনদেন পৌনে আট শতাংশ কমেছে। দরবৃদ্ধির শীর্ষে থাকা প্রথম তিন কোম্পানি বঙ্গজ লিমিটেড, রহিমা ফুড করপোরেশন এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার সর্বশেষ প্রান্তিকে লোকসান করেছে। তারপরও শেয়ারগুলোর দর প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে।

কোম্পানি তিনটির সাম্প্রতিক সময়ের লেনদেন ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, মুনাফা হ্রাসের কারণে বঙ্গজের শেয়ারদর গত বছরের অক্টোবর থেকে ক্রমাগত কমে ৪০০ থেকে ১০০ টাকা দরে নেমেছিল।

সর্বশেষ প্রান্তিকেও কোম্পানিটি শেয়ারপ্রতি ১৬ পয়সা লোকসান করেছে। গত মঙ্গলবার এ খবর প্রকাশের পরের দিন বুধবার থেকে সর্বশেষ তিন কার্যদিবসে শেয়ারটির দর ১০১ থেকে বেড়ে ১৩৪ টাকায় উঠেছে।

এদিকে মালিকানা পরিবর্তন ইস্যুতে নানা গুজবকে কেন্দ্র করে রহিমা ফুড করপোরেশনের শেয়ারদর বেশ ওঠানামা করছে। এ বিষয়ে তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তারপরও কিছু বিনিয়োগকারীর এ কোম্পানিটির শেয়ারে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। এ ছাড়া সর্বশেষ দুই প্রান্তিকে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লোকসান করেছে।

বার্ষিক হিসাবে শেয়ারপ্রতি ৭২ পয়সা লোকসানের পরও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকেও কোম্পানিটির লোকসান শেয়ারপ্রতি ৩৬ পয়সা ছাড়িয়েছে। গত দেড় বছর ধরে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে ওঠানামা করছে। তারই ধারাবাহিকতায় শেয়ারটির দর এখন বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মিথুন নিটিংয়ের বোর্ড সভা ২৪ নভেম্বর

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি মিথুন নিটিং মিলস লিমিটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ২৪ নভেম্বর ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় কোম্পানিটি গত ১৮ মাসের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে পারে। এছাড়া এজিএম সংক্রান্ত ঘোষণা আসবে এই সভায়।

স্টকমার্কেটবিডি.কম/এস