ফারইস্ট ফাইনান্সের ইজিএম ৮ নভেম্বর

farestস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড বিশেষ বার্ষিক সাধারণ সভা (ইজিএম) আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, অডিটর নিয়োগ ও স্থায়ীকরণের জন্য আগামী ৮ নভেম্বর রবিবার রাজধানীর গুলশানে এই সভাটি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১২ অক্টোবর সোমবার।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১১ অক্টোবর রবিবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক ছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শেয়ার বিক্রির ঘোষণা মেঘনা সিমেন্ট উদ্যোক্তার

MEGHNACEM-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস্‌ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নিজের হাতে থাকা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সায়েম সোবহান নামে এই উদ্যোক্তা পরিচালক নিজের হাতে থাকা প্রতিষ্ঠানটির ৬ লাখ ৪০ হাজার শেয়ারের মধ্যে ৭০ হাজার শেয়ার বিক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিডি ল্যাম্পসের ঋণমান “এ”

bdlams-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘ইসিআরএল-২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩০ জুনসমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন হালনাগাদ ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে দর কমার শীর্ষে ‘এ’ ক্যাটাগরির সাত কোম্পানি

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দর কমার তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৭টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে দর কমার তালিকার শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সময় ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির দর কমেছে ২৭ দশমিক ৩৯ শতাংশ। গত সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করে মোট ১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার ৩১৫ টাকা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানি বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড রয়েছে চুতুর্থ স্থানে। এ সময় কোম্পানিটির দর কমেছে ২৪ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করে মোট ৯ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৪৪৮ টাকা।

৬ষ্ঠ থেকে ১০ম স্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি যথাক্রমে জাহিন স্পিনিংয়ের দর কমেছে ২১ দশমিক ১৩ শতাংশ, দি পেনিনসুলর চিটাগাং লিমিটেডের দর কমেছে ১৫ দশমিক ১৮ শতাংশ, ইস্টর্ন হাউজিং লিমিটেডের দর কমেছে ১২ দশমিক ৮৭ শতাংশ, মোজাফ্ফর স্পিনিংয়ের দর কমেছে ১১ দশমিক ৪৬ শতাংশ ও গোল্ডেন হারভেস্টের দর কমেছে ১০ দশমিক ৮১ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে গত সপ্তাহে কমেছে সূচক ও শেয়ারের দর

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচক কমেছে। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। তবে গত সপ্তাহে লেনদেন তার আগের সপ্তাহ থেকে বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৮৯০টি শেয়ার মোট ১৩৩ কোটি ৫৩ লাখ ৫৭ হাজার ৫৪৩ টাকার লেনদেন। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৯ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ২২৩ টাকার।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১.৬৮ শতাংশ বা ১৩৯৫৮ পয়েন্ট। সিএসই৩০ কমেছে ১ দশমিক ১৩ শতাংশ বা ১২৩৬৭ পয়েন্ট। সিএসসিএক্স কমেছে ১.৬৭ শতাংশ বা ৮৪৯১ পয়েন্ট। সিএসই৫০ ১ দশমিক ৭৭ শতাংশ বা ১০১৫ পয়েন্ট। সিএসআই কমেছে ২.০৫ শতাংশ বা ৯৫৫ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে ছিল বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড ১৩ লাখ ৭৫ হাজার ৭২৭টি শেয়ার মোট ৯ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৪৪৮ টাকার শেয়ার। এরপর ২য় ও ৩য় স্হানে রয়েছে কেডিএস ও লাফার্জ সুরমা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিকালে দুই কোম্পানির লভ্যাংশ নির্ধারণী সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস এবং ন্যাশনাল পলিমারের বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ২টি কোম্পানির সভায় ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে

 

কোহিনূর কেমিক্যালস

কোহিনূর কেমিক্যালসের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। গত বছর ২০১৪ বিনিয়োগকারিদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

ন্যাশনাল পলিমার

ন্যাশনাল পলিমারের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। গত বছর ২০১৪ বিনিয়োগকারিদের জন্য ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দর বাড়ার শীর্ষ দশে ‘বি’ ক্যাটাগরির তিন কোম্পানি

dse1স্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৩টি ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে লেনদেনের তালিকার শীর্ষ দশের প্রথম স্হানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সময় কোম্পানিটি গড়ে প্রতিদিন লেনদেন করে ৫ কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৮০০ টাকার। সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করে মোট ২৯ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা।

“বি” ক্যাটাগরির কোম্পানি জেমিনী সী ফুড লিমিটেড রয়েছে ৬ষ্ঠ স্থানে। এ সময় কোম্পানিটি গড়ে প্রতিদিন লেনদেন করে ৩২ লাখ ১৯ হাজার ৮০০ টাকার। সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করে মোট ১ কোটি ৬০ লাখ ৯৯ হাজার।

১০ স্থানে রয়েছে হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেড। এ সময় কোম্পানিটি গড়ে প্রতিদিন লেনদেন করে ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার টাকার। সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করে মোট ৬ কোটি ১ লাখ ৬৫ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

লেনদেনের শীর্ষ দশে ‘এন’ ক্যাটাগরি

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৩টি ‘এন’ ক্যাটাগরির কোম্পানি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে লেনদেনের তালিকার শীর্ষ দশের তৃতীয় স্হানে রয়েছে কেডিএস এক্সেসরিস্‌ লিমিটেড। সপ্তাহজুড়ে এ সময় কোম্পানিটি লেনদেন করে ৬৩ লাখ ৮০ হাজার ৬৪৮টি শেয়ার মোট ৪৫ কোটি ৯১ লাখ ৫৩ হাজার টাকার।

ইফাদ অটোস লিমিটেড রয়েছে ৫ম স্থানে। সপ্তাহজুড়ে এ সময় কোম্পানিটি লেনদেন করে ৩৫ লাখ ৫৯ হাজার ২৮৯টি শেয়ার মোট ৩৮ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকার।

৮ম স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড। সপ্তাহজুড়ে এ সময় কোম্পানিটি লেনদেন করে ৬১ লাখ ৯ হাজার ৮৮৫টি শেয়ার মোট ৩৭ কোটি ৩১ লাখ ৪৬ হাজার টাকার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দর কমার শীর্ষ দশে ‘এ’ ক্যাটাগরির পাঁচ কোম্পানি

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৫টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে দর কমার তালিকার শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সময় ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির দর কমেছে ২৭ দশমিক ১ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন লেনদেন করে ৩ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৪০০ টাকার। সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করে মোট ১৬ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানি বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড রয়েছে তৃতীয় স্থানে। এ সময় কোম্পানিটির দর কমেছে ২৪ দশমিক ৪৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটি লেনদেন করেছে ২ কোটি ৭৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার। সপ্তাহ জুড়ে কোম্পানিটি মোট ১৩ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

৬ষ্ঠ স্থানে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২১ দশমিক ৭৩ শতাংশ। সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন করে ১ কোটি ৬৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে মোট লেনদেন হয় ৮ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার।

৮ম স্থানে রয়েছে ন্যাশনাল টিউব লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৭ দশমিক ৬০শতাংশ। সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন করে ৯২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে মোট লেনদেন হয় ৪ কোটি ৬৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার।

১০ম স্থানে রয়েছে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৫ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন করে ৬ লাখ ১৪ হাজার টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে মোট লেনদেন হয় ৩০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে পিই কমেছে ০.২৯ পয়েন্ট

peস্টকমার্কেট ডেস্ক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১.৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫.২৮ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫.৫৭ পয়েন্ট। অর্থাৎ পিই রেশিও কমেছে ০.২৯ পয়েন্ট।

বর্তমানে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮.০৯ পয়েন্টে, বীমা খাতের ১৫.৪৫, আর্থিক খাতের ১৭.০৬, প্রকৌশল খাতের ২১.৪৫, বস্ত্র খাতের ১০.৬৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩১.৮৩, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২.৪৪, পাট খাতের ১০৬.১০, ওষুধ ও রসায়ন খাতের ২২.৭৮, সেবা ও আবাসন খাতের ৩১.২০, সিমেন্ট খাতের ৩০.৩৪, তথ্যপ্রযুক্তি খাতের ২০.৩৯, চামড়া খাতের ৩৬.৭১, সিরামিক খাতের ২৯.৪৩, বিবিধ খাতের ২৭.২১, পেপার ও প্রকাশনা খাতের ১৭.৯৪, টেলিযোগাযোগ খাতের ১৭.৯১, ভ্রমণ ও অবকাশ খাতের ১৩.৮৫।

উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি ও ওটিসি মার্কেটের যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ