জনতা ইন্স্যুরেন্সের ১০% বোনাস লভ্যাংশ ঘোষণা

janata insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের আজ রবিবারের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে জনতা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪.৮৯ টাকায়।

আগামী ২৫ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

এমবি ফার্মার ২৮% নগদ লভ্যাংশ

ambee..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মা লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছরে এমবি ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪.২১ টাকায়।

আগামী ১৪ জুলাই কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ডিএসইর সাথে বিএফএমএফের বৈঠক

dse-press-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাথে শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএফ)। এসময় সংগঠনটি বাংলাদেশ ব্যাংলাদেশ ব্যাংকের সাথেও বসবে বলে জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেখ কবির হোসেনের নেতৃত্বে গত বুধবার ০৭ মে বিকাল ৪ টায় বিএফএমএফ এর সভা অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমার নির্দেশনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করতে চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএফ)। বিএফএমএফ এর প্রথম সভায় এমন আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটির সদস্যরা।

সভায় বিএফএমএফ এর সদস্যরা আসন্ন বাজেটের প্রস্তাব হিসেবে লিস্টেড ফাইন্যান্সিয়াল কোম্পানি ও নন-লিস্টেড ফাইন্যান্সিয়াল কোম্পানির মধ্যে করের হার এর পার্থক্য ১০% এর মধ্যে রাখার প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য নানা কৌশল নিয়েও আলোচনা করেন সদস্যগণ।

উক্ত সভায় ৬টি এ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন, বিশেষ করে দেশেরফাইন্যান্সিয়াল মার্কেটের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে সংগঠনটি গড়ে তোলা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

সিঙ্গারবিডি লভ্যাংশ পাঠিয়েছে

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গারবিডি লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে সিঙ্গারবিডি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশের টাকা পাঠিয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরে নগদ ৩৫ শতাংশ ও বোনাস ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এ বছরে কোম্পানিটি ১৬০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. এসিআই ফরমুলেশনস
  3. এমজেএলবিডি
  4. সাইফ পাওয়ারটেক
  5. ইফাদ অটোস
  6. এসিআই লিমিটেড
  7. শাহজিবাজার পাওয়ার
  8. আরকে সিরামিকস
  9. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  10. কেপিসিএল।

শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের প্রথম দিন রবিবার মূল্য সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। পাশাপাশি লেনদেনও অনেক বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পধান সূচক ১৫৪ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে ৫০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ৫২০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৪১৯ কোটি ৩১ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১২টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টির দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, এসিআই ফরমুলেশনস, এমজেএলবিডি, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, আরকে সিরামিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং কেপিসিএল।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তে সিএএসপিআই সূচক ৪৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ৪৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

বেক্সিমকোর শেয়ার হল্টেড

beximcoস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের মাত্র দেড় ঘণ্টার মাথায় বেক্সিমকোর শেয়ার হল্টেড হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বেলা ১২টা পর্যন্ত বেক্সিমকোর স্ক্রীনে সর্বশেষ ৪ লাখ ৭০ হাজার ৫৭৫টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো বিক্রেতা ছিল না। হল্টেড হওয়ার আগে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ৩০ পয়সা দরে। গত বৃহস্পতিবার শেয়ারটির সমাপনী দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আইসিবির আট ফান্ডের এনএভি প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৫ মে’র হিসাব অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ১ হাজার ৫৭৫.৭২ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২২৮.৩৭ টাকা।

দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২৫৫.১৮ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ১০৩.৮৮ টাকা।

তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ৩২২.৫৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭০.৬৪ টাকা।

চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২৪৬.৩৭ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭৯.৮১ টাকা।

পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ২১১.৮৩ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৬১.৪৫ টাকা।

ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ৫০.০৪ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৭.৫৯ টাকা।

সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে ৯১.০৯ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৯.২৭ টাকা।

অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের এনএভি বাজারমূল্য অনুসারে দাঁড়িয়েছে ৬০ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৪.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

অমানবিক ঘটনার জন্ম দিল অ্যাপেক্স ফুটওয়্যার

apex foot-smbdনিজস্ব প্রতিবেদক :

একটি অমানবিক ঘটনার জন্ম দিল শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। কর্তৃপক্ষ ছুটি না দেওয়ায় কাজ করতে এসে টয়লেটে জন্ম নিল এক শিশু। নবজাতকটিকে বাঁচানোও সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি না পেয়ে কারখানার টয়লেটের ভেতরে সন্তান প্রসব করেছেন এক নারী শ্রমিক। প্রসবের পর মাকে বাঁচানো গেলেও নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার কারখানায় গতকাল শনিবার দুপুরে।

কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ওই কারখানার লাস্টিং সেকশনে কাজ করেন নারী শ্রমিক হামিদা আক্তার। তিনি অন্তঃসত্ত্বা থাকায় গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি কারখানার লাস্টিং সেকশনের সুপারভাইজার মো. রতন মিয়ার কাছে ছুটির আবেদন করেন। কিন্তু তাঁকে ছুটি না দিয়ে কাজে মনোযোগ দিতে বলেন ওই কর্মকর্তা। এতে তাঁর অবস্থার অবনতি হলে তিনি কারখানার ভেতরের একটি টয়লেটে যান। সেখানে যাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন ও বাচ্চা প্রসব করেন। পরে তাঁকেসহ নবজাতককে উপজেলার সফিপুর মর্ডান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

কারখানার পরিচালক আজিজুর রহমান জানান, ছুটি না দেওয়ার বিষয়টি তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এবি/এইচ

আইপিডিসির ১ম প্রান্তিকে ইপিএস বৃদ্ধি

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী, এই তিন মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে করেছে ৩৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৬ পয়সা। এই হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১৩৭ দশমিক ৫০ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৪ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছিল ১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর