যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন

 

 

 

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রকে টপকে ২০২৪ সালের মধ্যেই বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। বিশ্বব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরেই পূর্বাভাস দিচ্ছে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীন।

এবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। যুক্তরাষ্ট্রের অবস্থান হবে দ্বিতীয়, ভারত থাকবে তৃতীয় অবস্থানে।
ইউরোপের পাওয়ার হাউজ হিসেবে পরিচিত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ২০২৪ সালেও খুব একটা ইতিবাচক অবস্থায় থাকবে না। এসময়টায় এশিয়ার ৫টি দেশের জিডিপি প্রবৃদ্ধি শীর্ষ অবস্থানে থাকবে।

এরমধ্যে পঞ্চম অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। জাপানের অবস্থান থাকবে চতুর্থ আর রাশিয়া থাকবে ষষ্ঠ অবস্থানে। দুই ঋণদাতা সংস্থার পূর্বাভাসের ওপর ভিত্তি করে এমন তথ্য দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। সংস্থাটির প্রতিবেদন বলছে, ‌১৯৯০ সাল থেকেই অর্থনৈতিক দিক দিয়ে স্থিতিশীল অবস্থানে আছে চীন।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা রাখছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপিন্স শ্রমশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এশিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও বিশ্ববাজারে স্বকীয় স্থান করে নিয়েছে। তবে এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির বাধাঁ হতে পারে গ্রাম ও শহর অঞ্চলের উন্নয়নের পার্থক্য, পরিবেশ বিপর্যয়, সুশাসনের অভাব।
১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। ১৯৯২ সালে চীনের অবস্থান ছিলো দশম। ২০২৪ সালে যা শীর্ষে আসার কথা রয়েছে। ২০২৪ সালে ভারত পৌঁছাতে পারে তৃতীয় অবস্থানে। যেখানে ১৯৯২ সাল কিংবা ২০০৮ সালের তালিকায় শীর্ষ ১০ দেশের স্থানে ভারতের নাম ছিলোই না। ২০২৪ সালে শীর্ষ দশের তালিকায় ওপরের দিকে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশই থাকবে এশিয়ার। তালিকার নিচের অবস্থানে থাকবে ইউরোপের দেশগুলো। অষ্টম অবস্থানে থাকবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, এমনটাই পূর্বাভাস বিশ্ব অর্থনৈতিক ফোরামের।

স্টকমার্কেটবিডি.কম/

চামড়ার দাম নির্ধারণ : ঢাকায় ৩৫-৪০, বাইরে ২৮-৩২ টাকা

tanaryস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকাতে ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

গত বছর এ দাম ছিল যথাক্রমে ৪৫ থেকে ৫০ টাকা ও ৩৫ থেকে ৪০ টাকা। সে হিসেবে দাম কমেছে ঢাকায় ১০ টাকা ও ঢাকার বাইরে ৮ টাকা।

আজ রবিবার ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত জুম প্ল্যাটফর্ম সভার শুরুতে তিনি এ কথা জানান।

সভায় কাঁচা চামড়ার দাম নির্ধারণ, ক্রয় বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুদ, চামড়ায় লবণ লাগানো ও মিডিয়ায় প্রচারের বিষয়ে আলোচনা করা হয়েছে।

এসময় সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব শরিফা খানম, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, চামড়াজাত পণ্য রপ্তানিকারক সসিতির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব হোসেনসহ অন্য ব্যবসায়ীরা অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর ঢাকাতে গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা ও বরকির চামড়া ১০ থেকে ১২ টাকা ধরা হয়েছে। চামড়া নিয়ে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, কাঁচা চামড়া পরিবহনে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

টিপু মুনশি বলেন, এবারও যদি চামড়ার দামে সমস্যা দেখা যায় তাহলে কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হবে। এবার যেন কিছুটা দাম পাওয়া যায় সেজন্য কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই রপ্তানির ঘোষণা দেয়া হয়নি। বরং চামড়া নিয়ে যদি গতবারের মতো সমস্যা হয় তাহলে রপ্তানির সুযোগ দেওয়া হবে। এজন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটি রপ্তানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়া নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুদ ও চামড়ায় প্রয়োজনীয় লবণ লাগানো তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান গ্রহণ করেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় যৌথ সমন্বয় কমিটি, কেন্দ্রীয় সমন্বয় ও মনিটরিং কমিটি, কন্ট্রোলরুম, ঢাকা ও নাটোর জেলার জন্য বিশেষ মনিটরিং টিম, বিভাগীয় ও জেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন দপ্তর/সংস্থার সমন্বয়ে মনিটরিং টিম এবং সব জেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং টিম কাজ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

garmetnsস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঈদের আগেই গার্মেন্টসসহ সকল শিল্প কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আজ রবিবার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের কাছ থেকে দুই দফায় নির্দিষ্ট পোষাকখাতেই সাড়ে দশ হাজার কোটি টাকা ঋণ প্রণোদনা নেওয়ার পরও অনেক কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করে ছাঁটাই করে চলেছে। এই করোনা মহামারীকালে যা খুবই অমানবিক ও অন্যায়। এই অবস্থায় শ্রমিকরা যাতে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়, তা দেখার জন্য সরকারের নিকট জোরদাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা উন্মোচিত করেছে। পুঁজিবাদী সমাজের মুনাফা লিপ্সা যে মানুষকে কতোটা নীচে নামাতে পারে তা এ সময়ে আবারো জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। মাস্ক, পিপিই, স্যানেটাইজার, ভুঞা টেস্ট রিপোর্টসহ নানা দুর্নীতি অনিয়ম করোনা মহামারীতেও মুনাফালোভীদের থামাতে পারেনি। স্বাস্থ্যখাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দায়ীদের শুধু পদত্যাগ-বদলী-ওএসডি করা নয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই

sahjalal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটি ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

ব্র্যাক ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটি ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

  1. বেক্সিমকো ফার্মা
  2. স্কয়ার ফার্মা
  3. গ্রামীনফোন লিমিটেড
  4. বিএটিবিসি
  5. পাইওনিয়ার ইন্সুরেন্স
  6. বীকন ফার্মাসিউটিক্যালস
  7. নাহী এলুমিনিয়াম
  8. ইন্দো বাংলা ফার্মা
  9. মুন্নু সিরামিকস
  10. ফাইন ফুডস লিমিটেড।

বড় ধরণের উত্থানে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে। এদিন সেখানে সূচকগুলোও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান বেড়ে ৪১২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৯৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৫৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৬২ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৮টির। আর দর অপরিবর্তিত আছে ১৭২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, বিএটিবিসি, পাইওনিয়ার ইন্সুরেন্স, বীকন ফার্মাসিউটিক্যালস, নাহী এলুমিনিয়াম, ইন্দো বাংলা ফার্মা, মুন্নু সিরামিকস ও ফাইন ফুডস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৪৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের প্রতিষ্ঠান

Japanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়, আন্তর্জাতিক ফাইনান্স কর্পোরেশন (আইএফসি) ও জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান বিনিয়োগ ডায়লগ’ শীর্ষক একটি ওয়েবিনারে এ আগ্রহ প্রকাশের কথা জানানো হয়। জাপানের সুমিটোমা কর্পোরেশন, মারুবেণি কর্পোরেশন ও হোন্ডা সহ ২০০টির বেশি বেসরকারি প্রতিষ্ঠান এই অনলাইন কনফারেন্সে অংশগ্রহন করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি কনফারেন্সে তার উদ্বোধনী ভাষণে বলেন, “বর্তমানে আমাদের রাজনৈতিক অবস্থা নিঃসন্দেহে স্থিতিশীল। যা আমাদের টেকসই অর্থনীতির মূল শক্তি হিসেবে কাজ করছে। আমরা জাপানি বিনিয়োগে বিবেচিত হয়ে অত্যন্ত কৃতজ্ঞ।”

তিনি জাপানের ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলাদেশের লাভজনক ও ব্যবসাবান্ধব নীতিমালা, বিশাল অভ্যন্তরীণ বাজার এবং বিশ্বজুড়ে বিভিন্ন বাজারে প্রবেশের সদ্ব্যবহার করার আহ্বান জানান।

জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি দেশটির সংস্থাগুলিকে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধা অনুসন্ধানের আহ্বান জানান। বিশেষ করে কৃষি, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদের মতো খাতগুলোর উন্নয়নে জাপান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

বঙ্গোপসাগর শিল্পোন্নয়ন বেল্ট (বিআইজি-বি), গণ র্যাাপিড ট্রানজিট প্রকল্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে জাপানের সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ভূচিত্র পরিবর্তিত হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যনির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, আইএফসি-র কান্ট্রি ম্যানেজার ওয়ান্ডি ওয়ার্নার ও জাইকা’র প্রধান প্রতিনিধি হায়াকায়াও যুহো এই সংলাপে যোগ দেন।

এছাড়া জাপানের শীর্ষস্থানীয় সংস্থা, জাপানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও বাংলাদেশে কাজ করা জাপানি ব্যবসায়ীরা এখানে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধার তথ্য তুলে ধরেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম পরপর দুই বছর এশীয় ও ওশেনিয়ার জেট্রোর জরিপে বাংলাদেশের বাজারের অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন,“বাংলাদেশে বর্তমানে জাপানের ৩০০টির বেশি সংস্থা রয়েছে। ২০১৯ সালের সমীক্ষায় জাপানের ৭০.৩ শতাংশ জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে ইচ্ছা প্রকাশ করেছে। ডুইং বিজনেস সংস্কার ও অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরো উন্নত করা সম্ভব। দেশটিতে বর্তমানে ওয়ান স্টপ পরিষেবায় তিনটি এজেন্সির ১৮টি ই-পেমেন্ট সক্ষম পরিষেবা সরবরাহ করছে। এই বছর ১৫টি সরকারি সংস্থা আরও ৩৪টি পরিষেবা সরবরাহ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় প্যাকেজ প্রস্তুত করেছি।”

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, “আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলি প্রতিবেশী দেশগুলির তুলনায় অনেক প্রতিযোগিতামূলক। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জিটুজি’র উদ্যোগে তৈরি করা হচ্ছে ।‘জাপানের ১০০০ একর অর্থনৈতিক অঞ্চল’। যা জিটুজি’র উদ্যোগে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক অঞ্চল।”

তিনি প্রস্তাবিত আর্থিক ও বেসামরিক প্রণোদনার কথা উল্লেখ করে বলেন, অর্থনৈতিক অঞ্চলের প্রত্যাশিত বিনিয়োগের মোট মূল্য প্রায় ১৭ বিলিয়ন ডলার। যার মধ্যে আট বিলিয়ন ডলার বিনিয়োগ বিদেশ থেকে আসবে।

বাংলাদেশে হোন্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ইউইচিরো ইশিই বলেন, “করোনা পরি¯ি’তিতেও বাংলাদেশে মোটরসাইকেল বিক্রির চাহিদা বেড়েছে। আমাদের বিক্রয় ও শেয়ার উভয়ই বাড়ছে। রপ্তানির বাইরেও বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের সম্ভাবনা অনেক।

বাংলাদেশে ১৯৫০ এর দশক থেকে পরিচালিত মারুবেণি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিকারি কাওয়াই জাপান-বাংলাদেশ যৌথ পাবলিক প্রাইভেট ইকোনমিক ডায়ালগ, জাপান বাংলাদেশ সোসাইটি ও জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মতো যৌথ প্লাটফর্মগুলির কার্যকারিতা তুলে ধরেন।

আইএফসি’র (বাংলাদেশ, ভুটান ও নেপাল) কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার বলেন, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক আরো সুগঠিত হবে। আইএফসি বাংলাদেশের বেসরকারি খাত উন্নয়নে সবসময় সমর্থন অব্যাহত রাখবে। কারণ এটি বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিবদ্ধ উদীয়মান বাজার।

বাংলাদেশে জাইকা’র প্রধান প্রতিনিধি হায়াকাওয়া যুহো বলেন, বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ারই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার। বাংলাদেশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতির দেশ। আমরা এখানে বিনিয়োগ অবস্থা প্রত্যক্ষ করেছি। আশা করছি, এখানে জাপানি বিনিয়োগের নতুন সীমান্ত উন্মোচিত হবে।”

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর(এসডিজি) জুয়েনা আজিজ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফসি টোকিও’র চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিরোশি জিন্নো।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যূরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

bni-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদদেশ ন্যাশনাল ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানির ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টা ৩০ মিনিটে রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

ইস্টার্ণ ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

easternস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইস্টার্ণ ইন্সুইরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানির ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস