১২৭ কোটি টাকার ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ৬৬ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ২১৫ টাকার ক্যাবল (১৭ হাজার ৩৭০ কিলোমিটার) কেনার তিনটি প্রস্তাবসহ মোট ৪টি ক্র৪য় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১২৭ কোটি ৮ লাখ ৮৮ হাজার ১০১ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্‌ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগের ৪টি প্রস্তাব উত্থাপন করা হলে চারটিই অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১২৭ কোটি ০৮ লাখ ৮৮ হাজার ১০১ টাকা।

প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে অতিরিক্ত সচিব বলেন, বিদ্যুৎ বিভাগের আওতায় বাপবিবোর ১৭ হাজার ৪০ কিলোমিটার বৈদ্যুতিক ক্যাবল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজস লিমিটেডের (ইউনিট ৩) কাছ থেকে ৪৭ কোটি ১০ লাখ ৫ হাজার ৮২০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

একই প্রকল্পের আওতায় পৃথক এক প্রস্তাবে ৩৫ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ক্যাবল কেনার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজটি পেয়েছে বিবিএস ক্যাবল লিমিটেড।

অপর এক প্রস্তাবে একই প্রকল্পের আওতায় ২৯৫ কিলোমিটার বৈদ্যুতিক ক্যাবল কেনার অনুমোদন দেওয়া হয়েছে৷ এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৮৯৫ টাকা। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজটি পেয়েছে পার্টেক্স ক্যাবল লিমিটেড।

এছাড়া বাবিউবোর হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিট ১ ও ২ এর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ এবং বিশেষজ্ঞ সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৮৮৬ টাকা। এ কাজটি পেয়েছে ভারতের মেসার্স বিএইচইএল-জিই গ্যাস টারবাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রিজেন্ট টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিড ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতে কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্র মতে, নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৮ টাকা ৪৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/৬

‘কৃষি ও মৎস্য উৎপাদন ছাড়া জমি লিজ দেওয়া হবে না’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুধুমাত্র কৃষি ও মৎস্য উৎপাদন ছাড়া অন্য কোনো কাজে জমি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, এমপি।

তিনি বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুঃখজনক হলো গরীব মানুষদের উচ্ছেদে সমস্যা হয় না, সমস্যা হয় বিত্তশালীদের ক্ষেত্রে। তারা লিজ নিয়েই বাড়ী তৈরি করে ফেলে। তাই আমি দায়িত্ব নেয়ার পরে লিজ দেয়া বন্ধ করেছি। আমি কোন জমি লিজ দেই না।

বুধবার সকালে নোঙর আয়োজিত ‘নদী রক্ষায় প্রয়োজন সঠিক নিয়মে নদী খনন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নদীর পাড়ে অবৈধ স্থাপনা নিয়ে প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নদীভাঙ্গন প্রসঙ্গে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক আরও বলেন, আমি নদীভাঙ্গন এলাকার লোক। তাই নদীভাঙ্গন এলাকার মানুষের কষ্ট আমি জানি। প্রধানমন্ত্রীও আমাদের কষ্ট অনুভব করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নদী শাসনের জন্য ড্রেজিং মাধ্যমে নদীর প্রসস্থতা কমিয়ে পানি ধারণ ক্ষমতা বাড়াতে প্রকল্প নিচ্ছে সরকার। নদীর দু’পাড়ে জমি পুনরুদ্ধার করে কৃষিকাজে ব্যবহৃত হবে। জনসংখ্যা বৃদ্ধির ফলে ফসলি জমি কমে যাচ্ছে। আমি মনেকরি , কৃষিজমি রক্ষায় এখনি ক্লাস্টার ভিলেজ নির্মাণে সরকারের কাজ করা উচিত।

নদী সুরক্ষায় জনগণের সহযোগিতা কামনা করে পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, আমি প্রায় ৩ শত প্রকল্প এলাকা পরিদর্শন করেছি এবং সব জায়গায় স্থানীয়দের বলেছি আপনারা অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দিবেন না। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিবেন। যেনতেনভাবে বালু উত্তোলন বন্ধে নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সুমন শামসের সঞ্চালনায় ও সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক, বুয়েটের অধ্যাপক ড. মীর তারেক আলী, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মিহির বিশ্বাস, আই ডব্লিউ এম-এর সিনিয়র মোরফোলজিস্ট আব্দুস সালাম শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/

স্টাইল ক্রাফটের চেয়ানম্যানকে জড়িমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টাইল ক্রাফট লিমিটেডের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তাকে জড়িমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১৮ নভেম্বর) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই জড়িমানা করা হয়।

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স (১৯৬৯) এর ১৭(ভি)(ই) ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয় হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই চার ব্যক্তি কারসাজির করে যে মুনাফা অর্জন করেছে তার চেয়ে বেশি জড়িমানা তাদের দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

লুব রেফের আইপিও অনুমোদন দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

লুব-রেফ (বিডি) লিমিটেডকে ১৫০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিলেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১৮ নভেম্বর) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই আইপিওটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এই সভায় কোম্পানিটির বিডিংয়ের তথ্য চেয়েছে বিএসইসি। ৫০ টাকার বেশি দরে যে সব প্রতিষ্ঠান এর দর প্রস্তাব করেছে সেটার ব্যাখ্যা চেয়েছে কমিশন।

গত ১২ অক্টোবর বেলা ৫ টা হতে ১৫ অক্টোবর বেলা ৫টা পর্যন্ত লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের বিডিং অনুষ্ঠিত হয়। বিডিংয়ে অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিজেদের সুবিধাজনক দরে ক্রয় প্রস্তাব করেন।

এসময় বিডিররা সর্বোচ্চ ৬০ টাকা ধরে কোম্পানিটির শেয়ার ক্রয়ের প্রস্তাব করে। আর সর্বনিম্ন দর প্রস্তাবটি আসে ১৩ টাকায়। এর মধ্যে সব চেয়ে বেশি বিডার দর হাকায় টাকায়। বিডিংয়ে মোট ২০৯ বিডার দর প্রস্তাব করেন।

এর পরে কোম্পানিটিকে কাট অফ প্রাইস ৩০ টাকা নির্ধারণের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র মতে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩১ টাকা ৯৩ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ২৫ টাকা ৯৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিষ্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে বেটাওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড।

গত ২০১৭ সালের ৫ ডিসেম্বর রোড শো’র আয়োজন করে জ্বালানি ও বিদ্যুৎ খাতের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবিসি ব্যাংকের ১২০ কোটি টাকার আইপিও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডকে ১২০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিলেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১৮ নভেম্বর) আগারগাঁয়ে অবস্থিত কমিশন ভবনে বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এনআরবিসি ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য অভিহিত মূল্যে ১০ টাকা মূল্যে ১২ কোটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

ব্যাংক এই আইপিও অর্থের সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা। আর গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা দাঁড়িয়েছে।

ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই অফিসের নতুন সময় নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রি-ওপেনিং সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোস্ট ক্লোজিং সেশন চালু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে। আর একারণে ডিএসই ম্যানেজমেন্ট অফিসের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ডিএসই অফিসের নতুন সময়সূচী সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত৷ যেখানে পূর্বের সময়সূচী ছিল সকাল ৯:৩০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত৷ আর অফিস চলাকালীন সময়ে ডিএসইর লেনদেনের সকল কর্মসূচী সম্পন্ন করতে হবে।

এদিকে দুপুর আড়াইটায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। এর ব্যাপ্তি বাড়বে ১০ মিনিট। এসময় বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না। শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার কেনা বেচার সুযোগ পাবেন। এ সেশন হবে ২টা ৪০ মিনিট পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ব্যবসা প্রতিষ্ঠান-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের আহ্বান তাপসের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীতে রাত ৮টার মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান-দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার দুপুরে রাজধানীর টিকাটুলি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ১০তলা বিশিষ্ট শেখ হাসিনা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তাপস বলেন, ঢাকা শহরটিকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার নিয়ে আসতে চাই। আমরা রাত ৮টার মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান-দোকানপাট বন্ধ করতে চাই। আমরা মনে করি, ঢাকাবাসীর জন্য ঢাকা শহরে ৮টার মধ্যে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করলে আমাদের সমগ্র কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারব। যানজটমুক্ত হতে পারবো। আমরা সবাই পরিবার ও সন্তানদেরকেও সময় দিতে পারব। সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সব বাবা-মাকে তার সন্তানদের সময় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনা করে আমরা রাত আটটা পর্যন্ত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা নির্ধারণ করেছি।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়েছি। সন্ধ্যা ৬টা থেকে ভোর ছয়টা পর্যন্ত আমরা সব বর্জ্য অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। আমরা ঢাকাবাসী যখন সকালে উঠে কাজে যাবো, তখন রাস্তায় যেন কোনো বর্জ্য না দেখি সেলক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। ঘরবাড়ি দোকানপাট পরিষ্কার করে দয়া করে রাস্তার ওপরে, ফুটপাতে, উন্মুক্ত স্থানে এবং নর্দমায় ময়লা আবর্জনা ফেলবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকনউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি।

স্টকমার্কেটবিডি.কম/এম

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়কে বিক্ষোভ ও অনশন করেছেন একটি বন্ধ পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক। বুধবার ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অনশন করেন শ্রমিকরা। পরে তারা আশুলিয়ার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

কারখানাটির শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসে মালিক পক্ষ হঠাৎ কারখানাটি বন্ধ করে দিলেও এখনো তাদের ১১’শ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করেনি। পাওনার জন্য শ্রমিকরা বারবার মালিক পক্ষকে জানালেও তারা কর্ণপাত করছে না। উল্টো দাবি আদায়ে কারখানার সামনে গেলে তাদের পুলিশ দিয়ে পেটানো হচ্ছে।

তারা আরো বলেন, এর আগে ২ নভেম্বর সকালে ডিইপিজেডের সামনে তারা শতাধিক শ্রমিক একই দাবিতে বিক্ষোভ করেন। কিন্তু পুলিশ তাদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।

বাংলাদেশ বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বলেন, আজ নিরুপায় হয়েই আবারো শ্রমিকরা সড়কে নেমেছে। তবে এখন সাভার-আশুলিয়ার ২৭টি শ্রমিক সংগঠন শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তারা সবাই আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আর যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। প্রয়োজনে খোলা আকাশের নিচে তাবু টেনে ও রান্না করে হলেও তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার ছানা শামীমুর রহমান বলেন, এ কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে প্রেসক্লাবের সামনে সারা রাত অনশন করছে। কারখানাটি ইপিজেডের ভেতরে হওয়ায় সেখানে আমাদের আসলে তেমন কিছু করার নেই। ইপিজেডের বিষয়গুলো দেখে বেপজা। তবে তারা ইপিজেড ছেড়ে প্রেসক্লাবের সামনে আসায় আমরা সেখানে নিরাপত্তা দিচ্ছি। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এম

মিউচুয়াল ফান্ডের দর-বৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি মিউচুয়াল ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল দুই সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে। গতকালই এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি যে পাঁচটি মিউচুয়াল ফান্ড নিয়ে কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে সেগুলো হলো সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড–১ ও প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড। এর মধ্যে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১১ টাকা ৩০ পয়সার প্রতিটি ইউনিটের দাম গত ১৮ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এক মাসে দ্বিগুণের বেশি বা ১২৬ শতাংশ বেড়ে হয়েছে প্রায় ২৬ টাকা।

একইভাবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের দাম ৭ টাকা ৬০ পয়সা থেকে ৮৯ শতাংশ বা ৬ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ টাকায়। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের দাম ৭ টাকা থেকে ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ টাকায়। এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড–১–এর দাম ৬০ শতাংশের বেশি বেড়ে হয়েছে ১১ টাকা ৪০ পয়সা আর প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের দাম এক মাসে বেড়েছে ৫৬ শতাংশ বা ৯ টাকা।

অথচ গত এক মাসে ফান্ডগুলোর সম্পদমূল্যের বড় ধরনের কোনো উন্নতি হয়নি। তাই এ মূল্যবৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। এ কারণে সংস্থাটির উপপরিচালক ওহিদুল ইসলাম ও সহকারী পরিচালক নান্নু ভূঁইয়ার সমন্বয়ে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটিকে এ কারসাজি খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে কারসাজিকারক ও কোথায় কোথায় আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করে কমিশনে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম