ফার্স্ট ফাইন্যান্স এ থেকে বি ক্যাটাগরিতে

first-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ১৯ এপ্রিল রবিবার থেকে প্রতিষ্ঠানটি দুই স্টক এক্সচেঞ্জে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, ফার্স্ট ফিন্যান্স ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

দর বৃদ্ধির শীর্ষে জাহিন টেক্সটাইল

zahinস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জাহিন টেক্সটাইলের শেয়ার। বৃহস্পতিবারের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার জাহিন টেক্সটাইলের সর্বশেষ দর ছিল ১২.২ টাকা। বৃহস্পতিবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৩.৪ টাকায়। দিনভর কোম্পানিটির শেয়ারের দর ১২.৯ থেকে ১৩.৪ টাকায় উঠা-নামা করে।

এদিন দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— আরএকে সিরামিকসের ৯.৮০%, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৬%, পিপলস লিজিংয়ের ৯.৫২%, ইসলামিক ফাইন্যান্সের ৯.৩৮%, ইউনাইটেড পাওয়ারের ৮.৮৫%, এবি ব্যাংকের ৮.৭৮%, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৮.৭৬%, শাশা ডেনিমসের ৭.৯৭%, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.৮৩%।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. ইউনাইটেড পাওয়ার
  2. শাশা ডেনিমস
  3. এমজেএল বাংলাদেশ
  4. ওয়েস্টার্ন মেরিন
  5. এসিআই লিমিটেড
  6. ইফাদ অটোস
  7. খুলনা পাওয়ার
  8. সাইফ পাওয়ারটেক
  9. বেক্সিমকো
  10. সামিট পোর্ট।

ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাড়ে ৫০০ কোটি টাকাতে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কা্র্যদিবসে লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৫২ লাখ টাকারও বেশি। চলতি বছরে প্রথমবারের মতো লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাড়িয়েছে করছে এক হাজার ৬৬৮ পয়েন্টে।

লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, শাশা ডেনিমস, এমজেএল বাংলাদেশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়র্ড, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো এবং সামিট পোর্ট অ্যালায়েন্স।

একইদিনে সিএসইতে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

অলিম্পিকের আবেদন চলবে ১৯-২৩ এপ্রিল

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের আবেদন শুরু হবে ১৯ এপ্রিল রবিবার। এই আবেদন চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ রয়েছে ২ মে পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৩৯তম কমিশন সভায় এ অনুমোদন প্রদান করা হয়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে নতুন ফ্যাক্টরি ভবন তৈরী, মেশিনারিজ ক্রয় ও আইপিও খাতে ব্যয় করা হবে।

শেষ হওয়া ৩০ জুন ২০১৪ অর্থবছরে কোম্পানিটিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর বছর শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৩৪ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এ্যাডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডেভিডেন্ট ওয়ারেন্ট পাঠিয়েছে সামিট পোর্ট

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ ডেভিডেন্ড ওয়ারেন্ট (চেক) বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে দেওয়া বিনিয়োগকারীদের নিজ নিজ ঠিকানায় ডাকযোগে এ ওয়ারেন্ট পাঠানো হয়েছে। গত ৯ এপ্রিল লভ্যাংশের চেক পাঠানো শুরু করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

ইউনাইটেড পাওয়ারের লেনদেন ২০৪ টাকায়

UPGDস্টকমার্কেট ডেস্ক :

সদ্য তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ারের দর বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার শেয়ারটির দর আগের দিনের চেয় বেড়ে ২০৪ টাকায় উঠেছে। আজ নিয়ে টানা চতুর্থ দিনের মত বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর। এরআগে গত ৭ কার্যদিবসের মধ্যে ৬দিনই এর দর বেড়েছে।

বিনিয়োগকারীদের আস্থা সংকটে এ বাজারের লেনদেনে ধারাবাহিকতা না থাকলেও কোম্পানিটিকে ঘিরে সিংহভাগ লেনদেন হচ্ছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। এ সময় কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক চাহিদায় হল্ট-ট্রেড হতেও দেখা যাচ্ছে কোম্পানিকে।

টানা দুই দিন হল্ট ট্রেড হতে দেখা গেছে সম্প্রতি তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইউনাইটেড পাওয়ার। যা স্বাভাবিক বাজারে বিনিয়োগকারীদের লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

বাজার-সংশ্লিষ্টদের মতে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসায়িক মুনাফার সঙ্গে শেয়ার দরের সমন্বয় থাকার কথা থাকলেও কারসাজি চক্রের দাপুটে অবস্থায় বে-হিসাবি লেনদেন হচ্ছে কয়েকটি কোম্পানিটিকে ঘিরে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও হল্ট ট্রেড হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯.৯৫ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চসীমায় উঠে আসে। আগের কার্যদিবসে কোম্পানিটির ১৫৯.৮০ টাকায় লেনদেন হলেও গতদিবসে এ কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১৭৫.৭ টাকায় লেনদেন হয়। অর্থাৎ এ দিন শেয়ার দর বেড়েছে ৯.৯৫ শতাংশ বা ১৫.৯০ টাকা। কোম্পানির ২৭ লাখ ৮৫ হাজার ৭৮৫টি শেয়ার ৮ হাজার ২০৬ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ছিল ৪৮ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

জাহিনটেক্সের বিক্রেতা উধাও

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাবুক্ত বস্ত্র খাতের জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির বৃহস্পতিবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে। এসময় শেয়ারটি হল্টেড হয়ে দর উঠেছে সার্কিট ব্রেকারে।

এই শেয়ারের দর আরও বাড়তে পারে, এমন আশায় বিক্রেতারা এখনই বিক্রি করছেন না।

ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইর স্ক্রীনে সর্বশেষ ৬ লাখ ৫১ হাজার ১১৬টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ১৩ টাকা ৪০ পয়সায়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১২ টাকা ২০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

নর্দার্ণ জুটের পরিচালক-শেয়ার বিক্রির ঘোষণা

juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগা আহমেদ ইউসুফ নামে এ কোম্পানির এক উদ্যোক্তা পরিচালক ১ লাখ ৭৮ হাজার শেয়ার বেচবেন। তার কাছে ৬ লাখ ২১ হাজার ৫৮৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রি করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ইউনিয়ন ইন্স্যুরেন্সকে জরিমানা করলো আইডিআরএ

union-smbdস্টকমার্কেট ডেস্ক :

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বীমা আইন লঙ্ঘন করে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ করায় প্রতিষ্ঠাটিকে সম্প্রতি এ জরিমানা করা হয়েছে।

গত ১ এপ্রিল আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ, একচুয়ারির সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে জরিমানার এ সিদ্ধান্ত জানানো হয়। শুনানিতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু ও ভাইস চেয়ারম্যান প্রফেসর এম এম কামালুদ্দিন চৌধুরীসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউনিয়ন ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ আতাউর রহমান কোম্পানির চুক্তিপত্র ও বীমা অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী ২০০৮ সালের জুন থেকে ২০১৩ সালের মে পর্যন্ত পাঁচ বছর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর পর থেকে পরিচালনা পর্ষদ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শেখ আবদুর রফিককে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়। সে হিসেবে প্রায় দুই বছর পদটি শূন্য আছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর