ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬২১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৫.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৪৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৭০৫ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ১৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২১টির। আর দর অপরিবর্তিত আছে ৬০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, রবি আজিয়াটা, লাফার্জ হোলসিম বিডি, এ্যাক্টিভ ফাইন, এস এস স্টিল, ন্যাশনাল ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৮.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৮৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিসিবিএলের সিইও হলেন ফরহাদ আহমেদ

সিসিবিএলের নতুন সিইও ও এমডি ফরহাদ আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ন্ত্রনাধীণ নবগঠিত কোম্পানি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এ গত ৩ জানুয়ারি বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ডিএসইর সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা আ. স. ম. খায়েরুজ্জামান উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও হিসেবে যোগদান করেছেন৷

ফরহাদ আহমেদ দীর্ঘ কর্মজীবনে ৩৪ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন৷ এর মধ্যে ২৫ বছর তার রয়েছে শেয়ারবাজারে তথা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে শীর্ষ পদে কাজ করার অভিজ্ঞতা৷ তিনি ১৯৮৬ সালে প্রগতি ইন্সুরেন্স কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে তার কর্মজীবন শুরু করে ১৯৯৭ সাল পর্যন্ত আইপিও ছাড়ার কার্যক্রম, শেয়ার ডিপার্টমেন্ট এবং মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমে কাজ করেন ।

পরবর্তীতে তিনি ১৯৯৭ সালে নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যোগদান করেন। এ সময় তিনি সার্ভেইল্যান্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম, এনফোর্সমেন্ট, ক্যাপিটাল ইস্যু, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেন্ট্রাল ডেপোজিটরি এবং সুপারভিশন রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে কাজ করেন।

সিসিবিএলের নতুন সিইওও আ. স. ম. খায়েরুজ্জামান

তিনি ১৯৮৫ ও ৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বি.কম (অনার্স) এবং এম.কম ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে আ. স. ম. খায়েরুজ্জামান আইসিটি বিভাগের প্রধান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে ১৪ বছরেরও বেশি সময় ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কর্মরত ছিলেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডকে একটি বিশ্বমানের প্রযুক্তি নির্ভর স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডিএসইর সাথে এই সুদীর্ঘ যাত্রায় তিনি বেশ কয়েকবার প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ ২০০৮ সালে তিনি উপমহাদেশের শেয়ারবাজার নিয়ে একটি কম্পারেটিভ স্টাডি করেন এবং বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট কোম্পানির (সেন্ট্রাল কাউন্টার পার্টি) গঠনের জন্য কনসেপ্ট পেপার প্রস্তুত করেন৷

তিনি অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সিস্টেম এনালিষ্ট/সিস্টেম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন৷ আ স ম খায়েরুজ্জামান সিসিবিএল এ যোগদানের পূর্বে প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং পদ্মা ব্যাংক লিমিটেডে ৬ বছরের বেশী সময় ধরে এসইভিপি এবং সিটিও/সিআইও হিসেবে দায়িত্ব পালন করেন।

স্টকমার্কেটবিডি.কম/

নমিনীকে শেয়ার দিবেন মৃত পরিচালক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের এক মৃত পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক এ এম শওকত আলীর কাছে থাকা মোট ৫ লাখ ৮৫ হাজার ৪০২টি শেয়ার উনা স্ত্রীকে হস্থান্তর করা হবে।

উনার স্ত্রী মিসেস কে জে এস বানুকে হাতে থাকা সব শেয়ার হস্তান্তর করা হবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার নমিনী হিসাবে হস্তান্তর সম্পন্ন করা হবে।

কোম্পানিটির পরিচালক এ এম শওকত আলী গত ৩০ জুলাই মারা গেলে এসব শেয়ার হস্থান্তরের ঘোষণা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-১৯ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৬ ও ২০৯১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩২টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কম্পানির শেয়ার দর।

এদিন বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো- রবি, লংকাবাংলা, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, একটিভ ফাইন, বেক্সিমকো ফার্মা, এসএস স্টিল, লার্ফাজহোলসিম, এনবিএল ও জিবিবি পাওয়ার।

এর আগে বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৩৮ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৬১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৫৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে দাম বেড়েছে ৯৮টি কম্পানির, কমেছে ৩৩টি কম্পানির দর এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কম্পানির শেয়ারের দর।

স্টকমার্কেটবিডি.কম/জেড

তাওফিকা ফুডসের আবেদনের শেষদিন আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া তাওফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন আজ ৮ জানুয়ারি শেষ হবে। এই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গতকাল ৩ জানুয়ারি থেকে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৫০০ শেয়ারের প্রতি লটের জন্য ৫০০০ টাকা করে জমা দিবেন আগ্রহী বিনিয়োগকারী।

গত ১৫ অক্টোবর কমিশনের ৭৪৪তম নিয়মিত সভায় এ আইপিওটি অনুমোদন দেওয়া হয়।

সূত্রে জানা যায়, তাওফিকা ফুডস এন্ড এগ্রো লিমিটেড শেয়ারবাজারে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মেশিন-পাতি ক্রয়, ফ্রিজ ক্রয়, যানবহন ক্রয়, ডিপোতে বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ সেপ্টেম্বর ২০১৯ বছরের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.১৭ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও সন্ধানী লাইফ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১৯৮৩ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা দুই দফা কমানোর পর দেশের বাজারে সোনার গয়নার দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এই দফায় সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য জানানো হয়।

এর কারণ ব্যাখ্যা করে বলা হয়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ ও ইউএস নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, তেলের দরপতন এবং নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে।

বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়। মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার গয়না বিক্রি হয় ৭১ হাজার ৫০০ টাকায়। আগে ছিল ৬৯ হাজার ৫১৭ টাকা। ১৮ ক্যারেট বিক্রি হয় ৬২ হাজার ৭৫২ টাকায়, যা আগে ছিল ৬০ হাজার ৭৬৯ টাকা ভরি। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয় ৫২ হাজার ৪৩০ টাকায়। আগে ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা।

সর্বশেষ গত ১ ডিসেম্বর সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা করে কমানো হয়। তার এক সপ্তাহ আগে ভরিতে দুই হাজার ৫০৮ টাকা কমানো হয়েছিল। এর আগে ১৫ অক্টোবর অবশ্য ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এস এস স্টিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেড একটি যৌথ মালিকানাধীন সিরামিকস কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চায়না-বাংলাদেশ যৌথ মালিকানাধীন সাউথইষ্ট ইউনিয়ন সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই বিনিয়োগ করবে কোম্পানিটি। কোম্পানিটি ৭৫ শতাংশ শেয়ার পাবে এস এস স্টিল।

বাগেরহাট জেলায় কাটাখালীতে অবস্থিত এই সিরামকস কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ৯৬ মিলিয়ন স্কয়ার ফুট।

এই বিনিয়োগের জন্য এস এস স্টিল শেয়ারহোল্ডারদের নিয়ে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ইজিএমের দিন ও স্থান পরে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেয়ার দর কমার পর ডিএসই’র নোটিস প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। গত একদিন আগেও শেয়ারটির দর কমলেও ডিএসইতে নোটিস প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

গত ২২ ডিসেম্বর শেয়ারটির দর ছিল ৫২.৩০ টাকা। গতকাল ৬ জানুয়ারি তা বেড়ে হয়েছে ৬০.৫০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে। ৩ জানুয়ারি শেয়ারটির দর বেড়েছিল ৬৪.৭০ টাকায়। এরপরের ২দিন আবার কমলেও ডিএসইতে এই নোটিসটি প্রদান করা হয়।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে এডিএন টেলিকম লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

৪ দিনে শেয়ারটির দর ১৬ টাকা থেকে ২২ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। চার দিনে শেয়ারটির দর ১৬ টাকা থেকে ২২ টাকা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

গত ৩০ ডিসেম্বর শেয়ারটির দর ছিল ১৬.৯০ টাকা। গতকাল ৬ জানুয়ারি তা বেড়ে হয়েছে ২২.৯০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জমি ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারায়নগঞ্জ জেলায় জমি ক্রয় করবে। সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্তটি নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়নগঞ্জে সোনারগাওয়ে লােটালি নামক স্থানে ১.৭৫ ডেসিমল জমি কিনবে। যার মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা।

জমিটির ক্রয়বাবদ রেজিস্ট্রেশন খরচসহ অন্যান্য খরচ কোম্পানি বহন করবে।

স্টকমার্কেটবিডি.কম/