ওরিয়ন ইনফিউশনের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২০ মে) কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৪ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩১ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় গত বছরের তুলনায় বেড়েছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৪২  টাকা। এ হিসাবে গত বছরের তুলনায়  চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৬০ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ১২.৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ওরিয়ন ফার্মার ৩য় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ

orion-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মার চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২০ মে) কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬১ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৯৫ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় গত বছরের তুলনায় কমেছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৫ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.০১  টাকা। এ হিসাবে গত বছরের তুলনায়  চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৬.৬৮ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ৭২.২৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

সরকারের সহযোগিতা চাইল মোবাইল অপারেটররা

Amtobস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুপার সাইক্লোন আম্ফানের পর সেবা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

সংগঠনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.) এক বার্তায় বলেন, মোবাইল সেবাদাতা ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা কভিড-১৯ সংকটের সময় বাংলাদেশের নাগরিকদের জরুরি টেলিকম সেবা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

বার্তায় বলা হয়, এরই মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান আঘাতের পরও উপকূল এলাকাগুলোতে যেন অত্যাবশ্যকীয় মোবাইল সেবা যেন চালু থাকে বা স্বল্প সময়ের মধ্যেই পুনরায় তা চালু করা যায় সেজন্য সজাগ ও সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে টেলিযোগাযোগকে জরুরি সেবা বিবেচনা করে সাইক্লোনের সময় ও পরে পুনরায় সেবা চালু করতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় দরকার; বিশেষ করে বিদ্যুৎ কর্তৃপক্ষের বিশেষ সহযোগিতা প্রয়োজন।

এই সময় জরুরি প্রয়োজনে সেবা পুনরুদ্ধারে চলাচলের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন এবং নাগরিকদের নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করাই মোবাইল সেবাদাতাদের উদ্দেশ্য বলে বার্তায় উল্লেখ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রামীণফোন বিটিআরসিকে আরো ১ হাজার কোটি দিয়েছে

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল অপারেটর গ্রামীণফোন আরো ১ হাজার কোটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দিয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক। তবে এখনকার নিরীক্ষা বাতিল করে নতুন করে নিরীক্ষা করার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

আদালতের আদেশ মেনে নিয়ন্ত্রক সংস্থার পাওনা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোন আজ মঙ্গলবার এক হাজার কোটি টাকা জমা দিতে গেলে বিটিআরসির চেয়ারম্যান এসব কথা বলেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তারা আরও এক হাজার কোটি টাকা জমা দিয়েছিল। এনিয়ে বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন।

টাকা জমার বিষয়ে অনলাইনে এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘আমরা গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই। তারা সময়ের আগেই টাকা দিয়েছে। এটি জনগণের অর্থ। করোনার এই সময়ে এক হাজার কোটি টাকা সরকারের উপকারে আসবে।’

আদালতের নির্দেশে গ্রামীণফোন দুই হাজার কোটি টাকা ও রবি আজিয়াটা ১৩৮ কোটি টাকা জমা দিয়েও নিরীক্ষা নিয়ে মতবিরোধ থাকছেই। তারা বিটিআরসিকে দেওয়া টাকাকে জমা হিসেবে উল্লেখ করছে। বলছে, নিরীক্ষা দাবির বিষয়টি সুরাহা হলে এ টাকা সমন্বয় হবে।

নিরীক্ষা দাবির বিষয়টি কীভাবে সুরাহা করা হবে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান বলেন, দুই পক্ষ এক সঙ্গে বসে একটি সিদ্ধান্তে আসা হবে। গ্রামীণফোন যেসব দ্বিমত পোষণ করছে, তা যুক্তি দিয়ে তুলে ধরতে পারলে বিটিআরসি বিবেচনা করবে।

নতুন করে নিরীক্ষা হবে না উল্লেখ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, এখনকার নিরীক্ষা আদালতের নির্দেশে হয়েছে। নতুন করে করার সুযোগ নেই।

অনুষ্ঠানে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, এয়ারটেল ও বাংলালিংকের ওপর নিরীক্ষার প্রক্রিয়া চলছে।

করোনাভাইরাস সংকট কেটে যাওয়ার পর বিটিআরসির সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, শিগগিরই একটি সমাধান আসবে বলে গ্রামীণফোন বিশ্বাস করে। তিনি আরও বলেন, ‘আমরা দ্বিতীয় কিস্তির চেক সময়ের আগেই আজ বিটিআরসিতে জমা দিলাম। প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার পর থেকেই বিটিআরসির কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়ে আসছি।’

প্যাকেজ অনুমোদন ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বিটিআরসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে এ টাকা জমা দিয়েছে গ্রামীণফোন।

বিটিআরসি গ্রামীণফোনের কাছ নিরীক্ষা দাবি হিসেবে কর ও অন্যান্য খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করছে। আরেক অপারেটর রবির কাছে দাবি করছে ৮৬৭ কোটি টাকা।

এ টাকা আদায়ে বিটিআরসি কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করলে দুই অপারেটরই আদালতে যায়। আদালত দুই অপারেটরকেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার নির্দেশ দেন।

স্টকমার্কেটবিডি.কম/

তিনটি ঔষুধ কোম্পানির বোর্ড সভা আজ

boardস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের ওরিয়ন গ্রুপের তিন কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং ওরিয়ন ফার্মাসিটিক্যালস ও কহিনূর কেমিক্যালস  লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ মে আহবান করা হয়েছে। কোম্পানি সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর চলমান বছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ঔষধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর বোর্ড সভা ঢাকার তেজগাঁওয়ে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানি তিনটি  উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস