নাভানা সিএনজির ১৫ মাসের লভ্যাংশ ঘোষণা

navanaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ মাসের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৬ সালে ৩০ জুন শেষ হওয়া ১৫ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

একই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৪ টাকা ১৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির এজিএম দিন ৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট আগামী ১০ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আইপিওতে ৬০৫৭ কোটি টাকার নিবে আইসিআইসিআই

ipoস্টকমার্কেট ডেস্ক:

দেশটির শেয়ার বাজারে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ। এ দেশে এই প্রথম কোনও বিমা সংস্থা নতুন ইস্যু নিয়ে জনসাধারণের দরবারে হাজির হচ্ছে আজ সোমবার। বেসরকারি আই সি আই সি আই প্রুডেন্সিয়াল লাইফ ইনশিওরেন্স কোম্পানি ৬০৫৭ কোটি টাকার শেয়ার ছাড়ছে ভারতের জনসাধারণের উদ্দেশে। তবে সংস্থা নিজে নয়, শেয়ার বিক্রি করবে আই সি আই সি আই ব্যাঙ্ক-সহ কোম্পানির প্রধান কয়েকটি উদ্যোক্তা।

নতুন ইস্যু বা আইপিও-র মাধ্যমে এই দফায় বিক্রি করা হবে বিমা সংস্থাটির মোট ১৯ শতাংশ মালিকানা। ২৫ শতাংশে পৌঁছতে তিন বছরের মধ্যে বিক্রি করতে হবে আরও ৬ শতাংশ। শেয়ার বিক্রির জন্য মূল্য-বন্ধনী ঠিক হয়েছে ৩৩০ টাকা থেকে ৩৩৪ টাকা। আবেদন করতে হবে কম করে ৪৪টি শেয়ারের জন্য। ইস্যু করা হবে মোট ১৮.১৩ কোটি শেয়ার। ইস্যুর পরে এই শেয়ার নথিবদ্ধ করা হবে এনএসই এবং বিএসই শেয়ার বাজারে। ২০১০ সালে কোল ইন্ডিয়ার ১৫,০০০ কোটি টাকার ইস্যুর পরে এটিই বৃহত্তম পাবলিক ইস্যু। আজ ১৯ তারিখে খুলে এই ইস্যু বন্ধ হবে ২১ সেপ্টেম্বর।

প্রস্তাবিত শেয়ার বিক্রির পরেও দেশের বৃহত্তম এই বেসরকারি বিমা সংস্থার ৫০ শতাংশের বেশি শেয়ার মালিকানা থাকবে আইসিআইসিআই ব্যাঙ্কের হাতে। ৩৩৪ টাকা দাম ধরলে এই বিমা সংস্থার মোট শেয়ার মূল্যায়ন দাঁড়ায় ৪৭,৮৮০ কোটি টাকা। গুণমানের বিচারে ইস্যুটিকে ‘বেশ ভাল’-র পর্যায়ে ফেলা যায়। কারণগুলি হল:

• শক্তিশালী উদ্যোক্তা

• বিমা বাজারের মোট ১১.৩ শতাংশ দখলে থাকা

• ১৯,০০০ কোটি টাকারও বেশি প্রিমিয়াম বাবদ আয়।

• লাভ ১৬৫৩ কোটি টাকা

• ২০১২ সাল থেকে ইকুইটির উপর রিটার্ন ৩০ শতাংশেরও বেশি

• শক্তিশালী ব্যবসার মডেল ও ভাল নেটওয়ার্ক (১.২৫ লক্ষ এজেন্ট)

• ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎকর্ষ বৃদ্ধি

• অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম

অর্থাৎ আশা করা যায়, এই ইস্যুর সফল আবেদনকারীরা শুরুতেই লাভের মুখ দেখবেন। যাঁরা ইকুইটির বাজারে প্রবেশ করবেন বলে মনস্থ করেছেন, তাঁরা এই ইস্যুকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করতে পারেন।

আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারহোল্ডাররা দু’বার আবেদন করতে পারবেন এই ইস্যুতে। একবার শেয়ারহোল্ডার হিসেবে ও অন্য বার সাধারণের কোটায়। আইসিআইসি আই ব্যাঙ্কের শেয়ারহোল্ডার কম-বেশি ৯.৫ লক্ষ। আকার বেশ বড় হওয়ায় আবেদন করে সফল হওয়ার ভাল সম্ভাবনা রয়েছে এই ইস্যুতে।

সূত্র : ভারতীয় অনলাইন পত্রিকা

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকা লেনদেন

blockস্টকমার্কেট ডেস্ক:

ব্লক মার্কেটে সোমবার মোট ৯ কোম্পানি ও এক মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৩১ লাখ ৬৩ হাজার ৩০৫টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। এই ফান্ড ১৪ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৬ লাখ ২৮ হাজার ৬০৫টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। ইস্টার্ন হাউজিং ৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি টাকা। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে – ব্যাংক এশিয়া, বার্জার পেইন্টস, ডেল্টা লাইফ, ইস্টার্ণ ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা ও উত্তরা ফিন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

জেমিনি সি ফুডের পরিচালকের শেয়ার বিক্রি

zeminiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের একজন পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কাজী শহীদ আহমেদ নামে কোম্পানিটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৩ লাখ ১৩ হাজার ২২০টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এরআগে কাজী শহীদ আহমেদ দু দফায় কোম্পানিটির ৫০ হাজার ও ২৫ হাজার শেয়ার বিক্রয় করেন। তখন তার হাতে মোট ৩ লাখ ৮৮ হাজার ২২০টি শেয়ার ছিল বলে জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিদেশী বিনিয়োগের পরিমাণ বেড়েছে প্রত্যাশার চেয়ে বেশি

dollarনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। প্রতিবছরই দেশের বাইরের প্রবাসী ও বিদেশী বিনিয়োগকারী পুঁজি বিনিয়োগ করছেন। ২০০৩ সালে যেখানে বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। সেখানে গত ২০১৫ সালে তা শেয়ার কেনাবেচা শেষে বিদেশী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৫ কোটি টাকায়। অর্থাৎ এই কয়েক বছরে বাজারে বিদেশী বিনিয়োগের পরিমাণ বেড়েছে প্রত্যাশার চেয়েও বেশি। যদিও গত কয়েক বছরে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে অনেক।

গত ১৪ বছরে দেশের শেয়ারবাজারে বিদেশীরা শেয়ার কিনেছেন মোট ২০ হাজার ৫৩০ কোটি টাকা। এর বিপরীতে মোট মোট ১৪ হাজার ৭০৫ কোটি টাকার শেয়ার তারা বিক্রি করেছেন। সেই হিসেবে গত কয়েক বছরে মোট বিদেশী বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ৮২৫ কোটি টাকা।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০০৩ সালে ডিএসইতে নিট বিদেশী বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ১২ লাখ টাকার কিছুটা বেশি। ২০০৪ সালে বিদেশী বিনিয়োগকারীদের মোট শেয়ার কেনার পরিমাণ ছিল ২১ কোটি ৩০ লাখ টাকা। একই সালে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ১৮ কোটি টাকা। অর্থাৎ কেনাবেচা বাদে নিট বিনিয়োগ দাঁড়ায় ৩ কোটি ১৭ লাখ টাকা।

তবে ২০০৫ সালে শেয়ার কেনার পরিমাণ কিছুটা কমে যায়। ওই বছরে ওই সব হিসাবে মোট ৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনা হয়, এর বিপরীতে বিক্রি হয় বেশি। তবে ঠিক পরের বছর ২০০৬ সালে মোট ১৩৮ কোটি টাকার শেয়ার কেনে বিদেশীরা। বিক্রি করে ৪৩ কোটি ৪১ লাখ টাকা। পরের বছর তা আরও বেড়ে যায়। বছরটিতে মোট ১৪৩৯ কোটি টাকার শেয়ার কেনে বিদেশী বিনিয়োগকারীরা। বিক্রি করে ৫০৫ কোটি টাকা। অর্থাৎ কেনাবেচা বাদে নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৮৮৯ কোটি টাকা।

২০০৮ সালে আবারও তা কমে যায়। এই বছরে মোট ৫৫০ কোটি টাকার শেয়ার কেনা হয় প্রবাসী একাউন্টে। পরের বছর কিছুটা বেড়ে দাঁড়ায় ৫৯১ কোটি টাকায়। তবে বাজারে উর্ধগতির সময় ২০১০ সালে ডিএসইতে মোট ১ হাজার ৭৯ কোটি টাকার শেয়ার কেনে বিদেশীরা, ২০১১ সালে এর পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২১৬ কোটি টাকা। ২০১২ সালে ডিএসইতে মোট বিদেশীরা ১ হাজার ৩৪৮ কোটি টাকার শেয়ার কেনে। ২০১৩ সালে শেয়ার কেনার পরিমাণ আরও বাড়ে ২ হাজার ৬৫২ কোটি টাকার শেয়ার কেনে বিদেশী বিনিয়োগকারীরা। এর বিপরীতে বিক্রি করে মাত্র ৭০৯ কোটি টাকার শেয়ার। মোট বিদেশী বিনিয়োগ দাঁড়ায় ১ হাজার ৯৪২ কোটি টাকা।

২০১৪ সালে ডিএসইতে ৪ হাজার ৬১০ কোটি টাকার শেয়ার কেনা হয়, এর বিপরীতে শেয়ার বিক্রি হয় ১ হাজার ৯৯০ কোটি টাকা। অর্থাৎ বিক্রি বাদে নিট বিনিয়োগ দাঁড়ায় ২ হাজার ৬১৯ কোটি টাকা। তবে ২০১৫ সালে এই গতিতে কিছুটা ভাটা পড়ে। মোট ৩ হাজার ৮২৫ কোটি টাকার শেয়ার কিনে বিক্রি করে ৩ হাজার ৬৩৯ কোটি টাকা।

অর্থাৎ কেনাবেচা শেষে মোট বিদেশী বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১৮৫ কোটি টাকা। তবে চলতি বছরে আগস্ট মাস পর্যন্তই ডিএসইতে মোট ৩ হাজার ৫১ কোটি টাকা শেয়ার কিনেছে বিদেশীরা। এর বিপরীতে শেয়ার বিক্রি করেছে ২ হাজার ৬০৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে উদ্যোগী ডিবিএ

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে উদ্যোগী হয়ে আলোচনা সভার আয়োজন করেছে ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ডিবিএ’র প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু বলেন, দেশের বিদ্যুৎ খাতে ব্যাংকগুলো অর্থায়ন করে থাকে। এক্ষেত্রে শেয়ারবাজারের মাধ্যমে কিভাবে অর্থায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। একইসঙ্গে শেয়ারবাজার থেকে অর্থায়নের সুযোগ-সুবিধার বিষয়টিও তুলে ধরা হবে।

আলোচনা সভার অন্যতম উদ্দেশ্য হিসাবে আহসানুল ইসলাম টিটু বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে যে সমন্বয়ের ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। যাতে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো সমন্বয় করে সিদ্ধান্ত নিতে পারে। এতে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন তিতাস গ্যাসের কমিশন কমানোর ক্ষেত্রে সমন্বয়হীনভাবে সিদ্ধান্ত নেওয়ায় বিনিয়োগকারীরা যে লোকসান গুনেছিল, তার পুনরাবৃত্তি হবে না।

বিদ্যুৎ খাতে শেয়ারবাজারের মাধ্যমে অর্থায়ন নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিইও আরিফ খান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন উপস্থিত থাকবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আরডি ফুডের বোর্ড সভা আহবান

rang-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ শেষ হওয়া অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. একমি ল্যাব.
  2. লাফার্জ সুরমা
  3. স্কয়ার ফার্মা
  4. শাহজিবাজার পাওয়ার
  5. এমজেএলবিডি
  6. বিএসসিসিলি
  7. কেডিএস এক্সেসরিজ
  8. লিন্ডে বিডি
  9. লংকা বাংলা
  10. ন্যাশনাল হাউজিং।

ডিএসইতে বাড়লেও সিএসইতে ৫ কোটি টাকা কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৫ কোটি টাকা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৩১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৯ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ২.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬৩পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর কমেছে। এদিন বেড়েছে ১২১ টির, কমেছে ১৩৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, এমজেএলবিডি, বিএসসিসিলি, কেডিএস এক্সেসরিজ, লিন্ডে বিডি, লংকা বাংলা ও ন্যাশনাল হাউজিং।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৩৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এহিসাবে দিনের লেনদেন প্রায় ৫ কোটি টাকা কমেছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও লাফার্জ সুরমা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্জিনধারীদের তথ্য চায় সিমটেক্স

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি। রেকর্ড ডেটের আগে এই তালিকা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ