মালিক কাজেমী ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

666777স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী। গতকাল বিকাল ৫টার পরে তিনি রাজধানীর এভারকেয়ার (সাবেক এ্যাপোলো হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ও মো. সিরাজুল ইসলাম বলেন, কাজেমী স্যারের হার্টে সমস্যা ছিল। চিকিৎসার একপর্যায়ে ছিলেন লাইফ সাপোর্টে। বিকাল ৫টার পরে মারা যান তিনি। জানা গেছে, হার্ট ও শারীরিক অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে করোনা পজিটিভ শনাক্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। সর্বশেষ আল্লাহ মালিক কাজেমী কেন্দ্রীয় ব্যাংকের চেইঞ্জ ম্যাজেনমেন্ট অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

অপরদিকে গতকাল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। বেলা ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক জানিয়েছেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন। করোনা পজিটিভ ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, হার্ট ও শ্বাসকষ্ট নিয়ে তিনি ২১ দিন হাসপাতালে ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে মার্কেন্টাইল ব্যাংক পরিবার শোকে স্তব্ধ। ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসআর

ক্রেস্ট সিকিউরিটিজের ব্যাংক হিসাব জব্দের অনুরোধ বিএসইসির

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার ক্রেস্ট সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে পাওনা অর্থ না পেয়ে বিপাকে পড়েছেন সিকিউরিটিজ হাউজটির বিনিয়োগকারীরা। প্রতিষ্ঠানটির পরিচালকদের কোনো হদিস না পেয়ে এ বিষয়ে বিনিয়োগকারীদের পক্ষ থেকে পল্টন থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর পক্ষ থেকে ক্রেস্ট সিকিউরিটিজ ও এর পরিচালকদের ব্যাংক হিসাব জব্দের জন্য কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের পক্ষে বেশ কয়েকজন গতকাল রাজধানীর পল্টন মডেল থানায় ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদউল্লাহসহ প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।

সিকিউরিটিজটির কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ করেন, মঙ্গলবার থেকেই হাউজটি বন্ধের বিষয়টি জানতে পারেন তারা। বুধবার অফিসে গিয়ে তারা তালা ঝুলতে দেখেন। এসময় তাার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাননি। এমনকি তারা ব্যবস্থাপনা পরিচালকের বাসায় গিয়ে তালাবদ্ধ দেখতে পান।

ক্রেস্ট সিকিউরিটিজের পক্ষ থেকে সম্প্রতি ৭০ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে ডিএসইকে দেয়া চেক ডিজঅনার হয়ে যায়। তখন ডিএসইর পক্ষ থেকে ব্রোকারেজ হাউজটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায় নি। এর পরিপ্রেক্ষিতে ডিএসই শেয়ারগুলো বিক্রি করে পাওনা পরিশোধ করে। হাউজটির বিনিয়োগকারীদের পাওনার বিপরীতে দেয়া চেকও ডিজঅনার হয়েছে। এরইমমধ্যে ডিএসইর পক্ষ থেকে ক্রেস্ট সিকিউরিটিজের লেনদেন বন্ধ রাখা হয়েছে এবং প্রতিষ্ঠানটিার ডিপি স্থগিত রাখতে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ক্রেস্ট সিকিউরিটিজের গ্রাহক হিসাব দীর্ঘদিন ধরেই ঋণাত্মক। প্রতিষ্ঠানটির এমডি মো. শহীদউল্লাহর কানাডার নাগরিকত্ব রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন গ্রাহকদের অর্থ আত্মসাতের পর তিনি কানাডায় চলে গেছেন। ঢাকার পুরানা পল্টন ও জনসন রোডে দুইটি এক্স‌টেনশন কার্যালয়সহ প্রগতি সরনী, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় ক্রেস্ট সিকিউরিটিজের শাখা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআর

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.২৪ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.২৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১০.৫১ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১০.৬৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ১.২৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৩৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৩.৮৫ পয়েন্টে, বস্ত্র খাতের ১৩.৫৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৬.৩৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫.৪১ পয়েন্টে, বীমা খাতের ১০.৬২ পয়েন্টে, বিবিধ খাতের ১৯.৯৫ পয়েন্টে, খাদ্য খাতের ১৭.১৪ পয়েন্টে, চামড়া খাতের ১৮.১৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৭.৪৩ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.১২ পয়েন্টে, আর্থিক খাতের ২০.৯১ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩০.৯০ পয়েন্টে, পেপার খাতের ৪৩.৫৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ৯.২১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১১.১৩ পয়েন্টে, সিরামিক খাতের ২০.৯৩ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩০.৪৬ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

৫ দিনে বাজার মূলধন বেড়েছে ৩৬৮ কোটি টাকা

high indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকই বেড়েছে। একইসঙ্গে বাজার মূলধন ৩৬৮ কোটি টাকার বেশি বেড়েছে। তবে এসপ্তাহে লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ১০ হাজার ৪৬৬ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৮৩৪ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৩৬৮ কোটি টাকা বা ০.১২ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮৪ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৬.১৮ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ২৪ লাখ টাকার।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫৬ কোটি ৮৭ লাখ টাকার। আগের সপ্তাহের ৫ দিনের গড় লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৮৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৬.১৮ শতাংশ কম।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩০ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮৪টির শেয়ার ও ইউনিট দর। আর ২৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম