বিএসইসির চেয়ারম্যানকে ডিএসই’র অভিনন্দন

received_589657115004277স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম চেয়ারম্যান হিসেবে যোগদান করায় অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

মঙ্গলবার (১৯ মে ) ব্যবস্থাপনার পক্ষে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। এ সময় তার সাথে ছিলেন জেনারেল ম্যানেজার এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান। তারা শেয়ারবাজার উন্নয়ন ও শেয়ারবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

একই সাথে বাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে নতুন নতুন পণ্য চালু করতে সকল পক্ষকে সাথে নিয়ে সম্মিলিতভাবে একটি শক্তিশালী শেয়ারবাজার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান খুব শিগগরিই ডিএসই’র পরিচালনা পষিদের সাথে বৈঠক করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সোমবার (১৮ মে) ডিএসই’র পরিচালনা পরিষদের পক্ষে চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বিএসইসি’র এই নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ এই মর্যাদাপূর্ণ পদে আপনার নিয়োগ নিঃসন্দেহে আপনার সম্ভাব্যতা ও দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ। আমরা নিশ্চিত, আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিকনির্দেশনায় শেয়ারবাজার আগামীতে আরও বেশি উচ্চতা এবং সাফল্য অর্জন করবে। আপনার একাডেমিক রেকর্ড, দক্ষতা এবং করপোরেট জগতের বহুমূখী পেশাদারিত্ব অভিজ্ঞতায় শেয়ারবাজারের গতিশীলতা এবং অধিকতর স্বচ্ছতা আনবে। একই সঙ্গে দেশের শিল্পায়নে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য শেয়ারবাজার অংশীদারিত্ব হিসেবে কাজ করবে। যা দেশী বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আরো বেশী উৎসাহিত করবে।

শেয়ারবাজারের বর্তমান প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনার উদ্ভাবনী চিন্তা ধারায় সকল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে ইতিবাচক পরিবর্তন আনার দক্ষতা রয়েছে বলে আমরা মনে করি।

অভিনন্দন বার্তায় ডিএসই’র চেয়ারম্যান বলেন, আর্থিক খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আপনার যোগদানে দেশের শেয়ারবাজার নতুন রুপে এবং নতুন আঙ্গীকে বিনিয়োগকারীদের বিনিয়োগের অন্যতম একটি আকর্ষণীয় শেয়ারবাজারে পরিণত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

স্টকমার্কেটবিডি.কম/

ইদুল ফিতরের জন্য শুক্র ও শনিবার ব্যাংক খোলা

 

 

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র ইদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল ক্রয়ের জন্য শিল্প এলাকায় আগামী শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ মে ) তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইটসুপার ভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী বা কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে রপ্তানি বিল ক্রয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদানের লক্ষ্যে শিল্প এলাকায় আগামী শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা রাখতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

কম হলেও পরিচালকদের উপস্থিতিতেই বোর্ড সভা করতে হবে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতায় এবার কমসংখ্যক পরিচালকের সশরীর উপস্থিতিতে পরিচালনা বোর্ড সভা করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কমসংখ্যক পরিচালক সরাসরি উপস্থিত হয়ে এবং অন্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা বোর্ড সভায় অংশ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক গত রবিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে। এর আগে ব্যাংকগুলোকে শুধু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ড সভা করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনসমাগমের কারণে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যাংকের বোর্ড এবং বোর্ড সহায়ক কমিটির সভায় সশরীর উপস্থিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মতো ব্যাংকিং কার্যক্রম গতিশীল করার আবশ্যকতা পরিলক্ষিত হচ্ছে। সীমিত ব্যাংকিং কার্যক্রম ধীরে ধীরে প্রত্যাহার করে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা পরিপালন করে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বোর্ডের অন্যান্য সহায়ক কমিটি তথা নির্বাহী, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা নির্ধারিত সভাস্থলের পরিসর বিবেচনায় যথাসম্ভব কমসংখ্যক সদস্য সরাসরি অংশগ্রহণ করলে চলবে। অন্য সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নিতে পারবেন।

ব্যাংক নিজস্ব বিবেচনায় সম্পূর্ণভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণকারী পরিচালকেরাও যথানিয়মে সম্মানী পাবেন। তবে এসব ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

২০২১ সালেও অর্থনৈতিক পুনরুদ্ধার অসম্ভবের আশঙ্কা : আইএমএফ

imfস্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির ধাক্কায় বৈশ্বিক অর্থনীতির ক্ষতি পুনরুদ্ধারে পূর্বানুমানের চেয়েও অনেক বেশি সময় লাগতে পারে। গতকাল সোমবার (১৮ মে) এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি।

ক্রিস্টালিনা বলেন, করোনা মহামারির কারণে ২০২০ সালে বৈশ্বিক জিডিপি সংকোচনের হার তিন শতাংশ পূর্বাভাস পুনর্বিবেচনা করছে আইএমএফ। সেক্ষেত্রে পূর্বাভাস সংশোধিত হলে ২০২১ সালে আংশিক অর্থনৈতিক পুনরুদ্ধারের হার ৫ দশমিক ৮ শতাংশ হওয়ার ধারণাও পরিবর্তিত হবে।

তিনি আরও বলেন, সারা বিশ্ব থেকে পাওয়া তথ্য পূর্বানুমানের চেয়েও বাজে পূর্বাভাস দিচ্ছে। ফলে অবশ্যই এই সংকট থেকে পুনরুদ্ধারে আরও বেশি সময় লেগে যাবে। আইএমএফ অর্থনৈতিক পুনরুদ্ধারের সময়কালে ঋণের উচ্চমাত্রা, বর্ধিত ঘাটতি, বেকারত্ব, দেউলিয়াত্ব, দারিদ্র্য বৃদ্ধি এবং বৈষম্যের মতো ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর ওপর নজর রাখছে।

উল্লেখ্য, আগামী জুনে বৈশ্বিক অর্থনীতির নতুন পূর্বাভাস প্রকাশ করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

স্টকমার্কেটবিডি.কম/আর