ডিএসইতে পিই রেশিও .০৭ পয়েন্ট বেড়েছে

PE

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ৪৪ শতাংশ বা দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৫১ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইএর পিই রেশিও ছিল ১৬ দশমিক ৪৪ পয়েন্ট।

খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৫ দশমিক ৫ পয়েন্ট, সিরামিক খাতের ৪০ দশমিক ৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ৩১ দশমিক ৬ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩১ দশমিক ৯ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৯ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১১ দশমিক ১ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ১৮ দশমিক ২ পয়েন্টে, পাট খাতের মাইনাস ২৮ দশমিক ৩ পয়েন্ট, বিবিধ খাতের ৩৩ দশমিক ২ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৯ দশমিক ৩ পয়েন্টে, কাগজ খাতের ১২ দশমিক ৮ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ২ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩২ দশমিক ৩ পয়েন্ট, চামড়া খাতের ২৯ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২১ দশমিক ৪ পয়েন্ট, বস্ত্র খাতের ১৩ দশমিক ৩ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৬ দশমিক ৪ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/ডি

বন্দরে আরও দুই জেটি পেল সাইফ পাওয়ার

port-smbdনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) আরও দুটি জেটি পরিচালনার দায়িত্ব পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর ভবনে এ বিষয়ে সাইফ পাওয়ারের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের একটি চুক্তি হয়েছে। গত বুধবার চুক্তিতে বন্দরের পক্ষে স্বাক্ষর করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং সাইফ পাওয়ারের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।

পরে তরফদার রুহুল আমিন বলেন, আগামী দুই বছর জেটি দুটিতে কন্টেইনার ওঠানামার জন্য ৪৯ কোটি ৮৭ লাখ টাকা দর দিয়েছিলাম। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের পর বুধবার বিকেলে এনসিটির দুই ও তিন নম্বর জেটি পরিচালনার চুক্তি হয়েছে।

গত ১০ জুন এনসিটির এই জেটি দুটি পরিচালনার জন্য দরপত্র জমা নেওয়া হয়। এই দরপত্র প্রক্রিয়ায় মোট পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়।

এরআগে গত ২৫ জুন এনসিটির চার ও পাঁচ নম্বর জেটি দুটি দুই বছরের জন্য পরিচালনা করতে বন্দরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সাইফ পাওয়ার।

ওই দুটি জেটি পরিচালনা কাজে সাইফ পাওয়ারের অংশীদার চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছিরের মালিকানাধীন এমএইচ চৌধুরী লিমিটেড এবং নোয়াখালীর সাংসদ একরামুল করিমের মালিকানাধীন এ অ্যান্ড জে ট্রেডার্স।

চার ও পাঁচ নম্বর জেটি পরিচালনায় সাইফ পাওয়ার দর দিয়েছিল ৪৯ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা।

জানা যায়, চার ও পাঁচ নম্বর জেটিতে কন্টেইনার ওঠানামার কাজ আগামী ১ অক্টোবর শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। আজ যে দুটি জেটি পরিচালনায় চুক্তি হলো সেগুলোতেও আগামী ১২০ দিনের মধ্যে কাজ শুরু করার শর্ত রয়েছে।

এনসিটির ১ ও ২ নম্বর জেটি দুটি আগে থেকেই কন্টেইনার ওঠানামার কাজ করত সাইফ পাওয়ার।

এনসিটির পাঁচটি জেটির মধ্যে প্রথম ধাপে চার ও পাঁচ নম্বর এবং দ্বিতীয় ধাপে দুই ও তিন নম্বর জেটি পরিচালনার দায়িত্ব বেসরকারি অপারেটরকে দেওয়া হলো।

এনসিটির এক নম্বর জেটিটি পানগাঁও কন্টেইনার টার্মিনালে নৌ পথে কন্টেইনার পরিবহনের কাজে ব্যবহার করা হবে।

বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ার টেক চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং আইসিডিও পরিচালনা করে।

স্টকমার্কেটবিডি.কম/ডি

শেয়ারবাজারে লেনদেন শুরু ২৮ সেপ্টেম্বর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সাপ্তাহিক ছুটি ও ঈদুল আজহার জন্য টানা ৫ দিন বন্ধের পর আগামী ২৮ সেপ্টেম্বর লেনদেন শুরু হবে দেশের শেয়ারবাজারে। গত বুধবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সরকারী ছুটির কারণে লেনদেনসহ স্টক এক্সচেঞ্জের যাবতীয় কার্যক্রমও এই ৫ দিন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/