ভারতের হঠাৎ রপ্তানি বন্ধ আসছে অন্য দেশ থেকে

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতিবেশী ভারত গত বছরের মতো এবারও হঠাৎ করে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। এর তাত্ক্ষণিক প্রভাবে অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। তবে বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে আগে থেকেই সতর্ক ছিল। মন্ত্রণালয় এরই মধ্যে মিয়ানমার ও তুরস্ক থেকে এক লাখ টন পেঁয়াজ আমদানি চূড়ান্ত করেছে।

ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গতকাল সোমবার বলা হয়, দেশটির অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে ভারতের ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। তাঁরা বলছেন, পেঁয়াজের চলতি আমদানি মূল্য টনপ্রতি ২৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫০ ডলার নির্ধারণ করা হলেই পুনরায় রপ্তানি শুরু করা হবে।

বেনাপোলের পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল বলেন, ভারত থেকে ২৫০ ডলার মূল্যে পেঁয়াজ আমদানি হয়ে আসছে। ভারতের নাসিকে বন্যার কারণে সেখানে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রপ্তানিকারকরা স্থানীয় বাজারদর হিসাবে ৭৫০ ডলারের নিচে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবেন না। এ কারণে তারা পেঁয়াজ রপ্তানি সাময়িক বন্ধ রেখেছে।

বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল রপ্তানিকারক সমিতির পক্ষে ব্যবসায়ী কার্তিক ঘোষ বলেন, পেঁয়াজ রপ্তানিকারক সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি টন ৭৫০ ডলারের নিচে তারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না। সে কারণে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজবোঝাই অনেক ট্রাক সীমান্তে দাঁড়িয়ে আছে।

ভারতের বনগাঁর পেঁয়াজ ব্যবসায়ী অনিল মজুমদার টেলিফোনে জানান, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে তাঁদের আপত্তি নেই। বাজারদরে এলসি পেলে তাঁরা পুনরায় রপ্তানি শুরু করবেন। সে ক্ষেত্রে পুরনো যেসব এলসি দেওয়া আছে সেগুলোর মূল্য ২৫০ ডলার সংশোধন করে ৭৫০ ডলার করা হলে পেঁয়াজ আমদানিপ্রক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ভারত পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করেছে, নাকি ন্যূনতম মূল্য বেঁধে দেবে সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। পাশাপাশি ভারতের বিকল্প হিসেবে তুরস্ক ও মিয়ানমার থেকে এক লাখ টন পেঁয়াজ সরবরাহ লাইনে আছে। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ চলতি মাসের শেষ নাগাদ দেশের বাজারে ঢুকবে। এ ছাড়া প্রতিদিনই তিন থেকে সাড়ে তিন হাজার টন পেঁয়াজ আসছে।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের মজুদ পর্যাপ্ত থাকলেও এক শ্রেণির ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এ ব্যাপারে আমরা এবার সতর্ক রয়েছি।’

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ব্রাদার্স ট্রেডার্সের ইয়াসিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘ভারতের সরকার গতকাল সকালে হঠাৎ করেই সে দেশ থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। সকালে ৪০ থেকে ৪২ ট্রাক পেঁয়াজ দেশে ঢুকলেও সোনামসজিদ বর্ডারের বাইরে ২৫০ থেকে ৩০০ ট্রাক আটকা পড়ে আছে। পেঁয়াজবোঝাই ওই সব ট্রাক আর ঢুকতে দেওয়া হয়নি।’

আরেক আমদানিকারক প্রতিষ্ঠান রফিক ট্রেডার্সের রফিকুল ইসলাম বলেন, ‘ভারতের বেঙ্গালুরুতে অতিবৃষ্টির কারণে নতুন পেঁয়াজের আবাদ নষ্ট হয়ে গেছে। এর প্রভাবে দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ রুপি (৬৪ টাকা) দরে।’ উদ্ভূত পরিস্থিতিতে তুরস্ক, মিয়ানমার, মিসরসহ পেঁয়াজ রপ্তানিকারী অন্যান্য দেশ থেকে পণ্য আনার পরামর্শ দেন তিনি। বলেন, এসব দেশ থেকে পেঁয়াজ আমদানিতে গড়পড়তা ২০ থেকে ২৫ দিনের মতো সময় লাগে। তাই মন্ত্রণালয়ের দ্রুত উদ্যোগ প্রয়োজন।

এদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশের ভোগ্য পণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল সকালে প্রতি কেজি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বিকেল থেকেই পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেন আড়তদাররা।

তবে খাতুনগঞ্জ কাঁচা পণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, এখানে আড়তদাররা কমিশনে পেঁয়াজ বিক্রি করেন। ভারত রপ্তানি বন্ধ করলেও বাজারে প্রচুর পেঁয়াজ আছে। দেশীয় পেঁয়াজের সরবরাহও প্রচুর। ফলে গত বছরের মতো অস্থিরতা তৈরির সুযোগ দেখছি না। এর পরও বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত এখনই নিতে হবে।

এদিকে হিলির কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট শংকর দাস বলেন, ভারতের বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে গতকাল দুপুরে হিলি কাস্টমসকে রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার। তবে গতকাল পর্যন্ত এসংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। অবশ্য নির্দেশনা পাওয়ার পরপরই কাস্টমস কর্তৃপক্ষ সিঅ্যান্ডএফকে জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। এরই মধ্যে যেসব এলসি খোলা রয়েছে এবং টেন্ডারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেগুলোর বিপরীতেও পেঁয়াজ রপ্তানি হবে না।

শংকর দাস বলেন, ‘সরকারের হঠাৎ এই সিদ্ধান্তে আমরা বিপাকে পড়েছি। কারণ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা রয়েছে। ওই সব এলসির বিপরীতে রপ্তানির সুযোগ দিতে সরকারকে বলা হয়েছে। অন্যথায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম বলেন, ‘গতকাল এখান দিয়ে পেঁয়াজ নিয়ে কোনো ট্রাক দেশের ভেতরে ঢোকেনি। এতে সীমান্তের ওপারে আমার বিপুল পরিমাণ পেঁয়াজ আটকা পড়েছে। তবে রবিবার রাত পর্যন্ত সরবরাহ স্বাভাবিক ছিল।’

এই স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট নীরব ট্রেডার্সের জাকির হোসেন বলেন, ‘পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে নিতে এটা ভারতের একটা কৌশল। আমার ধারণা, দ্রুতই পেঁয়াজ রপ্তানির নির্দিষ্ট দর বেঁধে দিয়ে তারা পুনরায় রপ্তানি শুরু করবে।’ সূত্র : কালেরকন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/

দেশে প্রথম লো সালফারের তেল আমদানি করলো বিপিসি

22(1)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে প্রথম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি করা পরিবেশবান্ধব লো-সালফারযুক্ত প্রায় ১৫ হাজার টন জ্বালানি তেল নিয়ে জাহাজ ভিড়েছে ডলফিন জেটিতে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পতেঙ্গার মেঘনা অয়েল কোম্পানির ডলফিন জেটি-৫ এ ভিড়ে ‘এমটি টিএমএন প্রাইড’।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. সামছুর রহমান।

উপস্থিত ছিলেন বিপিসির পরিচালক (অপারেশন ও পরিঃ/বিপণন) সৈয়দ মেহদী হাসান, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাঃ ও অপাঃ) মো. আবু হানিফ, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান, মেঘনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ-আল-খালেদ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনসারী ও বাংলাদেশ বাঙ্কার সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক।

শূন্য দশমিক ৫ (০.৫) শতাংশ সালফার কন্টেন্টযুক্ত ফার্নেস অয়েল সরবরাহের জন্য যমুনা, পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ বাঙ্কার সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিবিএসএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর সম্প্রতি চুক্তি হয়।

প্রথম পর্যায়ে চুক্তি স্বাক্ষরকারী ১০টি প্রতিষ্ঠান পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল (ওটি নিউ শাহ আমানত-১), মেসার্স ফ্রাংক ট্রেড (ওটি সুলতান শাহ), মেসার্স ওশান ফুয়েলস ইন্টারন্যাশনাল (ওটি মিক মাহী), মেসার্স এ আর করপোরেশন (ওটি আতিফা জাহান), মেসার্স সী মেরিন ফুয়েল সাপ্লায়ার্স অ্যান্ড কোং (ওটি নিউ সী কুইন এক্সেস-১), মেসার্স জিএল শিপিং লাইন্স (ওটি মিক হুদয়-১), মেসার্স আল নূর করপোরেশন (ওটি কর্ণফুলী ডিলাক্স-৭), মেসার্স ওহাব সী মেরিন সার্ভিসেস কোং (ওটি মিউচুয়াল এক্সপ্রেস) এবং মেসার্স খিজির (আ.) এন্টারপ্রাইজ (ওটি এসএমএস-১), মেসার্স কোস্টাল ক্যারিয়ার্স লিমিটেড (এমটি ইমপ্রেস) ০.৫ শতাংশ সালফার কন্টেন্টযুক্ত ফার্নেস অয়েল বহন ও সমুদ্রগামী জাহাজে সরবরাহের অনুমতি পেল।

আনুষ্ঠানিকতা শেষে বন্দরের সব সমুদ্রগামী জাহাজ বাংকারিং সুবিধা পাবে। এর ফলে দেশের সমুদ্রবন্দরে আন্তর্জাতিকমানের বন্দরের সমমানের জ্বালানি তেল সংগ্রহের সুবিধা নিশ্চিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ফুয়াং সিরামিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

fuwanস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ছে। এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। সম্প্রতি নোটিস করলে ফুয়াং সিরামিকস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পাইওনিয়ার ইন্স্যূরেন্সের উদ্দ‌্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

pioneer-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যূরেন্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: নাসিরুল্লাহ নামে এই উদ্দ্যোক্তা বিমাটির ২০,০০০ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ২,৩১,৩৩২ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ ঘোষণা করেনি

no-dividenedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ফান্ডটির ট্রাস্টি কমিটি আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আর ইউনিট প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ব্র্যাক ব্যাংক
  4. ওরিয়ন ইনফিউশন
  5. খুলনা পাওয়ার কোম্পানি
  6. ইউনাইটেড পাওয়ার জেনারেশন
  7. ওরিয়ন ফার্মা
  8. ডেল্টা ব্র্যাক হাউজিং
  9. নাহি এলুমিনাম কম্পোজিট
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

উভয় শেয়ারবাজারে লেনদেন ও সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৯২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৪৮ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ১৩২৯ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খুলনা পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ওরিয়ন ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, নাহি এলুমিনাম কম্পোজিট ও স্কয়ার ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৯৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা ও সায়হাম কটন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্টিল মিলে তরল লোহা ছিটকে পড়ে ২ জনের মৃত্যু

BURNস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে একটি স্টিল মিলে তরল লোহা ছিটকে পড়ে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরো একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। তাঁকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়াল।

আজ সোমবার ভোরে মোজাম্মেল মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল।

এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুলাল নামের আরো একজন মারা যান। চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গী স্টিল মিলের ফার্নেস থেকে তরল লোহা ছিটকে পড়ে ৪ শ্রমিক অগ্নিদগ্ধ হন।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ফাইন্যান্সের শেয়ার বিক্রি করবে দুটি কোম্পানি

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের দুটি করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মেনেকা মটরস ও ট্রান্স এশিয়া লিমিটেড নামে কোম্পানিটির ২ করপোরেট পরিচালক মোট ১ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এসব পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ব্যাংকের ১.২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস বদরুন্নেসা শারমিন ইসলাম নামে এই পরিচালক ১ লাখ ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি