নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের মতো এবারও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘জাতীয় রপ্তানি ট্রফি’ বিতরণ করা হচ্ছে। ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের ‘জাতীয় রপ্তানি ট্রফি’ পাচ্ছে ১১২টি প্রতিষ্ঠান। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি রয়েছে।
আজ রবিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ট্রফি বিতরণ করবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রফি বিতরণ অনুষ্ঠানে ২০১২-১৩ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানিকারক ৬১টি প্রতিষ্ঠান এবং ২০১১-১২ অর্থবছরে ৫১টি প্রতিষ্ঠানকে এ ট্রফি দেওয়া হবে।
রফতানিতে এগিয়ে থাকার জন্য জাতীয় রফতানি পদক পাচ্ছে তালিকাভুক্ত ৮টি কোম্পানি। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ- এ তিন শ্রেণিতে ২০১১-১২ অর্থবছরের জন্য ৬০ এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য মোট ৫১ কোম্পানিকে এ ট্রফি দেওয়া হচ্ছে।
এর মধ্যে শেয়ারবাজারে যে সব তালিকাভুক্ত কোম্পানি রয়েছে – এপেক্স ফুডস, এপেক্স ট্যানারি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইল, বেক্সিকো ফার্মা, এনভয় টেক্সটাইল, শাশা ডেনিমস লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল। এর মধ্যে এপেক্স ফুডস ও এপেক্স ট্যানারি ও শাশা ডেনিমস পর পর দুবছর এই পদক পেল।
রফতানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে ১১১ প্রতিষ্ঠান। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ- এ তিন শ্রেণিতে ২০১১-১২ অর্থবছরের জন্য ৬০ এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য ৫১ কোম্পানিকে এ ট্রফি দেওয়া হচ্ছে।
পদক দেওয়ার ক্ষেত্রে রফতানির পরিমাণের পাশাপাশি পরিবেশসম্মত উৎপাদন, নিরাপদ কর্মপরিবেশ ও ব্যাংকিং লেনদেনসহ রফতানি প্রক্রিয়ার স্বচ্ছতাও বিবেচনা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে রফতানিকারক প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ট্রফি তুলে দেবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি রাজধানীর ওসমানী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করছে। সর্বশেষ ২০১৩ সালে একসঙ্গে তিন অর্থবছরের রফতানি ট্রফি দেওয়া হয়। পদকের জন্য প্রধান ২৫টি পণ্যের রফতানি আয় ও অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হয়।
২০১১-১২ অর্থবছরের জন্য স্বর্ণপদক পাচ্ছে ২৪ প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে- হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস, স্কয়ার ফ্যাশনস, স্কয়ার টেক্সটাইলস, নোমান উইভিং, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, এপেক্স ফুডস, পপুলার জুট এক্সচেঞ্জ, আকিজ জুট, এপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফবি ফুটওয়্যার, এগ্রি কনসার্ন, প্রাণ এক্সপোর্টস, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, ইউনিগ্গ্নোরি সাইকেল, তানভীর পলিমার, বেক্সিমকো ফার্মা, সার্ভিস ইঞ্জিন, ইউনিভার্সেল জিন্স, শাশা ডেনিমস ও মন ট্রিমস।
ওই অর্থবছরে ১৮ প্রতিষ্ঠান রৌপ্য পদক পাচ্ছে। এগুলো হচ্ছে- অনন্ত অ্যাপারেলস, জিএমএস কম্পোজিট, মোশারফ কম্পোজিট, এনভয় টেক্সটাইল, সীমার্ক (বিডি), এফ আর জুট, জনতা জুট, এস এফ ইন্ডাস্ট্রিজ, আর এম এম লেদার, ফার্ম ফ্রেশ, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দ্য জুট ওয়ার্কস, এভার ব্রাইট প্লাস্টিক, ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল, আল-হাবিব এন্টারপ্রাইজ, গ্রাফিক পিপল ও জিন্স-২০০০। ব্রোঞ্জ পদক পাচ্ছে ৯ প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে- সিনহা ইন্ডাস্ট্রিজ, ফোর এইচ ফ্যাশনস, ভিয়েলাটেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, কুলিয়ারচর সি ফুডস, রেজা জুট, করিম জুট, আল-আজমী ট্রেড ও প্রাণ ফুডস।
এদিকে ২০১২-১৩ অর্থবছরের জন্য স্বর্ণপদক পাচ্ছে ২৬টি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে- রিফাত গার্মেন্টস, জিএমএস কম্পোজিট, কামাল ইয়ার্ন, সাদ সান টেক্সটাইল, জাবের অ্যান্ড জোবায়ের, নোমান টেরিটাওয়েল, এপেক্স ফুডস, পপুলার জুট, আকিজ জুট, এপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফ বি ফুটওয়্যার, আল আজমী ট্রেড, প্রাণ ডেইরি, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, বিআরবি কেবল, মেরিন সেইফটি সিস্টেম, স্কয়ার ফার্মা, গ্রাফিক্স পিপল, ইউনিভার্সেল জিন্স, শাশা ডেনিমস, মন ট্রিমস ও মীর টেলিকম। এ ২৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি প্রতিষ্ঠান আগের অর্থবছরের জন্য পদক তালিকায় রয়েছে।
অন্যদিকে ১৯ প্রতিষ্ঠান এই অর্থবছরের জন্য রৌপ্য পদক পাচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অনন্ত অ্যাপারেলস, স্কয়ার ফ্যাশনস, বাদশা টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ইউনিলারেন্স টেক্সটাইল, সীমার্ক (বিডি), রেজা জুট, জনতা জুট, এসএফ ইন্ডাস্ট্রিজ, আর এম এম লেদার, লালমাই ফুটওয়্যার, মনসুর জেনারেল, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দ্য জুট ওয়ার্কস, বেঙ্গল প্লাস্টিক, সার্ভিস ইঞ্জিন, প্যাসিফিক জিন্স ও জাবের অ্যান্ড জোবায়ের এক্সেসরিজ। ব্রোঞ্জ পদক পাওয়া ১৫ প্রতিষ্ঠান হচ্ছে_ অ্যাপারেল গ্যালারি, ইন্টারস্টফ অ্যাপারেলস, মোশারফ কম্পোজিট, তালহা ফেব্রিক্স, জালালাবাদ ফ্রোজেন ফুডস, উত্তরা জুট, সাদাত জুট, বেঙ্গল লেদার, এবিসি ফুটওয়্যার, ফুটবেড ফুটঅয়্যার, এলিন ফুডস, প্রাণ ফুডস, হেলাল অ্যান্ড ব্রাদার্স, আরএফএল প্লাস্টিকস ও ইউনিগ্গ্নোরি পেপারস অ্যান্ড প্যাকেজিং।
স্টকমার্কেটবিডি.কম/এমএ