বিএসসি’র ৫ জাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো হলো পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প।

জানা গেছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন পাঁচটিসহ ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে এক হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের সহায়তা এক হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বিএসসির নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা।
প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)।
জাহাজগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার (তেলবাহী) এবং তিনটি বাল্ক ক্যারিয়ার (পণ্যবাহী)।

  1. ফরচুন সুজ
  2. ন্যাশনাল টিউবস
  3. স্কয়ার ফার্মা
  4. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. কাট্টালী টেক্সটাইল
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. ডরিন পাওয়ার
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

দিনশেষে সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের সামান্য উত্থান দেখা গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩০ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৬৪ কোটি ২২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে টাকা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩১ পয়েন্টে। আর ডিএসই সূচক ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৪৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লংকা বাংলা ফাইন্যান্স, কাট্টালী টেক্সটাইল, লাফার্জ হোলসিম বিডি, ডরিন পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৯২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে সিলকো ফার্মা ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্টাইল ক্রাফটের ২০১৯ সালের ঋণমান প্রকাশ

style-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘বিবিবি১’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরআইএসএল)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কাসেম ইন্ডাস্ট্রিজের ২০১৯ সালের ঋণমান প্রকাশ

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এ১’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরআইএসএল)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

 

বঙ্গজের বোর্ড সভা বিকালে

bangasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে। আজ ২৮ নভেম্বর বিকালে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন রাজধানীর বাংলামোটরে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

এডিএন টেলিকমের আইপিও লটারির ফলাফল প্রকাশ

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারির ফলাফৈ প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হয়।

লটারিতে বিজয়ীদের নাম দেখতে নিচের লিংকে ক্লিক…..

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

কোম্পানিটি জানায়, আইপিওতে চাহিদার বিপক্ষে মোট ১১.৬২ গুণ আবেদন করে বিনিয়োগকারীরা। তাই লটারির মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করবে তারা।

আবেদনের পরিমাণ দাড়িয়েছে মোট ৬৬০ কোটি ৯৯ লাখ টাকার। এর মধ্যে সাধারণ বিনিয়োকারীদের আবেদনের পরিমাণ ২২৫ কোটি, ক্ষতিগ্রস্থদের আবেদন ১৮ কোটি, বিদেশী বিনিয়োগকারীদের ১৭ কোটি এবং মিউচুয়াল ফান্ড ও প্রাতিষ্ঠানিক আবেদনের পরিমাণ ৩৯৯ কোটি টাকার উপরে।

এর আগে গত ৪ নভেম্বর এডিএন টেলিকমের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়। যা গত ১১ নভেম্বর শেষ হয়েছে। চাহিদার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় লটারিতে বিজয়ীদের আইপিও শেয়ার প্রদান করা হবে।

আইপিও আবেদনের জন্য ১০০ শেয়ারের দর হিসাবে ২৭০০ টাকা করে জমা নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড