জামানত ছাড়াই তিন লাখ টাকা ঋণ পাবেন প্রবাসীরা

labourস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোন দুর্যোগের শিকার হয়েছেন বিদেশে থাকা লাখ লাখ প্রবাসী। দিনের পর দিন লকডাউন তাঁদের বেঁচে থাকাই কঠিন করে তুলছে। কর্মহীন হয়ে পড়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছেন।

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কুয়েত, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশ থেকে প্রবাসীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ বাড়ছেই। চলতি মাসেই প্রায় ২৯ হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসবেন বলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দুই থেকে তিন লাখ প্রবাসীকে দেশে ফিরে আসতে হতে পারে মনে করছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এসব প্রবাসী যেন দেশে ফিরে আসার পর কোনো ধরনের কষ্টে না থাকেন বা বেকার না থাকেন, সেজন্য সহজ শর্তে তাঁদেরকে মধ্যে ঋণ দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

প্রবাসীকল্যাণ সচিব ড.আহমদ মুনিরুছ সালেহীন বলেন,‌ যেসব প্রবাসীর রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি চাঙ্গা, তাঁদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে এসব ঋণ দেওয়া হবে। প্রবাসীরা যেন কোনো ধরনের সংকটের মধ্যে না পড়েন সেজন্য সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা প্যাকেজ রয়েছে।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, সহজ শর্তে এই টাকা থেকে তাদেরকে ঋণ দেওয়া হবে। যেন তাঁরা টাকাগুলো দিয়ে দেশে কিছু একটা করতে পারেন। প্রাথমিকভাবে ২-৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। সুদের হার ২ থেকে ৫ শতাংশের মধ্যে। আর কোনো জামানত ছাড়াই তিন লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তাঁরা।

ঋণ প্রদানের পুরো বিষয়টি তদারকি করবে প্রবাসী কল্যাণ ব্যাংক। ঋণ দেওয়া ও আদায়ের বিষয়টি নিয়ন্ত্রণ করবেন তাঁরাই। এ কাজে স্বচ্ছতার জন্য ঋণ গ্রহীতাকে অবশ্যই বিদেশ থেকে ফেরত আসার প্রমাণ দিতে হবে বলে জানান ড. সালেহীন।

স্টকমার্কেটবিডি.কম/ক

৩০ মে পর্যন্ত যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা আবার বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক)।

আজ বৃহস্পতিবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের বরাত দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অবশ্য চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু থাকবে।

বেবিচকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলের আকাশপথের ক্ষেত্রে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/ক

তিনটি ব্যাংক ও ১ এনজিওকে ২০০০ কোটি টাকার তহবিল প্রদান

 

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাস সঙ্কটে প্রবাসী, কর্মহীন বেকার ও গ্রামের মানুষকে ঋণ সহায়তা যোগাতে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ৫০০ কোটি করে মোট ২০০০ কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই নতুন ‘প্রণোদনা প্যাকেজের’ ঘোষণা আসে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাউকাউস অনুষ্ঠানে জানান, করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এটি হবে সরকারের ঘোষিত ১৮তম প্রেণোদনা প্যাকেজ ।

এ পর্যন্ত সব মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার ১৮টি প্রনোদনা প্যাকেজ ঘোষণা করা হল, যা দেশের মোট জিডিপির ৩.৬ শতাংশ।

মহামারীতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে এই অনুষ্ঠান থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আড়াই হাজার টাকা করে এককালীন নগদ সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্নাতক ও সমমানের ২০১৯ সালের শিক্ষা উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

করোনার নগদ সহায়তা মোবাইলে দেওয়ার নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলমান করোনাভাইরাসের দুর্যোগ পরিস্থিতিতে সরকার ৫০ লাখ দুস্থ পরিবারকে এককালীন ২৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। এই নগদ সহায়তা সরাসরি সুবিধাভোগীর মোবাইল হিসাবে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এজন্য অর্থ মন্ত্রণালয়ের তালিকা ধরে সুবিধাভোগীর এনআইডি যাচাইপূর্বক হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নগদ সহায়তা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা প্রদানকারি সকল ব্যাংক ও তাদের প্রোভাইডার এবং ডাক অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারী জনিত পরিস্থিতিতে সরকার ৫০ লক্ষ দুস্থ পরিবারের জন্য নগদ সহায়তা সরাসরি সুবিধাভোগীর মোবাইল হিসাবে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণে এমএফএস সেবা প্রদানকারী সকল ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিসমূহ কর্তক নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

এছাড়া নগদ সহায়তা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় কর্তক প্রদত্ত সুবিধাভোগীর তালিকা মোতাবেক এনআইডি যাচাইপূর্বক এমএফএস একাউন্ট খোলার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণর এবং সেই সঙ্গে নগদ সহায়তা বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার জন্য সকল এমএফএস প্রোভাইডারকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/ক

পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাসের সিদ্ধান্ত আজ

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদের বোনাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ বৃহস্পতিবার। ঈদের আগে কবে নাগাদ মজুরি ও বোনাস দেওয়া হবে তা নির্ধারণ করতেই শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসবেন সরকার-মালিকপক্ষ-শ্রমিকপক্ষের নেতারা। গত ১০ মে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ বৈঠক হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে রপ্তানিমুখী পোশাক খাতে অর্ডার স্থগিত ও বাতিল হয়ে যায়। কাজ না থাকায় অনেক মালিক সরকারি সাধারণ ছুটিতে কারখানা লে অফ ঘোষণা করেন। এরপর মার্চের বেতনের দাবিতে ছুটি চলাকালীন সময়েই শ্রমিকরা বিক্ষোভ করে।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম ভবনে দফায় দফায় ত্রিপক্ষীয় বৈঠক হয়। গত ৪ মে অনুষ্ঠিত সেই বৈঠকে এপ্রিল মাসে ৬৫ শতাংশ বেতনের সিদ্ধান্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

করোনা মোকাবিলায় বাংলাদেশকে এডিবির ৮৫০ কোটি টাকা ঋণ

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টাকার অঙ্কে এর পরিমাণ ৮৫০ কোটি টাকা।

এই অর্থ দিয়ে করোনা মোকাবিলায় যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী কেনার পাশাপাশি চিকিৎসা অবকাঠামো তৈরি করা হবে। আজ বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

ডিজিটাল উপায়ে নিজ নিজ অবস্থান থেকে চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফরিদা ইয়াসমিন ও এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত ৩০ এপ্রিল ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়।

করোনা মোকাবিলায় তাৎক্ষণিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭টি মেডিকেল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এডিবি স্বাস্থ্য খাতের এসব স্বল্প ও মধ্যমেয়াদি উদ্যোগগুলোর পাশে থাকবে।

করোনা মোকাবিলায় সদস্য দেশগুলোকে দিতে এডিবি দুই হাজার কোটি ডলারের তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে আরও ৫০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে এডিবি।

স্টকমার্কেটবিডি.কম/