1. বিএসআরএম লি
  2. ওরিয়ন ফার্মা
  3. কাশেম ড্রাইসেলস
  4. লংকাবাংলা ফিন্যান্স
  5. মালেক স্পিনিং
  6. সিএমসি কামাল
  7. ইউনাইটেড পাওয়ার
  8. সামিট পাওয়ার
  9. বিএসআরএম স্টিলস
  10. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

দুই শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্র অবস্থা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সোমবার লেনদেনের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১০ কোটিতে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮.১৬ পয়েন্ট বেড়ে ৪৪৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১.১১ পয়েন্ট কমে ১০৭৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭০৩ পয়েন্টে।

দিনভর ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩১০ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল রবিবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩০০ কোটি টাকার উপরে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বিএসআরএম লিমিটেড, ওরিয়ন ফার্মা, কাশেম ড্রাইসেলস, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, মালেক স্পিনিং, সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সামিট পাওয়ার, বিএসআরএম স্টিলস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

অপরদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১১পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮২ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন অর্ধেকের বেশি কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রিমিয়ার সিমেন্টের সম্পদ পুনর্মূল্যায়ন

primierস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। সম্পদ, প্ল্যান্ট এবং আনুষঙ্গিক সম্পদের পুনর্মূল্যায়নের ফলে রিজার্ভের পরিমাণ ৪৯১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ২৩৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
পুনর্মল্যায়নের আগে ২০১৫ সালের ৩০ জুন কোম্পানিটির রিজার্ভের বুক ভ্যালু ছিল ৩৭৫ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ২৮৬ টাকা। সম্পদের পুনর্মূল্যায়নের ফলে রিজার্ভের পরিমাণ ৪৯১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ২৩৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

এর ফলে আগের তুলনায় কোম্পানিটির রিজার্ভ উদ্বৃত্ত বেড়েছে ১১৫ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৯৫১ টাকা। আগের তুলনায় উদ্বৃত্ত বেড়েছে ৩০.৭০ শতাংশ।

অপরদিকে কোম্পানিটির নিট সম্পদ ছিল ৩১৪ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ২৭৩ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২৯.৮৫ টাকা। পুনর্মল্যায়নের পর মোট নিট সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৫৪৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংকের বোর্ড সভা ১৪ মার্চ

first..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ১৪ মার্চ আহ্বান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩টায় নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

৪ বছরে সর্বোচ্চ অবস্থানে ভারতের শেয়ারবাজার

bseস্টকমার্কেট ডেস্ক :

শুধু শঙ্কা নয়- ইউনিয়ন বাজেট, রেল বাজেট ও বাৎসরিক অথনৈতিক ডাটা প্রকাশ নিয়ে গেল মাসের শেষ সপ্তাহ ঘোর অন্ধকারে কেটেছে ভারতের শেয়ারবাজার। কিন্তু বাজেট ঘোষণার পরই তরতর বেগে বাড়তে থাকে সূচক। শুক্রবার শেষ হওয়া সপ্তাহে সেনসেক্স সূচক প্রায় ১ হাজার ৫০০ পয়েন্ট বেড়েছে। রবিবার দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে গেল সপ্তাহের শেয়ারবাজার নিয়ে এমন তথ্য জানানো হয়েছে। বাজেট ঘোষণার পরদিনই বিনিয়োগকারীদের মুখে ফুটল হাসি।

এতে বলা হয়, অর্থমন্ত্রী অরুণ জেটলির ইউনিয়ন বাজেট ঘোষণা এ বছর শেয়ারবাজারের জন্য বড় ধরনের সৌভাগ্য বয়ে এনেছে। বাজেট ঘোষণার পর গত ৪ বছরে সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে গেল সপ্তাহে।

বেঞ্চমার্কে সেনসেক্স সূচক বাড়ে ১ হাজার ৪৯২ দশমিক ১৮ পয়েন্ট। আর নিফটি বাড়ে ৪৫৫ দশমিক ৬০ পয়েন্ট।

বিশেষজ্ঞরা বলছেন, লভ্যাংশ বিতরণের ওপর কর আরোপ-সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে প্রাথমিক ভীতি বাজেট ঘোষণার আগেই বাজারে বিরাজ করছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে ঘাটতি আরো কমে যাওয়ায় এবং ব্যাংকের মুদ্রানীতি সহজ হওয়ার ফলে বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার হয়। হু হু করে বেড়েছে সূচক। তবে একই সময়ে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রবণতা যে ভারতের বাজারকে প্রভাবিত করেনি, সেটা নয়। বিশ্ববাজারের ইতিবাচক প্রভাব ভারতের বাজারে আজ এ গতি ধরে রেখেছে।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি ভারতের লোকসভায় মোদি সরকারের তৃতীয় বাজেট প্রস্তাব করেন অরুণ জেটলি। বাজেটে ফার্ম খাতে ৩৬ হাজার কোটি রুপি ও ব্যাংক খাতে ২৫ হাজার কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, কোম্পানি ও ব্যাংক খাতের জন্য সরকারের এ উদ্যোগ শেয়ারবাজারকে চাঙ্গা করতে উৎসাহ দিয়েছে। এ সপ্তাহে সেনসেক্স সূচক ১ হাজার ৪৯২ দশমিক ১৮ পয়েন্ট বা ৬ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৬৪৬ পয়েন্টে অবস্থান করছে। গেল সপ্তাহে সর্বশেষ পয়েন্ট ছিল ২২ হাজার ৪৯৪ আর সর্বোচ্চ পয়েন্ট ছিল ২৪ হাজার ৭১৯। ২০১১ সালের ডিসেম্বরের পর এটা এক সপ্তাহে ভারতের শেয়ারবাজারে সবচেয়ে বড় কোনো অর্জন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বার্জার পিবিএলের বোর্ড সভা আহবান

barzerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি বার্জার পিবিএলের লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৪ মার্চ বেলা ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জমি কিনবে ফার কেমিক্যাল

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেড ঢাকার বাইরে নারায়নগঞ্জে রূপগঞ্জেে জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে ২৬.৬৪ ডেসিমল জমি কিনবে। সেখানে ফার কেমিক্যালের সেকেন্ড ইউনিটের কাজ শুরু করবে ফার কেমিক্যাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড