৪ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট্রি সভা ১৪ আগষ্ট

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট্রি সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ১৪ আগষ্ট বেলা সাড়ে ৪ টায় এসব সভা অনুষ্ঠিত হবে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো – ইবিএল এনআরবি মি.ফা., পিএইচপি মি.ফা., পপুলার ১ম মি.ফা. ও এবি ব্যাংক ১ম মি.ফা.।

এ সভায় গত ৩০ জুন সমাপ্ত ২০১৬ সালের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডগুলোর রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে ৪৬৩ ও সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে ৪৬৩ কোটি টাকা হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৫ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৬৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৪১৮ কোটি ২৭ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২১ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৪২ টির, কমেছে ১১৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্ট্রিল, তিতাস গ্যাস, সিভিও পেট্রো, ডিবিএইচ, বিএসআরএম লি., বিএসসিসিলি, একমি ল্যাব., ন্যাশনাল পলিমার, এমজেএলবিডি ও বিডি থাই।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও বাংলাদেশ সাবমেরিন।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

এমবি ফার্মার মূল্য সংবেদনশীল তথ্য নেই

ambee..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এমবি ফার্মা লিমিটেডের গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ।

দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ১০ জুলাই শেয়ারটির দর ছিল ২৮৭ টাকা। গতকাল ৭ আগষ্ট এর দর বেড়ে ৩৪৭ টাকা ছাড়িয়েছে।
এরমধ্যে শেয়ারটির দর উঠা নামা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসইতে ২৯৩ টাকার শেয়ার ১৫ দিনে ৮০১ টাকা

dseস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির টার্নওভার ও মুনাফা বৃদ্ধির গুজবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কয়েকদিন ধরে লাগামহীন রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির শেয়ার। দরবৃদ্ধির কোনো কারণ নেই উল্লেখ করে ডিএসইতে কোম্পানির পক্ষ থেকে বারবার সতর্কতা বার্তা দেয়া হলেও শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি থামছে না। গত ১৫ কার্যদিবসে প্রকৌশল খাতের কোম্পানিটির শেয়ারদর ১৭৩ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে লেনদেন পর্যালোচনায় দেখা যায়, ১৭ জুলাই রেইউইক যজ্ঞেশ্বরের শেয়ার ২৯৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। ২২ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়নে একটি প্রকল্প অনুমোদনের অগ্রিম খবর বাজারে ছড়াতে থাকে। এতে ১৮ জুলাই থেকেই কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। ওইদিন কোম্পানিটির শেয়ারদর প্রায় ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৩১৯ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। এর পর ২২ জুলাই সরকার ঠাকুরগাঁও সুগার মিলের জন্য ৪১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলে ধারাবাহিকভাবে রেনউইকের শেয়ারদরও বাড়তে থাকে। মাত্র ১৫ কার্যদিবসের ব্যবধানে দর ১৭৩ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে গতকাল সর্বশেষ ৮০১ টাকা ৭০ পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়।

রেনউইক যজ্ঞেশ্বর কর্তৃপক্ষ বিষয়টি একেবারেই গুজব উল্লেখ করে তা থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন দফা কারণ দর্শানোর নোটিসের জবাবে দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এম

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

olimpicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারায়নগঞ্জ জেলায় জমি ক্রয় করবে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্তটি নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়নগঞ্জে সোনারগাওয়ে কাচপুরে ৪৪ ডেসিমল জমি কিনবে। কর ও নিবন্ধন ফি সহ জমির ধরা হয়েছে মূল্য ৩ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী আশের দর বাড়ার কোনো কারণ নেই

Sonali_Aanshনিজস্ব প্রতিবেদক :

গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আশ লিমিটেড।

দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, সোনালী আশ গত ১০ জুলাই শেয়ারটির দর ছিল ১২২ টাকা। গতকাল ৭ আগষ্ট এর দর বেড়ে ১৬৫ টাকা ছাড়িয়েছে।
এরমধ্যে দর উঠা নামা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

গ্রামীন ফান্ডের ট্রাস্ট্রি সভা আহবান

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীন টু মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট্রি সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ১৪ আগষ্ট বেলা সোয়া ৩ টায় এসব সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় গত ২০১৫ সালের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এছাড়া রেকর্ড ডেট আসতে পারে। এই সভায় ৩০ জুন ২০১৬ সালের নিরীক্ষা প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এপেক্স ট্যানারির বোর্ড সভা ১৬ আগষ্ট

apex foot-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ট্যানার লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৬ আগষ্ট বেলা ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জুনে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ৩০জুন শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড