1. শাহজিবাজার পাওয়ার
  2. স্কয়ার ফার্মা
  3. ডরিন পাওয়ার
  4. সিঙ্গার বিডি
  5. লাফার্জ সুরমা
  6. আলহাজ টেক্সটাইল
  7. মবিল যমুনা
  8. একমি ল্যাবরেটরিজ
  9. ন্যাশনাল টিউবস
  10. বিএসসি।

ইউনিয়ন ক্যাপিটালের উদ্যোক্তার দেড় লাখ শেয়ার বিক্রয়

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের একজন উদ্দ্যোক্তা নিজের দেড় লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আবু তাহেরর নামে কোম্পানিটির এই পরিচালক নিজের থাকা এসব শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রয় করবেন। তার হাতে মোট ১৯ লাখ ৮৩ হাজার ২৮৩টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

বিওতে বোনাস পাঠিয়েছে কেডিএস এক্সেসরিজ

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বোনাস বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ৬ সেপ্টেম্বর শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্লক মার্কেটে লেনদেন ৮ কোটি টাকা

DSE LOGOস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫ প্রতিষ্ঠানের মোট ১৭ লাখ ৭৫ হাজার শেয়ার ৭ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। কোম্পনিগুলো হল: ব্যাংক এশিয়া, ব্রিটিশ এমেরিকান টোবাকো, বার্জার পেইন্ট, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এমজেএল বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার এসব প্রতিষ্ঠান মিলে মোট ৭ কোটি ৭২ লাখ টাকা লেনদেন করেছে।

ব্লক মার্কেটে ব্যাংক এশিয়ার ২ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা। ব্রিটিশ এমেরিকান টোবাকোর ১৫ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। বার্জার পেইন্টসের ১০ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা এবং এমজেএল বিডির ৫০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৫৬ লাখ ৫০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গুলশানে ফ্লোর কিনবে ইউনিয়ন ক্যাপিটাল

unionস্টকমার্কেট ডেস্ক :

রাজধানীর গুলশানে ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঢাকার গুলশান-১ এ বিটিআই ল্যান্ড মার্ক থেকে এ ফ্লোর কিনবে কোম্পানিটি। বিটিআইয়ের অষ্টম তলায় ১০ হাজার ১৬৯ বর্গফুটের ফ্লোর স্পেস কেনা হবে। এর ফলে ভবনটি যে জমির ওপর অবস্থিত তার থেকে ১ দশমিক ৯০৮ কাঠার মালিকানাও পাবে ইউনিয়ন ক্যাপিটাল।

আর এতে রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য খরসহ মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৪৬ লাখ টাকা। আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ ফ্লোর ক্রয় করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে বেড়েছে ১৩ পয়েন্ট

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উভয়ই গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৫৮ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৫৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১১২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, মবিল যমুনা, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল টিউবস এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৭৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৭১ লাখ টাকার বেশি।

এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঈদুল আযহায় টানা ৯ দিনের ছুটির কবলে পরলো দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। নির্বাহী আদেশে আগামী ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আজ ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় ১৫ সেপ্টেম্বরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১১ তারিখের লেনদেন আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

কোরবানির ঈদে নির্ধারিত তিন দিনের ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি যুক্ত হওয়ায় এবার টানা ছয় দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবিরা। অর্থাৎ শুক্রবার থেকে বুধবার পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন তারা।

কিন্তু শেয়ারবাজার ১৫ সেপ্টেম্বর বন্ধ রাখার সিদ্ধান্তে টানা ৯ দিন ছুটি পেল সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ৪৪৫ কোটি টাকা

foreign-turnover20160906092922নিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারের প্রতি আস্থা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পাশাপাশি বেড়েছে বিনিয়োগের পরিমাণ। আগস্ট মাস শেষে ডিএসইতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৪৫ কোটি ৭০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা বাজারের দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিদেশি বিনিয়োগকারীরাও বাজারে আসছেন। এতে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৫ হাজার ৬৫৬ কোটি ৬২ লাখ টাকার লেনদেন করেছে। এ সময় সিকিউরিটিস বা শেয়ার কিনেছে ৩ হাজার ৫১ কোটি ১৬ লাখ টাকা। এর বিপরীতে শেয়ার বিক্রি করেছে ২ হাজার ৬০৫ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ আট মাসে শেয়ারবাজারে নীট বিদেশি বিনিয়োগ ৪৪৫ কোটি ৭০ লাখ টাকা। এ সময় শেয়ার বিক্রির তুলনায় কেনার প্রবণতা বেশি পরিলক্ষিত হয়েছে। অবশ্য বাজারে বিদেশি বিনিয়োগ বাড়লেও স্থানীয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কাক্ষিত হারে হচ্ছে না।

অর্থবছরে (২০১৫-১৬) ডিএসইতে মোট বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয় ৮ হাজার ৮৩ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৫৯৮ টাকার শেয়ার। এর আগের অর্থবছরে (২০১৪-১৫) লেনদেন হয়েছিল ৬ হাজার ৯৯১ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৯২৫ টাকার শেয়ার। গত ২০১৩-১৪ অর্থবছওে ছিল ২ হাজার ৪৯৩ কোটি ৬৭ লক্ষ ৪০ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট বিনিয়োগ কমেছে ১ হাজার ১৯৩ হাজার ৮৩ লাখ ৮৭ হাজার ৪৫২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২২ শতাংশ লভ্যাংশ দেবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং দুই শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৫৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর পুরাতন বিমানবন্দর রোডের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে প্রিমিয়ার ব্যাংক

primiarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অরূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ডটির আকার হবে ৫০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি মূলধন টায়ার-২ শর্ত পূরণে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করবে। তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমতির পরেই বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।

এর আগে, গত ২৬ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বর্তমানের ব্যাংকটির শেয়ার ইস্যু মূল্যের চেয়ে ৩ টাকা কমে ৭ টাকায় অবস্থান করছে। বিগত ৫২ সপ্তাহে শেয়ারটির ৬ টাকা ৭০ পয়সা থেকে ৯ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়।

উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রিমিয়ার ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন রয়েছে ৬২০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ