1. স্কয়ার ফার্মা
  2. লাফার্জ সুরমা
  3. একমি ল্যাব.
  4. ইসলামী ব্যাংক
  5. সিটি ব্যাংক
  6. বেক্স ফার্মা
  7. আমান ফিডস
  8. কেয়া কসমেটিকস
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  10. ফার কেমিক্যালস।

ডিএসইতে কমলেও লেনদেন বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঈদের আগে শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) দিনের শেষে লেনদেনের পরিমাণ অনেক কমেছে। এদিন সবগুলো মূল্য সূচকই বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন বুধবার ছিল ৫৮৬ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে দিনের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২০০ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, একমি ল্যাব., ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্স ফার্মা, আমান ফিডস, কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রি ও ফার কেমিক্যালস।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার সেখানে ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক ও স্কয়ার ফার্মা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

বন্ধের দিনই খুলবে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক:

সরকারি অফিস ও ব্যাংকের পাশাপাশি সরকারী ছুটির দিন আগামী ১৬ জুলাই শনিবার দেশের দুই শেয়ারবাজারও খোলা থাকবে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক ৪ জুলাই ২০১৬ তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ৪ জুলাই রবিবারের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ডিএসই-সিএসই খোলা থাকবে ও লেনদেন চলবে।

এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শব-ই কদরের ছুটি। ঈদের আগে শুধু শব-ই কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পাচ্ছেন দেশের ১৩ লাখ সরকারি চাকুরে। ঈদের পর ১০ জুলাই রোববার প্রথম অফিস করবেন তারা।

সরকারি অফিসের মতো ঈদের সময় টানা নয় দিন বন্ধ থাকবে দুই শেয়ারবাজারও।

এদিকে ঈদের আগে ১ জুলাই থেকে ছুটি শুরু হলেও ২, ৩ ও ৪ তারিখ ব্যবসায়ীদের সুবিধার্থে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৪ তারিখ ছুটি ঘোষণা করায় সরকারি অফিসের মতো ১৬ জুলাই শনিবারও সব ব্যাংক খোলা থাকবে।

শেয়ারবাজারে সাধারণত রোববার থেকে বৃহস্পতিবার লেনদেন হয়।

এবার ঈদুল ফিতরের আগে শেষ লেনদেন হবে ৩০ জুন। এরপর নয় দিন বন্ধের পর ১০ জুলাই লেনদেনে ফিরবে ডিএসই ও সিএসই।

ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কাজ আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

রোজায় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা দাপ্তরিক কাজ এবং সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

আইডিএলসির শেয়ার ছাড়ছে সিটি ব্যাংক

idlcস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি আইডিএলসির এক স্পন্সর উদ্দোক্তা শেয়ার বিক্রি করে দিয়েছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ব্যাংক প্রতিষ্ঠানটির ৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৮৩১ টি শেয়ার বিক্রয় করেছেন। ব্যাংকটির নিকট আইডিএলসির মোট ৬ কোট ৮ লাখ ৫৩ হাজার ৫৪৯ টি শেয়ার ছিল।

এই স্পন্সর উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করলেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পূরবী ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয়ের ঘোষণা

purabi-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সে কোম্পানি লিমিটেডের একজন উদ্দোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: নজরুল ইসলাম চৌধুরী নামে বীমার এ উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির এই ৫৩,৫০২ টি শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে বীমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্লট ও জমি কিনবে ইফাদ অটোস

ifadস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড প্লট ও জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এসব ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সাভারের ধামরাইয়ে ৪৫ ডেসিমল জমি কিনবে। নিবন্ধন খরচ বাদে এসব জমির মূল্য ধরা হয়েছে ২৯ লাখ ৮০ হাজার টাকা।

ভবিষতে এ জমি ব্যবহার করে ব্যবসার পরিকল্পনা করেছে কোম্পানিটি। এছাড়া কোম্পানিটি কাকরাইলে ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের দুটো প্লট কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর দাবি ডিএসইর

dse1নিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারকে বিকশিত করতে ব্যাংকের বিনিয়োগ বাড়ানো জরুরি বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি বাজার সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়ে আসতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।

গতকাল ডিএসইর সম্মেলন কক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) সঙ্গে পরিচালনা পর্ষদের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

এ সময় এবিবির চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস এ. খান, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, পূবালী ব্যাংকের এমডি মো. আবদুল হালিম চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের এমডি শহিদ হোসেইনসহ ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসইর চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারকে সক্ষম করে তুলতে অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। এ বাজারকে আরো বিকশিত করতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিকল্প নেই। বর্তমানে শেয়ারবাজারে ব্যাংকের প্রচুর বিনিয়োগের সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাজারকে সহায়তা দিতে এ মুহূর্তে ব্যাংকের বিনিয়োগ বাড়ানো জরুরি। এক্সপোজার সমস্যা প্রায় সমাধান হয়ে যাওয়ায় ব্যাংকের নতুন করে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। শেয়ারবাজার প্রসারের জন্য ব্যাংকের শাখা অফিসে মার্কেটিং বুথ স্থাপন করে স্টক এক্সচেঞ্জের সব পণ্যের তথ্য দিয়ে গ্রাহকদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করা যাবে।

সভায় এবিবি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের বাজারমূল্যও কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। অধিকাংশ ব্যাংক ধারাবাহিকভাবে ১০ শতাংশের বেশি লভ্যাংশ দিয়ে এলেও বাজারমূল্য নিট সম্পদমূল্যের নিচে অবস্থান করছে। এ বিষয়ে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে হবে। বাজারকে গতিশীল করতে বড় কোম্পানি তালিকাভুক্ত করতে হবে।

তারা বলেন, দেশে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসতে হবে। এছাড়া বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো, প্রচারণা, ডিএসইর প্রতিনিধি, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের প্রধানদের সমন্বয়ে কমিটি গঠন এবং বিও হিসাবের ফি কমানো দরকার। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ব্যাপকভিত্তিক প্রচারণা, মিউচুয়াল ফান্ড, আইপিও এবং পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেনের বিষয়ে উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন দেশের শীর্ষ ব্যাংকাররা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

শেয়ারবাজারকে শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেট ডেস্ক :

দেশের শেয়ারবাজারকে শক্তিশালী করতে চাই। আর এ জন্য স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম।

গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেছেন, একটি শক্তিশালী শেয়ারবাজার উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। একটি স্থিতিশীল,স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ ও জাতীয় অর্থনীতিতে যথেষ্ট অবদান সৃষ্টিকারী এক শেয়ারবাজারের জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ারবাজারে লেনদেন,
কারচুপি, অনিয়ম শনাক্তকরণ ও যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশ পুরস্কার পায় উল্লেখ করে প্রধানমন্ত্রী
বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন একটা সম্মানজনক অবস্থানে আছে, যে
কারণে বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে।

তিনি আরো বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, বাংলাদেশের জনগণের জন্য পুরস্কার নিয়ে আসি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফরচুন সুজের ২২ কোটি টাকার আইপিও অনুমোদন

furtuneনিজস্ব প্রতিকেদক:

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য ফরচুন সুজ লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি মেরিনারিজ ক্রয়, ফ্যাক্টরি ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

২০১৬ সালের ৯ মাসের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইর নতুন এমডি হলেন মাজেদুর রহমান

dse-mdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন কে এ এম মাজেদুর রহমান। তাকে এই পদের জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

সূত্রটি জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড এন্ড এডমিনিষ্টারেশন) রেজুলেশন ২০১৩ অনুযায়ী এ এম মাজেদুর রহমানকে ডিএসইর শীর্ষ এ পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই কর্তৃপক্ষের সুপারিশের আলোকে বিএসইসি এ অনুমোদন দিয়েছে।

এই পদে চারজনের নাম তালিকায় ছিল। মাজেদুর রহমান ছাড়া বাকিরা হলেন আবুল এহতেশাম আবদুল মুহাইমেন, মাশিউল হক চৌধুরী ও আক্তার হোসেন সান্নামাত।

উল্লেখ্য, মেয়াদ শেষে স্বপন কুমার বালা পদ ছেড়ে দেয়ায় চলতি বছরের ১৩ এপ্রিল এমডি পদটি খালি হয়। আর এই পদের জন্য এপ্রিল মাসের শুরুতে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৭ এপ্রিলের মধ্যে ডিএসই চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়। দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৫ মের মধ্যে আবেদন করতে বলা হয়।

মাজেদুর রহমান ব্যাংক আল-ফালাহর প্রথম কান্ট্রি হেড হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর