পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতাদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী।

কাঁচাপাট রপ্তানিতে সরকার বাধা দেবে না উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিসহ দেশের অভ্যন্তরে পাটজাত পণ্যের ব্যবহার, ন্যায্যমূল্য নির্ধারণ করতে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরজু রহমান ভূইয়াসহ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পরিবেশবান্ধব পাটের ব্যবহার বহুমুখীকরণ ও উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাটকাঠি থেকে চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, জুট জিও-টেক্সটাইল, উৎপাদনের মাধ্যমে পাটখাতে নতুন নতুন বহুমুখী পণ্য সংযোজিত হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় এবং পাট শিল্পের বিশ্বব্যাপী সম্প্রসারণে সরকার ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করেছে।

তিনি বলেন,পাটখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং পরিবেশ রক্ষায় অবদানের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ-উন্নত জাতিতে পরিণত করা এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আবারো সোনালি আঁশের দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেল, বাড়ছে স্বর্ণ-রূপার দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ। প্রায় একমাস ধরে তেলের এই দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। ফলে মাসের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে সাড়ে ১৭ শতাংশের উপরে। ফলে ৯ মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম এখন সর্বোচ্চ।

তেলের দামের বড় উত্থানের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দামও বৃদ্ধি পেয়েছে। গেল এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে প্রায় আড়াই শতাংশ। এতে একমাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে দামি এই ধাতুটি। স্বর্ণের পাশাপাশি রূপার দামেও বড় উত্থান হয়েছে। সপ্তাহের ব্যবধানে রূপার দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ। একমাসের মধ্যে রূপার দামও এখন সর্বোচ্চ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ইতিহাসের সর্বোচ্চ দরপতনের কারণে গত ২০ এপ্রিল প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। রেকর্ড এ দরপতনের পরেই অবশ্যই তেলের দাম বাড়তে থাকে। এতে রেকর্ড দরপতনের ধকল সামলে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারে কাছাকাছি ঘুরপাক খাচ্ছিল। কিন্তু বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বৃদ্ধি এবং লিবিয়ার তেল উত্তোলন বৃদ্ধি পাওয়ায় মাঝে বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন হয়। অক্টোবরের শেষ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়। এতে নভেম্বরের শুরুতে ৪০ ডলারের নিচে নেমে যায় অপরিশোধিত তেলের ব্যারেল।

তবে এই পতনের ধকল কাটিয়ে আবার তেলের দাম বাড়তে শুরু করেছে। ডিসেম্বর মাসজুড়েই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এরমধ্যে গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৪৭ ডলার বেড়ে ৪৯ দশমিক শূন্য ৭ ডলারে উঠে এসেছে। এর ফলে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ১৭ দশমিক ৫৬ শতাংশ। এতে ৯ মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে।

অপরিশোধিত তেলের পাশাপাশি বড় অঙ্কে দাম বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৫২ দশমিক ২৮ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪ দশমিক ৬২ শতাংশ এবং মাসের ব্যবধানে ১৮ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। এতে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারির পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে।

অপরদিকে হান্টিং অয়েলের দাম গত এক সপ্তাহে দশমিক ৯০ শতাংশ বেড়ে প্রতি গ্যালনের দাম ১ দশমিক ৫০ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে হান্টিং অয়েলের দাম ১৮ দশমকি ৭৩ শতাংশ বেড়েছে। তবে বছরের ব্যবধানে ২৫ দশমিক ৫৪ শতাংশ কম রয়েছে। তবে প্রায় ৯ মাস বা গত ৫ মার্চের পর হান্টিং অয়েলে দাম সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

এদিকে মহামারি করোনাভইরাসের প্রকোপের মধ্যে চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দফায় দফায় দাম বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৭৪ ডলারে উঠে যায়। তবে ৭ আগস্ট থেকে পতনের কবলে পড়ে উড়তে থাকা স্বর্ণের দাম। ১১ আগস্ট এসে বড় পতন হয় স্বর্ণের দামে। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১১২ ডলার পর্যন্ত কমে যায়। এরপর চলতে থাকে স্বর্ণের দরপতনের ধারা। এতে সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে ১ হাজার ৮০০ ডলারের কাছাকাছি নেমে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার মধ্যেই ইউরোপজুড়ে শুরু হয় করোনার দ্বিতীয় ধাপ। এতে বিশ্ববাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। ১ হাজার ৯০০ ডলারের নিচে নেমে যাওয়া স্বর্ণের দাম আবার বাড়তে থাকে। বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায় ১৫ অক্টোবর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়।

তবে নভেম্বরে শেষদিকে এসে আবার পতনের মধ্যে পড়ে স্বর্ণের দাম। এতে এক সপ্তাহের মধ্যে ২৫ নভেম্বর এবং ২ ডিসেম্বর দু’দফায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য দেশের বাজারে স্বর্ণার দাম কমানোর ঘোষণা দেয়ার দিনেই (১ ডিসেম্বর) বিশ্ববাজারে আবার বড় উত্থানের আভাস পাওয়া যায়। দাম বাড়ার প্রবণতা গত সপ্তাহেও দেখা গেছে। এতে সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৮১ দশমিক শূন্য ৪ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে দশমিক ৭৩ শতাংশ এবং বছরের ব্যবধানে ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম।

স্বর্ণের পাশাপাশি রূপার দামেও বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে রূপার দাম ৭ দশমিক ৭৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স রূপার দাম ২৫ দশমিক ৭৭ ডলারে উঠে এসেছে। এতে মাসের ব্যবধানে রূপার দাম বেড়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। আর বছরের ব্যবধানে রূপার দাম বেড়েছে ৪৩ দশমিক শূন্য ১ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু সোমবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভূক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল সোমবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “CRYSTALINS” এবং সিএসইতে কোম্পানি কোড- ২৫৭৪৯ নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লোকসানি চিনিকল আধুনিকায়নে বিদেশি বিনিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সাময়িক বন্ধ থাকা ছয়টি চিনিকল আধুনিকায়নের মাধ্যমে লাভজনক করতে এবং উৎপাদিত চিনি রপ্তানি করতে একত্রিত হয়েছে জাপান, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের তিনটি প্রতিষ্ঠান।

থাইল্যান্ডের সুটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সংযুক্ত আরব আমিরাতের শারকারা ইন্টারন্যাশনাল এবং জাপানের সোজিৎজ মেশিনারি করপোরেশন যৌথভাবে আগামী দুই বছরের মধ্যে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এই চিনিকলগুলোতে।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বিএসএফআইসি পরিচালিত এই চিনিকলগুলো যৌথভাবে পরিচালনার জন্য মন্ত্রণালয়ের কাছে গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং এক্সিম ব্যাংক অব থাইল্যান্ড এই প্রকল্পে অর্থায়ন করবে। যৌথ উদ্যোগে তিনটি প্রতিষ্ঠান এই বিনিয়োগের ৩০ শতাংশ অর্থায়ন করবে এবং বাকি ৭০ শতাংশ আসবে ব্যাংক দুটি থেকে।

বিনিয়োগকারীদের স্থানীয় প্রতিনিধি মো. এমদাদ হোসেন বলেন, ‘আমরা আট বছরের মধ্যে বিনিয়োগের অর্থ তুলে আনব।’

‘এই উদ্যোগটি চিনি শিল্প ও কৃষকদের বাঁচাবে,’ যোগ করেন তিনি।

এমদাদ হোসেন জানান, এই প্রকল্প থেকে সুগন্ধি ও ওষুধে ব্যবহার করার উন্নত মানের অ্যালকোহল উত্পাদন করা হবে। এসব উপজাত পণ্য মিলের আয় বাড়াতে সহায়তা করবে।

গত ২ ডিসেম্বর একটি সরকারি আদেশে পাবনা সুগার, রংপুরের শ্যামপুর সুগার, পঞ্চগড় সুগার, দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার, রংপুর সুগার এবং কুষ্টিয়া সুগার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। ২০১৯ সালের অক্টোবরে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী, আধুনিক প্রযুক্তিনির্ভর আখ, লিকার এবং বিয়ার শিল্প প্রতিষ্ঠার জন্য এই তিন বিনিয়োগকারীর সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিএসএফআইসি।

প্রতিদিন ১৪ হাজার টন আখ প্রক্রিয়াজাতকরণে ক্ষমতাসম্পন্ন তিনটি কারখানা স্থাপন করবে কোম্পানিগুলো। তারা রপ্তানির জন্য এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল (ইএনএ) তৈরি করতে উচ্চ মানের আখ উৎপাদন করবে। প্রসাধনী, পারফিউম, টয়লেট্রিজ এবং চুলের স্প্রে তৈরিতে প্রয়োজনীয় উপাদান হিসেবে ইএনএ ব্যবহৃত হয়।

এ ছাড়া, শিল্প খাতেও ইএনএ ব্যবহার করা হয়। মুদ্রণ শিল্পের কিছু ভার্নিস, রঙ এবং কালি তৈরির পাশাপাশি এন্টিসেপটিক, ড্রাগ, সিরাপ এবং স্প্রের মতো ওষুধজাত পণ্য উৎপাদনে এর ব্যবহার রয়েছে। পাশাপাশি হুইস্কি, ভোদকা, জিন এবং লিকারের মতো অ্যালকোহলযুক্ত পানীয় তৈরির প্রাথমিক কাঁচামাল ইএনএ।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে বিএসএফআইসির চেয়ারম্যান সনৎ কুমার সাহা জানান, করপোরেশন আধুনিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ছয়টি চিনিকলের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং বিএসএফআইসি এই প্রকল্পের জন্য জমি দেবে বলে যোগ করেন তিনি। প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন বিনিয়োগকারীরা করবে এবং মুনাফার ভাগ কীভাবে হবে তা নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া এবং যুক্তরাজ্যের বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে দেশের পুরাতন চিনিকলগুলোকে আধুনিকীকরণের সাতটি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিএসএফআইসি। সবগুলো প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন।

সনৎ সাহা বলেন, মিলের আশেপাশের অঞ্চলের কৃষকদের কাছ থেকে আখ সংগ্রহের প্রতিশ্রুতি বিএসএফআইসি রাখবে এবং মিলের কোনো শ্রমিক চাকরি হারাবে না। চালু থাকা অন্য চিনিকলে এই ছয় মিলের শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে। সাময়িকভাবে বন্ধ থাকা এই ছয়টি মিলে প্রায় তিন হাজার শ্রমিক রয়েছে। পরিচালন ব্যয় কমানো এবং লোকসান কমাতে মিলগুলোকে অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

গত পাঁচ বছরে বিএসএফআইসি’র লোকসান হয়েছে তিন হাজার ৯৭৬ কোটি টাকা। শুধুমাত্র ২০১৯-২০ অর্থবছরে করপোরেশনের লোকসান হয়েছে ৯৭০ কোটি টাকা।
সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম/

লা মেরিডিয়ান শেয়ার জালিয়াতি : জানে না ইস্যু ম্যানেজার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে লা মেরিডিয়ানকে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে জালিয়াতির নতুন আরেক ঘটনা বেরিয়ে এসেছে। নিয়ম অনুযায়ী, ইস্যু ব্যবস্থাপক হিসেবে দুটি মার্চেন্ট ব্যাংকের নামে কোম্পানিটিকে তালিকাভুক্তির আবেদন করা হয়েছিল। কিন্তু এ দুই মার্চেন্ট ব্যাংকের মধ্যে একটি দাবি করছে, এ সম্পর্কে তারা কিছুই জানে না। এ কারণে এ ঘটনার লিখিত প্রতিবাদ জানিয়েছে মার্চেন্ট ব্যাংক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

রাজধানীর পাঁচতারকা এ হোটেলটির মূল মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসকে তালিকাভুক্তির আবেদনে ইস্যু ব্যবস্থাপক হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ছাড়া আরও ছিল রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট। গত শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত ‘পর্ষদ সভা থেকে বাদ, অর্থমন্ত্রীর চিঠি স্থগিত’ শীর্ষক এ-সংক্রান্ত প্রতিবেদনে দুই ইস্যু ব্যবস্থাপকের নাম উল্লেখ করা হয়। ওই দিনই প্রথম আলোর প্রতিবেদনের সূত্র ধরে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে প্রতিবাদ জানানো হয়।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুক্লা দাশ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লা মেরিডিয়ান বা বেস্ট হোল্ডিংসের কোনো ইস্যুতেই ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেনি। এমনকি এ-সংক্রান্ত কোনো চুক্তিও হয়নি।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী কোম্পানি। নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে কোনো কোম্পানি তালিকাভুক্ত হতে চাইলে সে জন্য ইস্যু ব্যবস্থাপক নিয়োগ করতে হয়। এ জন্য তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিকে ইস্যু ব্যবস্থাপকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়। সাধারণত শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানই নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে থাকে।

এদিকে, আইন লঙ্ঘন করে বেস্ট হোল্ডিংসকে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির (ডিরেক্ট লিস্টিং) উদ্যোগ নেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রভাবশালী এক পরিচালক, যিনি ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত ছিলেন। মূলত বেস্ট হোল্ডিংসের সুবিধাভোগী একটি শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে মিলে ওই পরিচালক ১৬ ডিসেম্বর সরকারি ছুটির দিনে বিষয়টিকে ডিএসইর পর্ষদ সভার আলোচ্যসূচিভুক্ত করেন।

পরে তা জানাজানি হলে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ছুটির দিনেই বিশেষ নির্দেশনা জারি করে কোম্পানিটির তালিকাভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দেয় ডিএসইকে। সেই সঙ্গে এ বিষয়ে ডিএসইর কাছে ব্যাখ্যাও তলব করা হয়। বিএসইসির এ অবস্থানের পর গত বৃহস্পতিবারের পর্ষদ সভার আলোচ্যসূচি থেকে লা মেরিডিয়ানের তালিকাভুক্তির বিষয়টি বাদ দেওয়া হয়।

২০১৬ সালে এক নির্দেশনার মাধ্যমে শেয়ারবাজারে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি বন্ধ করে রাখে বিএসইসি। তবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা নেই। এ কারণে লা মেরিডিয়ানে রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের বিনিয়োগের সরকারি মালিকানার তকমা দেওয়া হয়। পাশাপাশি কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর একটি চিঠিকেও ঢাল হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিলে ১৭ ডিসেম্বর অর্থমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সেই চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবিসি ব্যাংকের পঞ্চগড় হাইওয়ে শাখার যাত্রা শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে পঞ্চগড়ের বোদায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

আজ রবিবার এনআরবিসি ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ৮১ তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো.ওয়াহিদুজ্জামান সুজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোদা বাজার বণিক সমিতির সভাপতি আজহার আলী ও ব্যবসায়ী মো. আব্দুল হান্নান শেখ।

অনুষ্ঠানে ব্যাংকের পঞ্চগড় হাইওয়ে শাখার ব্যবস্থাপক মো. রাকিব উল হাসান, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ’র ফি আদায়, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও , গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এনআরবিসি ব্যাংক নিয়ে এসেছে অ্যাপ সুবিধা ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া, এনআরবিসি প্লানেট অ্যাপ ব্যবহার করে গ্রাহক সহজেই যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

যমুনা অয়েলের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্লক মার্কেটে লেনদেন ৫৭ কোটি টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৩৭১টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৭ কোটি ৩১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইফাদ অটোসের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া আমান কটনের ৩৯ লাখ ৬৭ হাজার টাকার, এসিআইয়ের ৪৮ লাখ ৬০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ২০ লাখ ৪৮ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪৫ লাখ ৬০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ১৪ লাখ ৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৮ লাখ ৩৬ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৮ লাখ ৪২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২১ লাখ ৪৮ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, ফাইন ফুডসের ২৪ লাখ ৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৬৮ হাজার টাকার, ম্যারিকোর ৩৯ লাখ ৮৭ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৯১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ২৯ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৪৭ লাখ ৪৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৪৯ লাখ ৫০ হাজার টাকার, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯ লাখ ৩০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ৮ লাখ ২৮ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২৩ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ৫ লাখ ৩২ হাজার টাকার, ইউনিক হোটেলের ৫ লাখ ৫৫ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৭৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

নিটল ইনস্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে “এএ”। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এম

ন্যাশনাল পলিমারের রাইট সাবস্ক্রিপশন ৭ জানুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন আগামী ৭ জানুয়ারি শুরু হবে। এই সাবস্ক্রিপশন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১৫ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫৩ তম কমিশন সভায় এসব রাইট প্রস্তাব অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির ১০ টাকা মূল্যের ৩৬,৪৯১,৮৩৪ টি সাধারণ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্যে (শেয়ার প্রতি ৫ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ১আর:১ হারে মােট ৫৪,৭৩,৭৭,৫১০ টাকা মূলধন সংগ্রহের রাইট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাইটস শেয়ার ইস্যুর অর্থ জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানী, কার্যকরী মূলধন সংগ্রহ এবং ব্যাংক ঋন পরিশােধ করবে।

জুন ৩০, ২০১৯ইং তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি পুন:মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য (এনএভি) টাকা ৩৮ টাকা ৯৮ এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) টাকা ৪ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে নিয়ােজিত রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/