পুরোনো জাহাজ কিনতে গিয়ে ৪৪ কোটি টাকা আত্মসাৎ

dudokস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাহাজ কেনার নামে ব্যাংকের সাড়ে ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের এক ব্যবস্থাপক ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশন এ মামলা অনুমোদন দিয়েছে।

প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী শিগগিরই মামলাটি করবেন।

মামলার আসামি হচ্ছেন এবি ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের আগ্রাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক চৌধুরী ও লিজেন্ড হোল্ডিংসের মালিক সৈয়দ মোহাম্মদ আবদুল হাই।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ মে ঋণপত্রের মাধ্যমে মোট ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার মূল্যের পুরোনো জাহাজ আমদানি করে লিজেন্ড হোল্ডিংস।

পরে আমদানি করা পুরোনো ওই জাহাজ বিক্রি করে ৪৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। ব্যাংকের ব্যবস্থাপকের যোগসাজশে ব্যাংক থেকে রপ্তানিকারককে জাহাজের দাম শোধ করে দেওয়া হয়। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্য মেলার সময় আরেক দফায় দুইদিন বাড়ল

99999999999999999স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানো হয়েছে। মেলার সময় আরও দুই দিন বাড়ানোয় চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসর।

এ বছর ২১টি দেশ মেলায় অংশ নিচ্ছে।

দেশগুলো হচ্ছে- ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মরিশাস, ভিয়েতনাম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া।

স্টকমার্কেটবিডি.কম/

এনডোর্সমেন্ট ছাড়াই ১০ হাজার ডলার নিবে বিদেশিরা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন থেকে বাংলাদেশে ঢোকার সময় যে–কেউ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবে। আবার ওই ব্যক্তি দেশ থেকে যাওয়ার সময় একই পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবে। এ জন্য কোনো ঘোষণা দিতে হবে না বা পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হবে না।

আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা বা নিয়ে যাওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক আজ বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সীমা বাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের যেকোনো নাগরিক ট্রাভেল কোটার আওতায় এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারে। এ জন্য পাসপোর্ট প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়। এর ফলে বিদেশে যাতায়াতকারী বাংলাদেশিদের ডলার খরচ এখন আগের চেয়ে সহজ হলো।

স্টকমার্কেটবিডি.কম/

সিম নিয়ে সংকটের পড়ার আশঙ্কা জিপির

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন বলছে, তাদের হাতে যে পরিমাণ সিম আছে, তা নিয়ে সপ্তাহ দুয়েক চলবে। খুচরা পর্যায়ে যে সিম আছে, তা দিয়ে আরও কয়েক সপ্তাহ চলবে। মোট ছয় সপ্তাহ পর তারা সিম–সংকটের আশঙ্কা করছে। তাদের ভাষায় এটা পেঁয়াজের মতো হতে পারে।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিম–সংকটের কথা জানান গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

তিনি বলেন, গ্রামীণফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে গ্রাহকের অব্যবহৃত পুরোনো সিম বিক্রির অনুমোদন পাচ্ছে না। বিটিআরসির কাছে প্রায় ৩০ লাখ সিমের অনুমোদন আটকে আছে। তাঁদের হাতে থাকা সিমও শেষ দিকে।

ইয়াসির আজমান আরও বলেন, তাঁদের দিনে প্রায় ৫০ হাজার নতুন সিম দরকার। হাতে থাকা সিম ফুরিয়ে যাওয়ার পর প্রায় চার লাখ খুচরা বিক্রেতার কাছে থাকা সিম বিক্রি হবে। সিমের দাম বেড়ে যেতে পারে। সব মিলিয়ে একটা খারাপ পরিস্থিতি আসছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

‘আগামী বছর বাণিজ্যমেলা নিজস্ব কমপ্লেক্সে হবে’

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছর বাণিজ্যমেলা নিজস্ব কমপ্লেক্সে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ২৫তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন দেশেই তৈরি বিশ্বমানের পণ্য পাচ্ছে। ফলে দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

তিনি বলেন, আরও বড় পরিসরে স্থায়ী জায়গায় মেলা করা গেলে রপ্তানি আদেশ আরও বাড়বে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঢাকার অদূরে পূর্বাচলে আগামী বছর মেলা হবে।

এখানে বছরজুড়ে বিভিন্ন মেলা ও প্রদর্শনী আয়োজন করা সম্ভব হবে বলেও তিনি জানান।

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সেলিম আলতাফ জজ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন, এফবিসিআইএর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

সমতা লেদারের ক্যাটাগরি পরিবর্তন

samataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি এই লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/

  1. লাফার্জ হোলসিম সিমেন্ট
  2. খুলনা পাওয়ার কোম্পানি
  3. সামিট পাওয়ার
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. গ্রামীণফোন লিমিটেড
  6. রিন সাইন টেক্সটাইল
  7. এডিএন টেলিকম
  8. স্কয়ার ফার্মা
  9. এসএস স্টিলস
  10. বিবিএস ক্যাবলস লিমিটেড।

ডিএসইতে লেনদেন ৫’শ কোটি টাকা ছাড়ালো

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সব সূচকও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৬৪ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫০৬ পয়েন্টে। আর ডিএসই সূচক ৮.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৩৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৩৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –লাফার্জ হোলসিম সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, সামিট পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, গ্রামীণফোন লিমিটেড, রিন সাইন টেক্সটাইল, এডিএন টেলিকম, স্কয়ার ফার্মা, এসএস স্টিলস ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭১২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ২৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ২৭ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে আরডি ফুডস ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাইম লাইফের এজিএমের দিন ও স্থান পরিবর্তন

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারন সভার (এজিএম) দিন ও স্থান পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির এজিএমটি আগামী ২৪ ফেব্রয়ারি সকাল ১১ টায় রাজধানীর তোপখানা রোডে ফারইষ্ট টাওয়রে অনুষ্ঠিত হবে।

৭তম এই এজি্এমের অনন্যান্য এজেন্ডা অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/