ব্লু-চিপ বা ভাল কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্লু-চিপ বা ভাল কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এর ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন বেড়েছে ১৫ শতাংশ। যার প্রভাবে সার্বিক বাজার মূলধনের পরিমাণও বেড়েছে।

উল্লেখ্য, শেয়ারবাজারে ভাল মৌলভিত্তি কোম্পানির শেয়ার হিসেবে ‘এ’ ক্যাটাগরিকে বিবেচনা করা হয়। আর ডিএসইতে ‘এ’ ক্যাটাগরি সম্পন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বৃদ্ধি পাওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্র থেকে পাওয়া তথ্য মতে গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় ১.১৫ গুন বা ১৪.৯১ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে টার্নওভার বেড়েছে ২৭৬ কোটি ২৮ লাখ ৯১ হাজার ৪৫৬ টাকা।

সূত্র মতে, গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৪৪ টাকা। তার আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭৯২ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৫৮৮ টাকা।

এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমান লেনদেন হয়েছে তার ৯২.৯১ শতাংশ অবদান রেখেছে ‘এ’ ক্যাটাগরি।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরিতে বর্তমানে ২৭০টি কোম্পানি রয়েছে। এর মধ্যে এমজেএল বিডি, তিতাস গ্যাস, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, একমি ল্যাব, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল টিউবস এবং আইপিডিসি গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকায় থাকা সকল কোম্পানি ‘এ’ ক্যাটাগরির।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ওয়েবসাইট চালু

indiaস্টকমার্কেট ডেস্ক :

প্রতারক কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম (সিআইএস) ঠেকাতে অন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সঙ্গে যৌথ উদ্যোগে একটি ওয়েবসাইট চালু করেছে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা, যেখানে সাধারণ বিনিয়োগকারীরা কোনো সিআইএসের উদ্যোক্তাদের নিবন্ধন যাচাইয়ের পাশাপাশি অভিযোগও করতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোয় সাধারণ মানুষকে অস্বাভাবিক মুনাফার লোভ দেখিয়ে শেষ পর্যন্ত তাদের পুঁজি নিয়ে গায়েব হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ভারতে। পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারি এর মধ্যে সবচেয়ে বড়। ১৭ লাখের বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে ২ হাজার কোটি রুপির বেশি হাতিয়ে নেয় প্রতারক তহবিলটির অসত্ উদ্যোক্তারা। গেল মাসে সাড়ে ৫০০-এর বেশি মামলা নথিভুক্ত করেছে সেবি।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতারণার ফাঁদ থেকে বাঁচাতে বৃহস্পতিবার নতুন ওয়েবসাইটটি চালু করে আরবিআই ও সেবি। এ বিষয়ে ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় কমিটি এসএলসিসি (স্টেট লেভেল কো-অর্ডিনেশন কমিটি) আগামী দিনগুলোয় আরো সক্রিয় হবে।

সাইট উদ্বোধনী অনুষ্ঠানে আরবিআই গভর্নর রঘুরাম রাজন বিনিয়োগকারীদের অস্বাভাবিক মুনাফার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশ্বের নানা প্রান্ত থেকে ই-মেইলে আসা লোভনীয় বিনিয়োগ প্রস্তাবগুলোর ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ তার।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফারইস্ট লাইফের এজিএম ২৩ আগস্ট

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ৩৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ২৩ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম

শ্রমিক কল্যাণ তহবিলে লাফার্জ সিমেন্টের লভ্যাংশের টাকা

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের এক কোটি দুই লাখ ৬১ হাজার টাকা দিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

সচিবালয়ে গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে লাফার্জের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাজ আখৌরি ও প্রধান আর্থিক কর্মকর্তা মাসুদ খান প্রতিষ্ঠানের চেক হস্তান্তর করেন।

শ্রম প্রতিমন্ত্রী জানান, গত চার বছর ধরে লাফার্জ সিমেন্ট শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ দিচ্ছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও এই খাতে টাকা দিয়েছে।

এখন পর্যন্ত ৭৫টি কোম্পানি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৭১ কোটি টাকা দিয়েছে বলে জানান চুন্নু।

তিনি বলেন, ব্যাংকগুলো এখনও এই তহবিলে অর্থ দেয়নি, তারা না দেওয়ার চেষ্টা করছে। তবে এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।

বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হয়।

এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত দুই কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে। কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হলেও এই তহবিলের অর্থে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

কেডিএস এক্সেসরিজের বোর্ড সভা ৯ আগষ্ট

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৯ আগষ্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জানুয়ারি হতে জুন অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় গত ২০১৫ সালের জানুয়ারি হতে ২০১৬ সালের জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদনটিও সমন্বিত করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় স্থগিত এজিএমের তারিখ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এমজেএল বিডি

mjl-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় এক নম্বরে উঠে আসে জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ (বিডি) লিমিটেড। পাঁচ কার্যদিবসের লেনদেনে কোম্পানিটির ৭৬ লাখ ৮৪ হাজারের বেশি শেয়ার হাতবদল হয়, যার বাজারদর ৮১ কোটি ৬৬ লাখ ৩১ হাজার টাকা। সপ্তাহ শেষে এমজেএল বিডি শেয়ারের দর ৪ শতাংশের বেশি বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এ বছর ১৮ মাসে হিসাব বছর গণনা করছে এমজেএল বিডি।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, দুই সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী আছে এমজেএল বিডির শেয়ারদর। বেড়েছে লেনদেনও। ২১ জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৪ টাকার ঘরে, বৃহস্পতিবার যা ১০৭ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। গত এক বছরে এমজেএল বিডি শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৭৮ টাকা এবং সর্বোচ্চ ১১৪ টাকা ৮০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম

সপ্তাহ জুড়ে সূচকের অব্যাহত বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। তবে পরদিন থেকেই সূচক বাড়তে শুরু করে, যা সপ্তাহের শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৮৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫৭৭ দশমিক ৫৭ পয়েন্টে। স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। ১ শতাংশের বেশি বেড়েছে ডিএসইর শরিয়া সূচকও। ডিএসইতে কেনাবেচার দৈনিক গড় ১২ দশমিক ৯১ শতাংশ বেড়ে ৪৪৩ কোটি ৩০ লাখ টাকা ছাড়ায়।

প্রায় একই চিত্র দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সপ্তাহ শেষে সেখানকার ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৮ হাজার ৫৬৫ পয়েন্ট ছাড়ায়। ১ শতাংশের বেশি বেড়েছে ব্লু-চিপ সূচক সিএসই-৩০ ও ৫০।

বাজার মূলধন বৃদ্ধির দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিল সিমেন্ট খাত। সপ্তাহ শেষে এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর গড়ে ৬ শতাংশের বেশি বেড়েছে। বৃদ্ধির তালিকায় এর পর পরই ছিল পাট ১ দশমিক ৭, মিউচুয়াল ফান্ড ১ দশমিক ৪১, বিদ্যুত্-জ্বালানি দশমিক ৯৮, ব্যাংক দশমিক ৯৪, প্রকৌশল দশমিক ৯৩, বিবিধ দশমিক ৯৫, বস্ত্র দশমিক ৭৯ ও ওষুধ-রসায়ন দশমিক ৪৬ শতাংশ। বিপরীতে দর হারিয়েছে কাগজ-মুদ্রণ, টেলিযোগাযোগ, সিরামিক, ব্যাংকবহির্ভূত আর্থিক খাত, জীবন বীমা, তথ্য-প্রযুক্তি, খাদ্য-আনুষঙ্গিক ও ভ্রমণ-অবকাশ খাতের প্রতিষ্ঠানগুলো।

সপ্তাহ শেষে ডিএসইতে ১৬৪টি সিকিউরিটিজের দরবৃদ্ধির বিপরীতে কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর। সিএসইতে ১৩৬টির দরবৃদ্ধির বিপরীতে কমেছে ১১২টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এম