আধুনিক পাটকল করলে অভিজ্ঞরা চাকরি পাবেন : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বব্যাপী পাটের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সেগুলোকে সময়োপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা এটাকে নতুনভাবে করব, এখানে যারা আগ্রহী তাদেরকে আমরা আবার ট্রেনিং দেব। ট্রেনিং দিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করে তাদেরকে তৈরি করব। পাটকল চালু হলে অভিজ্ঞতা যাদের আছে, তারাই নতুন করে চাকরি পাবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, পরিবেশ রক্ষার জন্য সিনথেটিক থেকে সকলেই এখন মুক্তি চায়। পাট হচ্ছে এর একটা বিকল্প। সেখানে আমাদের একটা বিশাল সম্ভাবনা বিশ্বব্যপী রয়ে গেছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে সময়োপযোগী করতে হবে, আধুনিক করতে হবে, নতুন করতে হবে।

তিনি বলেন, সেজন্য আমরা আমাদের পাটের যারা শ্রমিক, তাদের যে মজুরির টাকা পাওনা-দেনা যা ছিল, সব মিটিয়ে আমরা একবারে প্রায় পাঁচ হাজার কোটি টাকা তাদের জন্য সেখানে সব টাকা তাদের হাতে দেব না। কারণ নগদ টাকা দিয়ে দিলে তখন দেখা যাবে মেয়ের জামাই, ভাই, ভাতিজা, আত্মীয়-স্বজন সব এসে হুমড়ি খেয়ে পড়বে এবং ভাগ চাইবে।

শ্রমিকদের যে প্রক্রিয়ায় পাওনা মেটানো হবে তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি বলেছি অর্ধেকটা সঞ্চয়পত্র করে দেব। পারিবারিক সঞ্চয়পত্র, যেখানে তারা ১১ শতাংশের মতো পাবে। সেখানে ভালো টাকা প্রতি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক পাবে, যা প্রতিদিন সে কাজ করে মাসে মজুরি পেত, তার চেয়ে বেশি টাকাই পাবে। সেটা আমরা হিসেব করছি, যা পাওনা ছিল সেটা আমরা সব শোধ করে দেব।

বিশ্বে বাংলাদেশের পাট ও পাটপণ্যের বাজার ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিজেরা চেষ্টায় জোগাড় করতে পারে না। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। আর এই ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে সব থেকে পুরনো। সেই ষাটের দশকে, পঞ্চশের দশকে করা। এই ইন্ডাস্ট্রি দিয়ে আসলে লাভ করা সম্ভবও না। সেজন্য আমরা চাচ্ছি এটাকে আবার নতুনভাবে তৈরি করতে। কারণ পাটের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। পাট আমাদের অর্থকরী ফসল। পাট একদিকে যেমন কৃষিপণ্য অপরদিকে ইন্ডাস্ট্রি, দুটোই।

বাংলাদেশ পাটের জন্মরহস্য উন্মোচন, গবেষণার মাধ্যমে বিভিন্ন পাটজাত পণ্য আবিষ্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, সেগুলো আমাদের উৎপাদন করতে হবে। সেগুলো আমাদের দেশের কাজে লাগবে, বিদেশে রফতানি হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ক্রেস্ট সিকিউরিটিজের এমডিকে কারাগারে প্রেরণ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত।

তার পক্ষে করা জমিন আবেদন নাকচ করে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন।

শহীদ উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলাবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন একই বিচারক।

জিজ্ঞাসাবাদ শেষ করে বৃহস্পতিবার শহীদ উল্লাহকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন গোয়েন্দা পুলিশের পরিদশর্ক মোহাম্মদ হোসেন।

আদালতে পাঠানো রিমান্ডফেরত প্রতিবেদনে তিনি বলেন, শহীদ উল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন, আদালতে হাজিরা দেবেন না। তাই তাকে কারাগারে আটকে রাখা হোক।

অপরদিকে আসামির জামিন চেয়ে তার আইনজীবী বলেন, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। অফিস গুটিয়ে যাননি। কোভিড -১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অবশ্যই তিনি ফিরে আসতেন। তিনি পালাননি।

পরে বিচারক জামিন আবেদন নাকচ করে শহীদ উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোতালেব হোসেন জানান।

করোনাভাইরাস মহামারীর মধ্যে অফিস গুটিয়ে লাপাত্তা হওয়া শহীদ উল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানা নুপুরকে সোমবার দুপুরে লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের মাধ্যমে প্রায় ২২ হাজার বিও হিসাবধারী শেয়ার কেনাবেচা করতেন।

“গ্রেপ্তাররা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ২২ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর অগোচরে ১৮ কোটি টাকা অন্য এক হিসাবে সরিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

রিপাবলিক ইন্স্যূরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৬ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই বিমাটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

ডিএসই র রাজস্ব আয় ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ২০১৯-২০ অর্থ-বছরে সরকারকে কর দিয়েছে ১০৪ কোটি টাকা। যা বিগত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।

ডিএসই দাবি করছে, কোবিড১৯ র জন্য দুই মাসের বেশি সময় বন্ধ থাকায় ডিএসইর এই রাজস্ব আয় কমে গেছে।

স্বাধীনতার পর এই প্রথমবার বাংলাদেশের শেয়ারবাজার টানা ৬৬ দিন বন্ধ ছিল বলে জানা গেছে।

গত ২০১৯-২০ অর্থ বছরে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১০৪ কোটি টাকা। যা আগের বছর ২০১৮-১৯ সালে ছিল ২৫১ কোটি টাকা। এ হিসাবে গত বছর ডিএসই থেকে রাজস্ব আয় কমেছে ৫৮ শতাংশ।

এর আগে গত ২০১১-১২ অর্থবছরে এ খাতে সবচেয়ে কম রাজস্ব আসে। সে বছর শেয়ারবাজারে ভয়াবহ পতন হয়েছিল।

গত বছর ট্রেক হোল্ডারদের লেনদেনের কমিশনবাবদ ডিএসইর আয় ছিল ৬৮ কোটি ৯০ লাখ টাকা। আর ৩৪.৬ কোটি টাকা আয় হয় পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার লেনদেনবাবদ।

ব্রোকার হাউজগুলো জানায়, ডিএসই’র আয় লেনদেনের উপর নির্ভর করে। লেনদেন কমে যাওয়ায় কর অর্জন কমে গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২০১১-১২ অর্থ বছরে এই রাজস্বের পরিমাণ ছিল ২৭২ কোটি টাকা, ২০১২-১৩ অর্থ-বছরে ১২৭ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থ-বছরে ১৫৪ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থ-বছরে ১৭৪ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থ-বছরে ১৫৮ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থ-বছরে ২৪৬ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থ-বছরে ২৩৩ টাকা, ২০১৮-১৯ অর্থ-বছরে ২৫১ কোটি টাকা।

ডিএসই এ যাবৎ কালের সব চেয়ে বেশি কর প্রদান করে ২০১০-১১ সালে। করের পরিমাণ ছিল ৪৪৭ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিবে

 

 

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৩১ মার্চ পর্যন্ত যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।

গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নিয়ম অনুযায়ী ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। ফলে অনেকেই সেই সময় অগ্রীম টিকিট সংগ্রহ করেছিলেন। কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তারা আর যাত্রা করতে পারেনি।

এই অবস্থায় ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার বিক্রি হওয়া টিকিটের টাকা রিফান্ড সংক্রান্ত প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা যাবে ১০-১৭ জুলাই পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে স্টেশন মাস্টারের কার্যালয়ে। টাকা ফেরত পেতে উপযুক্ত প্রমাণ হিসেবে ক্রয়কৃত টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপি, এনআইডির সত্যায়িত কপিসহ নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্ব চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।

প্রসঙ্গত, ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে।

স্টকমার্কেটবিডি.কম/

ক্রেডিট কার্ড ‘জালিয়াত চক্রের’ চারজন গ্রেফতার

Arestস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রেডিট কার্ড জালিয়াতি করে ই কমার্সের মাধ্যমে পণ্য কেনাকাটা করার অভিযোগে চারজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এরা হলেন- মো. নিজাম উদ্দিন (২২), মো. রেহানুর হাসান রাশেদ (২০), আনোয়ার পারভেজ (২২) ও আল আমিন (২২)। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চালডাল ডটকম’ এর অভিযোগের সূত্র ধরে সিআইডির সাইবার পুলিশ জালিয়াতির এ ঘটনা উদঘাটন করে।

“সিআইডি তদন্ত করে জানতে পারে, এ চক্রটি নিয়মিত অন্য ব্যক্তির মালিকানাধীন আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে ‘চালডাল ডটকম’ থেকে অনলাইনে কেনাকাটা করেছে। ক্রেডিট কার্ড থেকে নিয়মিত অনলাইনে লেনদেন হলেও কার্ডের প্রকৃত মালিক বিষয়টি জানতে পারেননি।”

এই চক্র আড়ং ও অন্যান্য অনলাইন শপেও একইভাবে কার্ড জালিয়াতি করে কেনাকাটা করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিআইডি বলছে, এরা আন্তর্জাতিক কার্ড জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। কার্ড মালিকদের পিন নম্বরসহ গোপন তথ্য চুরি করে তারা এই জালিয়াতি চালিয়ে আসছিল।

“তাদের মধ্যে তিনজন ক্রেডিট কার্ডের তথ্য চুরির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অন্যজন পণ্য গ্রহণের কাজটি করত।”

তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন, ১৬টি ব্যাংক কার্ড এবং এক লাখ ৬৮ হাজার টাকা জব্দ করার কথা জানিয়েছে সিআইডি।

গ্রেফতারদের বিরুদ্ধে বানানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জেনেক্স ইনফোসিসের বাের্ড সভা আহবান

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩য় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৪ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

  1. স্কয়ার ফার্মা
  2. গ্রামীণফোন লিমিটেড
  3. বেক্সিমকো ফার্মা
  4. বীকন ফার্মাসিউটিক্যালস
  5. নাহী এলুমিনাম কম্পোজিট
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  7. ওরিয়ন ফার্মা
  8. ফার কেমিক্যালস
  9. বেক্সিমকো লিমিটেড
  10. ইউনাইটেড পাওয়ার জেনারেশন লিমিটেড।

শেয়ারবাজারে লেনদেন ও সূচকের বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অনেকটা বেড়েছে। এদিন সেখানে বেড়েছে সবগুলো সূচকও। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৬৯ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ২৩১ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৫টির। আর দর অপরিবর্তিত আছে ২০১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, গ্রামীণফোন লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বীকন ফার্মাসিউটিক্যালস, নাহী এলুমিনাম কম্পোজিট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওরিয়ন ফার্মা, ফার কেমিক্যালস বেক্সিমকো লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৭.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৩৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ২২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে কহিনুর কেমিক্যালস ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ