১০ লাখ শেয়ার কিনবে ফারইষ্ট ফাইন্যান্স

farestস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ফারইষ্ট ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শাহরিয়ার খালেদ নামের এই উদ্দ্যোক্তা কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, এই উদ্দ্যোক্তা আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেট হতে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সায়হাম কটনের বোর্ড সভা ২৪ অক্টোবর

saiham-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বেলা ৪ টায় কোম্পানিটির এই বোর্ড সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ১ মে ২০১৫ সাল হতে ২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া ১৪ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়। আসতে পারে এজিএম সংক্রান্ত যে কোনো ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইষ্টার্ণ ব্যাংকের বোর্ড সভা আহবান

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা ৩ টায় প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৬(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফুয়াং সিরামিকসের বোর্ড সভা ২৩ অক্টোবর

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়। আসতে পারে এজিএম সংক্রান্ত যে কোনো ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজারে আসছে পপুলার ফার্মা : রোড শো ২৪ অক্টোবর

popularpharma2নিজস্ব প্রতিবেদক :

আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করতে চায় ওষুধ খাতের কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস। উত্তোলিত মূলধন ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানোর কথা জানিয়েছে কোম্পানিটি। আগামী ২৪ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে এজন্য আইপিও রোড শো করা হবে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে কোম্পানির কর্মকর্তারা এসব তথ্য জানান।

তারা বলেন, শেয়ারবাজার থেকে সংগ্রহ করা অর্থের ৪৪ কোটি টাকা ব্যয় করা হবে সলিড ওষুধ (ট্যাবলেট, ক্যাপসুল ইত্যাদি) তৈরির যন্ত্রপাতি আমদানিতে। এ ছাড়া ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে ২৩ কোটি টাকা। ১৯৮৩ সালে ডায়াগনাস্টিক সেন্টার হিসেবে কার্যক্রম শুরু করে পপুলার গ্রুপ। এরপর ২০০৫ সালে ১৬০ কোটি টাকা ব্যয়ে যাত্রা শুরু করে পপুলার ফার্মাসিউটিক্যালস। এরপর ২০০৬ সালে ওষুধ রফতানি শুরু।

বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, হিসাব বছরের প্রথম ছয় মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৯৬ পয়সা। এ সময় পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ১৩ টাকা ১২ পয়সা। সর্বশেষ তিন বছরে কোম্পানির প্রবৃদ্ধি ১৫ থেকে ১৭ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন পপুলার ফার্মার কর্মকর্তারা।

কোম্পানির পরিচালক কামরুল হাসান বলেন, বাংলাদেশে এখন ওষুধ শিল্পের বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার। এর মধ্যে প্রায় ২ শতাংশ বাজার পপুলার ফার্মাসিউটিক্যালসের দখলে। তিনি জানান, একসময় দেশের ওষুধের চাহিদা বড় অংশ আমদানি করা হতো। এখন চাহিদার ৯৭ ভাগ ওষুধই দেশে উৎপাদন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

জাহিনটেক্সের বোর্ড সভা ২৩ অক্টোবর

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বেলা ৪ টায় কোম্পানিটির এই বোর্ড সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়। আসতে পারে এজিএম সংক্রান্ত যে কোনো ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এম

খান ব্রাদার্সের বোর্ড সভা ২৭ অক্টোবর

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বেলা সাড়ে ৩ টায় কোম্পানিটির এই বোর্ড সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়। আসতে পারে এজিএম সংক্রান্ত যে কোনো ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. তিতাস গ্যাস
  2. ন্যাশনাল ব্যাংক
  3. বিএসআরএম লি
  4. বিবিএস
  5. এমজেএল বিডি
  6. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  7. সামিট পাওয়ার
  8. স্কয়ার ফার্মা
  9. ডরিন পাওয়ার
  10. লাফার্জ সুরমা।

সূচকের মিশ্রাবস্থা : বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থা ছিল। এদিন লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৪০৭ কোটি ৯১ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৩ পয়েন্টে । ডিএসই-৩০ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৬৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭ টির, কমেছে ১৩৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লি, বিবিএস, এমজেএল বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রি, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার ও লাফার্জ সুরমা।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম লিমিটেড ও যমুনা ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

আমান ফিডের বোর্ড সভা ২৬ অক্টোবর

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বিকাল ৪ টায় কোম্পানিটির এই বোর্ড সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়। আসতে পারে এজিএম সংক্রান্ত যে কোনো ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এম