কেয়া কসমেটিকসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির পর্ষদ সভায় সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা।

গত ৩০ জুন ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ পয়সা।

আগামী ১৯ জানুয়ারি বেলা ১২ টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/

মেঘনা পেট্রোলিয়ামের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

সালভো কেমিক্যালসের পরিচালক শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ১ লাখ ৭০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোঃ সালাম ওবায়দুল করিম নামে কোম্পানিটির এই পরিচালক ১ লাখ ৭০ হাজার শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

শ্রমিকদের মাসে ৩ হাজার টাকা করে সহায়তা দিবে ইইউ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোভিড-১৯ মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পের দুস্থ শ্রমিকরা তিন মাস ৩ হাজার টাকা হারে আর্থিক সহায়তা পাবেন। অনুদানের অর্থ সরাসরি দুস্থ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় এ সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর চুক্তিটি ইইউর প্রতিনিধির কাছে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ইইউর অর্থায়নে বাস্তবায়নাধীন সাপোর্ট টু ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি রিফর্ম ইন বাংলাদেশ প্রোগ্রামের অর্থায়ন চুক্তির অ্যাডেন্ডাম নম্বর ১ গত ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পক্ষে সচিব বেগম ফাতিমা ইয়াসমিন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে জ্যঁ লুই ভিয়ে অ্যাক্টিং ডিরেক্টর ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিন্যাশন চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এ চুক্তির আওতায় কোভিড-১৯ মোকাবিলায় রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সরকারকে মোট ১১৩ মিলিয়ন ইউরো অনুদান দেওয়া হবে। এর মধ্যে ইইউ দেবে ৯৩ মিলিয়ন ইউরো এবং ফেডারেল জার্মান সরকার দেবে অবশিষ্ট ২০ মিলিয়ন ইউরো। সরকার ইতোমধ্যে নতুন এ সামাজিক সুরক্ষা কার্যক্রমটির নীতিমালা জারি করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রম অধিদপ্তর, চারটি শিল্প সংগঠনের সহায়তায় এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

এ কার্যক্রমের আওতায় উপকারভোগী দুস্থ শ্রমিকদের প্রত্যেককে মাসিক ৩ হাজার টাকা হারে সর্বোচ্চ তিন মাস আর্থিক সহায়তা দেওয়া হবে। অনুদানের অর্থ সরাসরি দুস্থ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সব প্রস্তুতিমূলক কাজ শেষে চলতি ডিসেম্বর থেকেই অনুদান দেওয়ার কাজ শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

আইটিসির ২০তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (আইসিটি)-এর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের চেয়ারম্যান লিম কিয়াহ মেং।

সভায় এমডি ও সিইও ড. কাজী সাইফুউদ্দীন, মো: ওয়ালিজ্জামান এফসিএ, ইনডিপেন্ডেন্ট পরিচালক হকফুল শেখ, পরিচালক ওসমান হায়দার, পরিচালক শ্যামল কান্তি কর্মকার ও কোম্পানি সচিব আনিন্দ্য সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শত্যাংশ নগদ ও ৫ শত্যাংশ বোনাস লভ্যাংশ অনুমোদিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/

২০২২ সালের জুনে চালু হবে পদ্মা সেতু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত ‘কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ’ বিষয়ে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কি-নোট উপস্থাপন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

প্যানেল আলোচকদের মধ্যে বক্তব্য দেন- সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফেরদৌসী নাহার, ইকোনোমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির, ইউরোপ ইউনিয়নের হেড অব ডেলকেশন এবং ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতু চালু হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমি আট বছর সেতু বিভাগের সচিব ছিলাম। ফলে আমি এখনও এটিকে দেখাশোনা করে থাকি।

স্টকমার্কেটবিডি.কম/

লিগাসি ফুটওয়ারের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগাসি ফুটওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএম আগামী ২৬ ডিসেম্বর সকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালনা বোর্ডের সভায় ২৩ তম এই এজিএমটির সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি ওইদিন সকাল ১০টা ৩০ মিনিটে এজিএমের ঘোষণা দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪২টি কোম্পানির কোম্পানির পৌনে ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৪ লাখ ৫৭ হাজার ৬০০টি শেয়ার ৭৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ২ লাখ ৩৯ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের।

এছাড়া আমান কটনের ৫ লাখ ৩৯ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৩০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭ হাজার টাকার, বিবিএস কেবলসের ৩২ লাখ ১ হাজার টাকার, বিডি থাইয়ের ২৮ লাখ ৪৯ হাজার টাকার, বিকন ফার্মার ৪১ লাখ ৬০ হাজার টাকার, বেক্সিমকোর ৮ লাখ ৭৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ১৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ লাখ টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬৬ লাখ ৯ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৮ লাখ ৯১ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৩৩ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৪৫ লাখ ১১ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৯০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৭৭ লাখ ৯১ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৬ লাখ ৬১ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫০ লাখ টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৮০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১২ লাখ ২৭ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৯২ লাখ ৪০ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ লাখ ৬০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৮৯ লাখ ১০ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ১১ লাখ ৯৯০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৭০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১১ লাখ ৬ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৬ লাখ টাকার, রেকিট বেনকিজারের ৫ লাখ ১৩ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১ কোটি ১৬ লাখ ১১ হাজার টাকার, সমতা লেদারের ৫ লাখ ১ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ২৪ লাখ ৪১ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ৭৯ লাখ ২২ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫২ লাখ ৩৬ হাজার টাকার, সামিট পাওয়ারের ৪৮ লাখ ৩৮ হাজার টকাার, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৮৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১২তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)-এর ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (৯ ডিসেম্বর) সকালে ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২০% নগদ লভ্যাংশ ঘোষিত ও অনুমোদিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় সচিব ও কোম্পানির চেয়ারম্যান জনাব মোঃ আফজাল হোসেন।

কোম্পানির পরিচালক জনাব কুলসুম বেগম, জনাব খোন্দকার মোঃ আব্দুল হাই, পিএইচডি, জনাব মোঃ আবদুল মোমিন, ড. মাহবুবুল আলম জোয়ার্দার, কর্ণেল রাকিবুল করিম চৌধুরী,এএফডব্লিউসি, পিএসসি, স্বতন্ত্র পরিচালক জনাব এন.কে.এ মুবিন, এফসিএস, এফসিএ ও জনাব হোসেন খালেদসহ (জুম অ্যাপের মাধ্যমে) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউর রহমান (জুম অ্যাপের মাধ্যমে), সরকারের প্রতিনিধি হিসেবে জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কোম্পানি সচিব জনাব মোঃ আব্দুস সালাম খাঁন, এফসিএসসহ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কোম্পানির অডিটরগণ ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিএসসিসিএল SMW-4 ও SMW-5 সাবমেরিন ক্যাবল সিস্টেমের মাধ্যমে ব্যান্ডউইথ সেবা প্রদান করে দেশের ব্যান্ডউইথ চাহিদা পূরণ ও বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে। ২০২১ সালের মধ্যে সরকার ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে সাবমেরিন ক্যাবল নেটওয়ার্ক প্রধান টেলিযোগাযোগ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএসসিসিএলের নিজস্ব আইআইজি ইউনিট হতে সুলভ মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে কোম্পানির মোট ব্যান্ডউইথ লিজের পরিমাণ ছিল ৬৮৬.০০ জিবিপিএস যার বিপরীতে ২০১৯-২০২০ অর্থ বছরে কোম্পানির ব্যান্ডউইথ লিজের পরিমাণ দাঁড়িয়েছে ১১০২.৭২ জিবিপিএস। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) গত ২০১৯-২০২০ অর্থ বছরে প্রায় ৯৫.৬০ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে এবং ৩০শে জুন ২০২০খ্রি. তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারর্স ইক্যুইটি ৬৭৫.০০ কোটি টাকায় উন্নীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

রবির আইপিও লটারির ফলাফল প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানী গুলশানে অবস্থিত লেকশোর হোটেলে কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হয়।

লটারির ফলাফল দেখতে ক্লিক করুন………..

সাধারণ বিনিয়োগকারী:

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী:

প্রবাসী বাংলাদেশী:

স্টক ব্রোকার/মার্চেন্ট ব্যাংক তালিকা:

আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন পাওয়া রবি গত ১৭ নভেম্বর আইপিওর সাবস্ক্রিপশন শুরু করে। শেষ করে ২৩ নভেম্বর।

এই সময় রবি’র আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা মিলে আইপিওতে ২ হাজার ২২৭ কোটি টাকার আবেদন করেছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫৮৭ কোটি টাকার ও সাধারণ বিনিয়োগকারীর ৬৪০ কোটি টাকার আবেদন করেছে। যা নির্ধারিত আবেদনের চেয়ে ৫ দশমিক ৭৪গুন বেশি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/