শিল্পনগরীতে দৈনিক ১৯০০ টন চাল উৎপাদিত হচ্ছে

riceস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীসমূহের চাল উৎপাদনকারী কারখানাগুলো উৎপাদন অব্যাহত রয়েছে। বর্তমানে এসব শিল্পনগরীতে দৈনিক গড়ে ১ হাজার ৯০০ টন চাল উৎপাদিত হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) শিল্প মন্ত্রণালয় তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বিসিকের ৭৬টি শিল্পনগরীর মধ্যে ১৩টি শিল্পনগরীতে চাল উৎপাদিত হচ্ছে। করোনা সংকটকালে দেশের অভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে শিল্পনগরীগুলোতে চাল উৎপাদন অব্যাহত রাখা হয়েছে।

এগুলোর মধ্যে বিসিক শিল্পনগরী পাবনায় দৈনিক ৬০০ মেট্রিক টন, রাজশাহীতে দৈনিক ৫৫০, দিনাজপুরে ৪০০, নওগাঁতে ১২০, খুলনাতে ১০৩, কুড়িগ্রামে ২৭, কক্সবাজারে ২৫, জামালপুরে ২৩, গাইবান্ধায় ২০, শেরপুরে ১৮, রাজবাড়ীতে ৯, গোপালগঞ্জে ৩ এবং বাগেরহাটে ২ টন চাল উৎপাদিত হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

গুণগত মান ঠিক না থাকায় ব্র্যান্ডের ভোগ্য-পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই

bstiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ড্যানিশ, সুরেশ, প্রমি ও পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খোলাবাজারে নজর রেখে বিভিন্ন পণ্য কিনে নিজেদের ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস)-এর থেকে নিম্নমানের ফলাফল পাওয়ায় এসকল পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওই বার্তায় আরও বলা হয়, ড্যানিশ, সুরেশ, প্রমি, পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি এইসব প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ ও পরবর্তী সময়ে ওই সব পণ্যের মান উন্নয়ন করে পুণঃঅনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

p-1

p-2

স্টকমার্কেটবিডি.কম/

আইপিডিসি ফাইন্যান্সের ভার্চুয়াল এজিএম

agm-110520-01স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন আইপিডিসির চেয়ারম্যান আবদুল করিম। এছাড়া ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন, আরএসএ ক্যাপিটাল লিমিটেড, ব্লুচিপ সিকিউরিটিজ এবং সরকার মনোনীত অন্যান্য পরিচালকরা এতে অংশ নেন।

অন্যদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, কোম্পানি সচিব সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারা ২০১৯ সালের জন্য ১০ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেন।

স্টকমার্কেটবিডি.কম/

বেতন দাবিতে গাজীপুরে একাধিক গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ

122747garments-labour-processionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শতভাগ বেতন ভাতার দাবিতে গাজীপুরের একাধিক গার্মেন্টস কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও শ্রমিক অসন্তোষ রয়েই গেছে। সৃষ্ট পরিস্থিতিতে নগরীর কাশিমপুরে ডিবিএল গ্রুপের একটি গার্মেন্টে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, লকডাউন চলাকালে যেসকল কারখানা বন্ধ ছিল, সেখানে শ্রমিকদের বেতনের ৬০ শতাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সে বিষয়েই শ্রমিকরা বিক্ষোভ করেছে।

সূত্র জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরের বারেন্ডা এলাকায় অবস্থিত ডিবিএল (দুলাল ব্রাদার্স লিমিটেড) গ্রুপের জিন্নাত গার্মেন্ট। সেখানে প্রায় ১৩ হাজার শ্রমিক কাজ করেন। শতভাগ বেতনভাতা দাবি করে গত কয়েকদিন ধরে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করছিলেন। একপর্যায়ে তারা কারখানার সামনে অবস্থান নেন।

সরকারি সিদ্ধান্তের বাইরে দাবি মেনে নিতে কতৃপক্ষ অপারগতা জানালে উত্তেজিত কিছু শ্রমিক কারখানায় হামলা চালান। পুলিশ আন্দোলনরতদের বুঝিয়ে বিকেলে সরিয়ে দেয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানায় দুদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, একই দাবিতে সোমবার সকালে কোনাবাড়ি এলাকায় বে-ফুটওয়্যার কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।

এছাড়াও কালিয়াকৈরের পল্লী বিদ্যুত এলাকার একটি নিটিং এন্ড ডায়িং পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকাল হতে বিকেল পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ভারত থেকে নিত্যপণ্য আমদানি বাধামুক্ত রাখার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

Minister-Tipu-Munsiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিত্যপণ্য আমদানি-রফতানি প্রক্রিয়া বাধামুক্ত রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ীক অংশীদার উল্লেখ করে তিনি বলেছেন, বিগত ১০ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ৫.১ বিলিয়ন থেকে ৮.৯ বিলিয়নে উন্নীত হয়েছে। বাংলাদেশ ভারত থেকে অনেক জরুরি প্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে। এগুলোর সরবরাহ প্রক্রিয়া বাধামুক্ত থাকা একান্ত প্রয়োজন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ‘অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব ইন্ডিয়া আয়োজিত ভিশন মেঘালয়, ভিশন নর্থ ইস্ট ইন্ডিয়া বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশের বাণিজ্য ক্ষেত্রে চলমান বিভিন্ন জটিলতা দূর করতে উভয় দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সমস্যা চিহ্নিত হলে তা সমাধান সহজ হবে।

এ ফোরামের মাধ্যমে ভারতের ব্যবসায়ীরা প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আমি আশা করি। চিহ্নিত সমস্যাগুলো সমাধান হলে উভয় দেশে লাভবান হবে এবং ব্যবসার গতিও বাড়বে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে যাতে জরুরি পণ্য সরবরাহ চেইনে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বেসরকারি সেক্টরে আমদানি-রফতানি বাণিজ্য অব্যাহত রাখতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে এ সময়ে নর্থইস্ট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে যাতে কোনও প্রভাব না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।

উভয় দেশের বাণিজ্য ক্ষেত্রে নট-ট্যারিফ বাধাগুলো দূর করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভারত সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেভেলপমেন্ট অব নর্থ-ইস্ট রিজিওন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং, মেঘালয় রাজ্যের চিফ মিনিস্টার কনরদ কংকাল সাংমা, বাংলাদেশের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরিফা খান এবং ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাস ভিডিও কনফারেন্সে অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/