৪ জুনকে জাতীয় চা দিবস ঘোষণা

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৪ জুন তারিখকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রণিতে অন্তর্ভুক্তের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে ৪ জুন প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডে যোগ দিয়েছিলেন। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

“এসময় তিনি আইন সংশোধন করে চা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রভিডেন্ট ফান্ড চালু করেন। পরে চা শ্রমিকদের ভোটধিকার নিশ্চিত করেন। চা উৎপাদনকারীদের নগদ সহায়তার পাশাপাশি ভর্তুকি মূল্যে সার সরবরাহ করেন, যা এখনও অব্যাহত রয়েছে।”

ওই দিনটিকে বিবেচনায় নিয়ে ৪ জুনকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

মালিকানা বদলের সুযোগ পাচ্ছে ট্রাভেল এজেন্সি

PM-official picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রাভেল এজেন্সিগুলো হস্তান্তরের সুযোগ রেখে এ সংক্রান্ত আইনের সংশোধনীতে সায় দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ট্রাভেল এজেন্সিগুলো যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন করতে না পারলে পরবর্তী ছয় মাসের মধ্যে জরিমানা দিয়ে আবেদন করতে পারবে।

বর্তমান আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন না করলে ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল হয়ে যেত।

এতদিন ট্রাভেল এজেন্সির নিবন্ধন হস্তান্তর করা যেত না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন সংশোধন হয়ে গেলে এসব এজেন্সি হস্তান্তর করা যাবে, মালিকানা হস্তান্তরের সুবিধা দেওয়া হচ্ছে।

এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে ছয় মাস জেল, পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে জানিয়ে আনোয়ারুল বলেন, মামলা নিষ্পত্তিতে সিআরপিসি প্রযোজ্য হবে।

“অনেক ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি হিসেবে কাজ করে, এখন আর এটা করা যাবে না। এটা করলে জরিমানা করা হবে। কারণ রিক্রুটিং এজেন্সির রেজিস্ট্রেশন আলাদা। ট্রাভেল এজেন্সি অন্য কাজ করলেও এত দিন এদের লিগ্যালি ধরা যেত না।”

আইন সংশোধনের পর ট্রাভেল এজেন্সিগুলো সরকারের অনুমোদন নিয়ে দেশে-বিদেশে শাখা অফিস খুলতে পারবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ট্রাভেল এজেন্সি কী করবে তা আইন সুস্পষ্ট করে দেওয়া হচ্ছে। অনেক ট্রাভেল এজেন্সি মানুষের সাথে প্রতারণা করত। কোনো ট্রাভেল এজেন্সি ভিসা নিয়ে কাজ করতে চাইলে তাকে আলাদা লাইসেন্স নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

 

এক্সপ্রেস ইন্স্যূরেন্সের আইপিও লটারী ড্র ২৩ জুলাই অনলাইনে হবে

EXPRESSস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেডের আইপিও লটারীর ড্র আগামী ২৩ জুলাই অনলাইনে অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটিকে এই লটারী অনলাইনে করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ প্রসঙ্গে বিমাটির কোম্পানি সচিব লিয়াকত আলী জানান, লটারী অনুষ্ঠানটি যারা অনলাইনে দেখতে চান তাদেরকে এ্কটি পাসওয়া্ড দেওয়া হবে। ইজার আইডি ও পাসওয়ার্ডটি পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেডের আবেদন জমা পড়েছে ১৬০ কোটি টাকার উপরে। যা আইপিও চাহিদার চেয়ে ৬গুণ বেশি।

চাহিদার চেয়ে আইপিও আবেদন বেশি জমা পড়ায় লটারীর মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

এ প্রসঙ্গে এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেডের এমডি মো: সাইদুর রহমান স্টকমার্কেটবিডিকে বলেন, এই করোনা দুর্যোগের মধ্যে আইপিও পক্রিয়ায় সহযোগিতা করার জন্য তিনি বিএসইসি, ডিএসই, সিএসই, আইডিআরএ, সিডিবিএল, ট্রেক হোল্ডারদের ধন্যবাদ। এই প্রতিক্রিয়ায় তিনি সাধারণ বিনিয়োগকারীদের ও সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা প্রদান করেন।

বিমাটির আইপিও শেয়ারের জন্য আবেদন জমা শেষ হয় গত ২ জুলাই। এর আগে ২০ জুন বা বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণের কথা থাকলে পরে এই সময় বাড়িয়ে ২ জুলাই করা হয়।

প্রথমবার গত ১৩ হতে ২০ এপ্রিল পর্যন্ত এই আইপিও আবেদন জমা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সরকারী ছুটি ঘোষণা করায় এই আবেদন কার্যক্রমকে স্থগিত করে দেয় নিয়ন্ত্রক সংস্থা।

পরবর্তীতে গত ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত এই আইপিও আবেদনের সময় নির্ধারণ করা হয়। কিন্তু বিমাটির আবেদনের প্রেক্ষিতে আইপিও আবেদনের সময়সীমা বাড়িয়ে ২ জুলাই পর্যন্ত করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

প্রতিটি আবেদনের সাথে এক লট বা ৫০০ শেয়ার মূল্য তথা ৫০০০ টাকা জমা দিতে বলা হয়েছে। আবেদন জমার পরে লটারির মাধ্যমে বিজয়ীদের এই শেয়ার প্রদান করা হবে। বাকিদের টাকা নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড করা হবে।

বিমাটি এসব উত্তোলিত অর্থ দিয়ে ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির বিগত ৫ বছরে ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা এবং পুনমূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭২ টাকায়। যা পুনমূল্যায়ন ছাড়া ১৬.৬৫ টাকা।

বিমাটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও’র মাধ্যমে উত্তোলিত মূলধনের ২০% অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত আরোপ করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি কমিশনের ৭১৯তম নিয়মিত সভায় এ আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সি

স্যােসাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্যােসাল ইসলামী ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৪৫ মিনিটে রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

প্রভাতী ইন্সুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

provati-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

চামড়া সংরক্ষণে লবন সংগ্রহ নিশ্চিত করবে শিল্প মন্ত্রনালয়

tanaryস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহায় জবাইকৃত কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত-করণে পর্যাপ্ত পরিমাণ লবণ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ডিলার, পাইকার ও খুচরা বিক্রেতা পর্যায়ে নিরবচ্ছিন্ন লবণ সরবরাহ করবে।

আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এ লক্ষ্যে বর্তমানে দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকা সত্বেও শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বিসিকের নিয়ন্ত্রণাধীন সকল লবণ কারখানা চালু রেখে লবণ প্রক্রিয়াজত করার কাজ অব্যাহত রয়েছে।

প্রক্রিয়াজাত লবণ ডিলার, পাইকার ও খুচরা বিক্রেতা পর্যায়ে সরবরাহ অব্যাহত রাখতে লবণ মিল মালিকদের দাপ্তরিক নির্দেশনাও দেয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জেলায় অবস্থিত ডিলার/পাইকারী বিক্রেতা পর্যায়ে পর্যাপ্ত লবণ মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করতে বিসিকের প্রধান কার্যালয় থেকে জেলা কার্যালয়গুলোকে প্রযোজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

এতে বলা হয়, দেশে ভোজ্য ও শিল্প লবণ মিলিয়ে মোট মজুদের পরিমাণ ১২ লাখ ৭৩ হাজার টন। এর মধ্যে লবণ-মাঠে রয়েছে, ১০ লাখ ৯৩ হাজার টন এবং লবণ মিলগুলোতে আছে ১ লাখ ৮০ হাজার টন।

এদিকে, কেন্দ্রীয় কার্যালযের নির্দেশনা অনুযায়ি বিসিকের জেলা কার্যালয়গুলো সংশি¬ষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলাভিত্তিক ডিলার ও পাইকারী লবণ বিক্রেতাদের তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত করছে।

তালিকা প্রণয়ন সম্পন্ন হলে বিভিন্ন এতিমখানা, ইউনিয়ন পরিষদসহ কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সাথে সংশ্লি¬ষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে তালিকা সরবরাহ করা হবে।

এছাড়া, ঈদুল আজহাকেন্দ্রিক লবণ সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করতে লবণ জোনগুলোতে অবস্থিত বিসিক কার্যালয়, বিসিকের আঞ্চলিক কার্যালয় এবং প্রধান কার্যালয়ে পৃথক মনিটরিং কমিটি ইতোমধ্যে গঠন করা হযেছে। এ সকল কমিটি মাঠ পর্যায়ে লবণের মজুদ, চলাচল ও মূল্য সংক্রান্ত তথ্যাদি নিয়মিত সংগ্রহ ও মনিটরিং করছে।

আসন্ন ঈদুল আজহার সময় সারাদেশে লবণের চাহিদা কম-বেশি ১ লাখ টন। বর্তমান মজুদ দিয়েই ঈদুল আজহাসহ আগামী ৭ থেকে ৮ মাসের লবণের চাহিদা মেটানো সম্ভব হবে।

এছাড়া চলতি সালের নভেম্বর মাস থেকে লবণ উৎপাদনের নতুন মওসুম শুরু হতে যাচ্ছে। ফলে এ বছর লবণের মজুদ যেমন পর্যাপ্ত থাকছে তেমনি সরবরাহের ক্ষেত্রে কোন সমস্য হবে না বলে বিসিক মনে করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ঈদের আগে অর্ধেক বেতন পাবেন পোশাক শ্রমিকরা

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোরবানির ঈদের ছুটির আগে তৈরি পোশাক শ্রমিকদের জুলাই মাসের বেতনের অর্ধেক ও বোনাস পরিশোধ করবেন কারখানা মালিকরা।

তবে অন্যান্য খাতের শ্রমিকদের জুলাইয়ের পূর্ণ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

সোমবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বর্তমান শ্রম পরিস্থিতি ও ঈদ-উল-আযহা উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৫তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, “গার্মেন্ট শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই এবং চলতি মাসের বেতনের অর্ধেক ৩০ তারিখের মধ্যে মালিকরা পরিশোধ করবেন।

অন্যান্য খাতের শ্রমিকদের ঈদের আগে জুলাইয়ের পুরো বেতন দেওয়ার বিষয়টি ঠিক হলেও তৈরি পোশাক শ্রমিকদের দেওয়া হবে অর্ধেক।

অন্যান্য খাতের শ্রমিকদের ঈদের আগে জুলাইয়ের পুরো বেতন দেওয়ার বিষয়টি ঠিক হলেও তৈরি পোশাক শ্রমিকদের দেওয়া হবে অর্ধেক।

“অন্য সব খাতের মালিকরা শ্রমিকদের চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করবেন।”
সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে শ্রমিকদের ঈদে কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে।

অর্থনীতির চাকা সচল রাখতে এবং উৎপাদন স্বাভাবিক রাখতে কোনো শ্রমিককে ছাঁটাই না করতে মালিকদের প্রতি আহ্বান জানান মন্নুজান সুফিয়ান।

সভায় শ্রম সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বিজিএমইএর সভাপতি রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, এনসিসিডাব্লিউইর সভাপতি আনোয়ার হোসেন, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব চায়না রহমান, গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাটা সু’র ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৭ জুলাই

bataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তচামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩০ জুন ২০২০ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ২টা ৩৫ মিনিটে রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

  1. গ্রামীনফোন লিমিটেড
  2. স্কয়ার ফার্মা
  3. বেক্সিমকো ফার্মা
  4. পাইওনিয়ার ইন্সুরেন্স
  5. ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস
  6. নাহী এলুমিনিয়াম কম্পোজিট
  7. সোনার বাংলা ইন্সুরেন্স
  8. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  9. বীকন ফার্মাসিউটিক্যালস
  10. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

দিনশেষে কমেছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন সেখানে সূচকগুলোও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৬৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ২৪০ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ২৩৪ কোটি ৪৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭টির। আর দর অপরিবর্তিত আছে ২০৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- গ্রামীনফোন লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, পাইওনিয়ার ইন্সুরেন্স,ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, নাহী এলুমিনিয়াম কম্পোজিট, সোনার বাংলা ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বীকন ফার্মাসিউটিক্যালস ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা কোম্পানি ও বারাকা পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম