স্টার্ট-আপ সংস্থার লেনদেনের নতুন নিয়ম

bseস্টকমার্কেট ডেস্ক :

মূলত ই-কমার্স সংস্থাকে উৎসাহ দিতে স্টার্ট-আপ সংস্থার শেয়ার লেনদেনের নতুন নিয়মে চালু করতে যাচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।
এতে ই-কমার্স সংস্থাগুলিরই বেশি সুবিধা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন সংস্থা খুলে ব্যবসা শুরুর প্রবণতা এই ক্ষেত্রে এখন বেশি বলে মনে করছে সংস্থা। স্টার্ট-আপ সংস্থার ক্ষেত্রে ভারতের স্টক এক্সচেঞ্জে নথিভুক্তির শর্তও শিথিল করা হয়েছে। এত দিন তিন বছর বাদে নথিভুক্ত হওয়া যেত, যে-কারণে অনেক সংস্থাই বাধ্য হয়ে বিদেশের বাজারে নথিভুক্ত হত। এখন তা কমে হচ্ছে ছ’মাস। তার পরেই প্রথম শেয়ারও ছাড়তে পারবে কোম্পানিগুলো।

সংস্থাটির চেয়ারম্যান ইউ কে সিন্‌হা জানান, ‘‘আশা করব এর পরে অনেক স্টার্ট-আপ সংস্থাই ভারতের বাজারে নথিভুক্ত হবে।’’ ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্ন্যাপডিল মতো এ ধরনের বেশ কিছু সংস্থা।

সব ধরনের নতুন ইস্যুতে বাজারে শেয়ার আসার পরে তা নথিভুক্তির সময়সীমাও ১২ দিন থেকে কমিয়ে ৬ দিন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বৃহস্পতিবার স্পট মার্কেটে দুটি কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির শেয়ারের লেনদেন আগামীকাল ২৫ জুন বৃহস্পতিবার হতে ২৮ জুন রবিবার পর্যন্ত স্পট মার্কেটে হবে।

উক্ত সময়ে কোম্পানির শেয়ার ব্লক মার্কেটেও লেনদেন হবে । কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৯ জুন সোমবারে শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাকটিভ ফাইনের ডেভিডেন্ট ওয়ারেন্ট বিতরণ আজ

activeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন লিমিটেডের ডেভিডেন্ট ওয়ারেন্ট বিতরণ শুরু হবে আজ ২৫ জুন। এটা চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানটি ২০১৪ সালের লভ্যাংশ পত্র বিতরণ করবে। বিনিয়োগকারীরা নির্ধারিত দিনে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত রাজধানীর শেগুন বাগিচায় অবস্থিত তানাকা টাওয়ারের ৩য় তলায় কোম্পানীর রেজিষ্টার্ড অফিস থেকে এই ডেভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবে।

উক্ত সময়ে যারা এই কাগজটি সংগ্রহ করতে না পারবে তাদেরকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে বলে ডিএসই সূত্রে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ফিন্যান্সের ২০% নগদ ও ১০% বোনাস লভ্যাংশ

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদের বুধবারের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৫৫ পয়সা। আর শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু ৪৩ টাকা ২১ পয়সা।

আগামী ২৯ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ৮ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

দুই পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন

Global-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেবি কেমিক্যালস লিমিটেডের দুই জন উদ্দোক্তা পরিচালক নিজ কোম্পানির শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালক আবদুস সবুর খান এবং আবদুর রউফ খান তাদের নিকট থাকা শেয়ারের মধ্য থেকে ৫০ হাজার করে শেয়ার পূর্ব ঘোষনা অনুযায়ী বিক্রয় সম্পূর্ণ করেছেন।

গত ১৫ জুন এই দুই পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা করেন। আর এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বর্তমান বাজার দরে এসব শেয়ার বিক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইউনাইটেড পাওয়ারের দুটি বিদুৎ কেন্দ্র অধিগ্রহণের সিদ্ধান্ত

unitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) পরিচালনা পর্ষদ আরো ২টি বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদ্যুৎ উৎপাদনে কোম্পানির সক্ষমতা বাড়ানোর জন্য শাজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এসপিজিসিএল) এবং ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেডের (ইউআপিএল) অধিগ্রহণের এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

আগামী ৯০ কার্য দিবসের মধ্যে অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে বলে কোম্পানির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ইউপিজিডিসিএলের নিজস্ব তহবিলের অর্থে কোম্পানি দুটি অধিগ্রহণ করা হবে। এবং এর জন্য শেয়ার বাজারে নতুন করে কোনো শেয়ার ইস্যু করা হবে না।

ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেডের উৎপাদন ক্ষমতা ৫৩ মেগাওয়াট। আর শাজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ মেগাওয়াট। দুটি কেন্দ্রেই জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। আনুষাঙ্গিক কার্যক্রম সমাপ্ত ও অনুমোদনসাপেক্ষে এ অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

অলিম্পিক এক্সসেরিজের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি এই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ৪ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। এ প্রান্তিকে আইপিও পূর্ব শেয়ার প্রতি আয় বা ইপিএস অর্জন করেছে ৪৪ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার প্রতি আয় বা ইপিএস অর্জন করেছে ৩৬ পয়সা।

চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির এ মুনাফা হয়েছে ১২ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। এ সময় অলিম্পিক এক্সসেরিজ আইপিও পূর্ব শেয়ার প্রতি আয় বা ইপিএস অর্জন করেছে ১ টাকা ২৭ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার প্রতি আয় বা ইপিএস অর্জন করেছে ১ টাকা ০৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার বিক্রয়

central-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্দোক্তা পরিচালক এসএম ফাজলুল বারী তার হাতে থাকা কিছু শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পরিচালক নিজ বিমার এক লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ২ লাখ ১ হাজার ৮৯৩ টি শেয়ার রয়েছে।

ঘোষণা অনুযায়ী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে তিনি এ সব শেযার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সিএসইতে লেনদেন ৩০ কোটি টাকা

cseনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতূর্থ দিন বুধবার দিন শেষে কমেছে সবধরনের মূল্যসূচক ও শেয়ারের দর। এ দিন লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৩০ কোটি টাকা। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ৭৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১০০৬ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে ৮৩৭২ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচকও যা ১৩ পয়েন্ট কমে ১১ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ২৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন ছিল ৩৫ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে আগের দিনের চেয়ে আজ লেনদেন কমেছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২ টির, কমেছে ১৩৪ টির এবং ৩৬ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল বেক্স-ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. বেক্স-ফার্মা
  2. ইফাদ অটোস
  3. লাফার্জ সুরমা সিমেন্ট
  4. স্কয়ার ফার্মা
  5. গ্রামীন ফোন
  6. বেক্সিমকো লিমিটেড
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ইউনাইটেড এয়ার
  9. এএফসি এগ্রো
  10. ফেমিলিটেক্স লিমিটেড।