মার্কিন মানদণ্ডে উত্তীর্ণ স্কয়ার

sqoreস্টকমার্কেট ডেস্ক :

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসকে (সিজিএমপি) সন্তোষজনক বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ)।

গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওরাল সলিড ডোসেজ (ওএসডি) প্ল্যান্টের ওপর এফডিএর পরীক্ষণ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সম্প্রতি ওই প্রতিবেদন প্রকাশিত হয়।

চলতি বছরের জানুয়ারিতে এফডিএ প্রথমবারের মতো বাংলাদেশের ওষুধ কোম্পানিতে সিজিএমপি পরীক্ষণ করে। ওই পরীক্ষণে স্কয়ারের কারখানার উৎপাদন ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হয়।

ওষুধ প্রস্তুতকারকদের উৎপাদন ও মাননিয়ন্ত্রণের সবশেষ স্ট্যান্ডার্ড হলো সিজিএমপি।

বিশ্বে ওষুধের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এফডিএর অনুমোদন ছাড়া সে দেশে ওষুধ রপ্তানি সম্ভব নয়।

স্কয়ারের উৎপাদন ও মান নিয়ন্ত্রণব্যবস্থা ইতিমধ্যে যুক্তরাজ্যের এমএইচআরএ ও অস্ট্রেলিয়ার টিজিএর অনুমোদন পেয়েছে। যুক্তরাজ্যসহ ৩৯টি দেশে স্কয়ারের ওষুধ রপ্তানি হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

কনফিডেন্স সিমেন্টের রেজিষ্টার অফিস পরিবর্তন

confidence-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড রেজিষ্টার অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিষ্টার অফিস চট্টগ্রামের হালিশহর হাউজিং এষ্টেটে নেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

সুহৃদের দর বাড়ার কারণ নেই

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ কার্যদিবসে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে প্রায় ৩ টাকা । গত ১৪ জুন এ শেয়ারের দর ছিল ২০.৬০ টাকা এবং গতকাল ২২ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২.৯০ টাকা।

গত ৬ কার্যদিবসে মাত্র ১ দিন শেয়ারটির দর কমেছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে সুহৃদ ইন্ডাস্ট্রিজ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

তহবিল জোগানদাতাদের জন্য নতুন বিধি

bsecনিজস্ব প্রতিবেদক :

বেসরকারি খাতের ‘তহবিল জোগানদাতা’ প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিয়ম করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সোমবার বিএসইসির কমিশন সভায় ‘বিকল্প বিনিয়োগ নিয়ম বা অলটারনেটিভ ইনভেস্টমেন্ট রুলস, ২০১৫’ নামের নতুন এ বিধান অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, জনমত জরিপ শেষে নতুন এই বিধি অনুমোদন করা হয়েছে। শিগগিরই তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা বিভিন্নভাবে তহবিল সংগ্রহ করে পরবর্তীকালে তা শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় কিন্তু সম্ভাবনাময় কোম্পানির শেয়ারে (ইক্যুইটি) ও ঝুঁকিপূর্ণ মূলধন (ভেঞ্চার ক্যাপিটাল) হিসেবে বিনিয়োগ করছে। তার বিপরীতে ওই কোম্পানির নীতি প্রণয়নসহ পরিচালনার সঙ্গে যুক্ত হচ্ছে ‘তহবিল জোগানদাতা’ প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে গেলে তাতে উদ্যোক্তাদের জন্য ব্যবসার খরচ বেড়ে যায় বা বাড়তি চাপ তৈরি হয়। আবার ব্যবসা প্রতিষ্ঠার আগে ওই সব উদ্যোক্তা বা কোম্পানির পক্ষে শেয়ারবাজার থেকেও অর্থ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তাই অনেক উদ্যোক্তাই এখন সুদবিহীন মূলধন সংগ্রহের প্রতি আগ্রহী হচ্ছেন। আর এ ধরনের আগ্রহের ফলে দেশে ‘তহবিল জোগানদাতা’ প্রতিষ্ঠানেরও চাহিদা বাড়ছে। তাই এ ধরনের দেশীয় ‘তহবিল জোগানদাতা’ প্রতিষ্ঠানগুলোকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে নতুন বিধি করেছে বিএসইসি।

এ ছাড়া, আইন লঙ্ঘনের দায়ে কোরিয়ান মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বিএসইসি। বিএসইসির গতকালের সভায় কোম্পানিটিকে আইন ভঙ্গের জন্য সতর্কপত্র দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ