1. আমান ফিড
  2. বেক্সিমকো লিমিটেড
  3. বেক্সিমকো ফার্মা
  4. সিএমসি কামাল
  5. লংকাবাংলা ফাইন্যান্স
  6. বিএসআরএম
  7. সামিট পাওয়ার
  8. সিনো-বাংলা
  9. কাশেম ড্রাইসেলস
  10. রিয়ন ফার্মা।

শেষদিনে ইতিবাচক ধারায় লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনে ইতিবাচক ধারায় হয়েছে। এদিন সেখানে লেনদেনের সাথে বেড়েছে মূল্য সূচক। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের শেষদিনে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪.৬১ পয়েন্ট বেড়ে ৪৪৮২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ২.৭৪ পয়েন্ট বেড়ে ১০৮৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭২১ পয়েন্টে।

দিনভর ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল বুধবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৮৩ লাখ টাকার উপরে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমান ফিড, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, বিএসআরএম, সামিট পাওয়ার লিমিটেড, সিনো-বাংলা, কাশেম ড্রাইসেলস এবং ওরিয়ন ফার্মা।

অপরদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০৮ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন ৬ কোটি টাকা বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ