ইইউ বাংলাদেশকে জিএসপি প্লাস দেবে, আশা বাণিজ্যমন্ত্রীর

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৪ সালে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরও তিন বছর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে এই সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। এরপর, অর্থাৎ ২০২৭ সালের পর বাংলাদেশ আর ওই সুবিধা পাবে না।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘ষষ্ঠ ইইউ বাংলাদেশ ব্যবসায় পরিবেশ সংলাপ’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আশা করেন, ইইউ ওই সময় জিএসপি প্লাস সুবিধা দেবে বাংলাদেশকে। শুল্কমুক্ত সুবিধা বন্ধ হয়ে যাওয়ার পর ইইউ কোনো কোনো দেশকে জিএসপি প্লাস সুবিধা দিয়ে আসছে, যে সুবিধা শুল্কমুক্ত সুবিধার প্রায় কাছাকাছি।

ওই সংলাপে বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীনসহ বাংলাদেশ থেকে ২০ জন প্রতিনিধি অংশ নেন। ওই দিক থেকে ইইউ রাষ্ট্রদূত রেনসে টেরিঙ্কের নেতৃত্বে অংশ নেন জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালির রাষ্ট্রদূতসহ ৪১ প্রতিনিধি।

ইইউর সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে উদ্ভূত সমস্যা চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য ২০১৬ সালে উভয় পক্ষের প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। এবারেরটি ষষ্ঠ। আলোচনার মাধ্যমে এরই মধ্যে অনেক সমস্যার সমাধানও হয়েছে, যাতে উভয় পক্ষই উপকৃত হয়েছে। শুল্ক, কর, ওষুধ, অর্থপ্রবাহ ও বিনিয়োগ—এ পাঁচ বিষয়ে কাজ করতে গঠন করা হয়েছে পাঁচটি কার্যদল।

ইইউ বাংলাদেশের বড় ব্যবসায়িক অংশীদার ও রপ্তানি গন্তব্যস্থল। অস্ত্র ছাড়া সবকিছু (ইবিএ) প্রকল্পের আওতায় ইইউর দেওয়া বাণিজ্যসুবিধায় বাংলাদেশ উপকৃত হয়েছে। ইইউর কাছে এ জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। এসব কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, গত অর্থবছরে বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোয় ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা মোট রপ্তানির প্রায় ৫৮ শতাংশ।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে বন্দরগুলোর সক্ষমতা বেড়েছে, বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে আট ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/

ট্যুরিজম খাত উন্নয়ন হলে দেশের চেহারা পাল্টে যাবে : বিডা

bidaস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদেশি বিনিয়োগের মাধ্যমে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে সমন্বিত ট্যুরিজম খাতের উন্নয়ন করা হলে দেশের চেহারা পাল্টে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি আজ সকালে বন্দর নগরীর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান।

দেশে বেসরকারি খাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগ সহায়তা প্রদান এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন।

সিরাজুল ইসলাম বলেন, বিশ্বের অনেক দেশ বিদেশি বিনিয়োগের মাধ্যমে পর্যটন খাত উন্নয়ন করেছে। বিদেশিরা চান নিরাপত্তা ও পলিসি সাপোর্ট। এ দুটো বিষয় নিশ্চিত করা গেলে প্রচুর বিদেশি পর্যটক বাংলাদেশে আসবেন।

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্ব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শঙ্কর রঞ্জন সাহা, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্ত্তী প্রমুখ।

সিরাজুল ইসলাম বলেন, আমাদের ফরেন ইনভেস্টমেন্টের চেয়ে লোকাল ইনভেস্টমেন্ট বেশি হওয়ায় অর্থনৈতিক ভিত্তি মজবুত। তবে লক্ষ্যে পৌঁছাতে হলে ফরেন ইনভেস্টমেন্ট দরকার।

তিনি বলেন, বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, এখানেই তো শিল্পের সূতিকাগার। আমদানি-রফতানির ৯০ ভাগ এ বন্দর দিয়ে হয়। দেশের প্রধান শিল্প গার্মেন্টস রফতানি হয় এ বন্দর দিয়ে। সব মিলে দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরের বিশাল ভূমিকা রয়েছে। তবে শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও এগিয়ে আনতে হবে। বন্দরের লিড টাইম কমাতে হবে।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হার্ডলাইন। এটি দ্রুত ১০০ শীর্ষ বন্দরের মধ্যে অনেক ধাপ এগিয়ে এসেছে। ৩০ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শিল্পনগরী, মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্রবন্দরের কাজ চলছে। ডেল্টা প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। সব মিলে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি।

স্টকমার্কেটবিডি.কম/

চলতি মাসেই ইএফডি পাচ্ছেন ব্যবসায়ীরা: এনবিআর

nrbস্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি মাস (ডিসেম্বর) থেকেই ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) পাচ্ছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানান।

আজ রবিবার (৮ ডিসেম্বর) সেগুনবাগিচার রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান।

মোশাররফ হোসেন বলেন, চলতি মাসে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে ইএফডি মেশিন। প্রথমে ১০ হাজার মেশিন দেওয়া হবে। একইসঙ্গে ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান চলতি অর্থবছরের মধ্যে এ মেশিন পাবে।
স্টকমার্কেটবিডি.কম/

জিকিউ বলপেনের ২০১৯ সালে্র ঋণমান প্রকাশ

gq pen-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন লিমিটেডের দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘বিবিবি’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একইবছরে কোম্পানিটির দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এসটি-৩’।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পিয়াজ ব্যবসায়ীদের সতর্ক করে দিলেন দুদকের চেয়ারম্যান

Dudak-chairস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বেশি দামে পিয়াজ বিক্রি করার বিষয়টি দুদকের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা কাজ করছে। তাদের কাছ থেকে যদি কোনও তথ্য পাওয়া যায়, যাতে বেশি দামে পিয়াজ বিক্রি করে অবৈধ সম্পদের মালিক কেউ হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার দুদক মিলনায়তনে রিপোর্টার্স অ্যাগেইনেস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।

সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, অনেকেই বলছেন এ অভিযান বন্ধ হয়ে গেছে। কিন্তু দুদক কাজ করছে।

এরইমধ্যে ১৮৭ জনের তালিকা তৈরি করা হয়েছে। দুদক যাদের নিয়ে কাজ শুরু করেছে, আইনি প্রক্রিয়া ছাড়া তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং অভিযুক্তদের আনন্দে থাকার কোনো সুযোগ নেই। দুর্নীতি যেই করুন না কেন, তাকে দুদকের বারান্দায় আসতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  2. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  3. ন্যাশনাল টিউবস
  4. ড্যাফোডিল কম্পিউটারস
  5. লাফার্জ হোলসিম বিডি
  6. এসকে ট্রিমস
  7. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  8. বীকন ফার্মা
  9. জেনেক্স ইনফ্রোসিস
  10. ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

ডিএসই ৩৪৯ ও সিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৩২ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৫.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে। আর ডিএসই সূচক ১৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৪১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৮৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৭ টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, ড্যাফোডিল কম্পিউটারস, লাফার্জ হোলসিম বিডি, এসকে ট্রিমস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, জেনেক্স ইনফ্রোসিস ও ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৮৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

৯ রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান

uberস্টকমার্কেটবিডি ডেস্ক :

উবারসহ ৯টি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার উবার অনুমোদন পায়। এর আগে বিভিন্ন সময়ে পাঠাও, সহজসহ ৮টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়। এছাড়া আরও তিনটি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

একটি প্রতিষ্ঠান পর্যাপ্ত কাগজপত্র না দেয়ায় সেটিকে বিবেচনা করছে না বিআরটিএ। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএ চেয়ারম্যান ড. কামরুল ইসলাম বলেন, ৯টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। তিনটিকে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। একটি আবেদন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব। আমরা বাহন নিরাপদ করতে চাই।

যেসব প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে সেগুলো হচ্ছে- পিকমি, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম, ওভাই সলিউশনস, চালডাল, পাঠাও, আকাশ টেকনোলজি, সেজেস্টো, সহজ ও উবার।

এছাড়া বাডি লিমিটেড, আকিজ অনলাইন লিমিটেড ও ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের আবেদন প্রক্রিয়াধীন। প্রবাহন লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমে আবেদন করে। তারা প্রাথমিক অনুমোদনও পায়নি।

চলতি বছরের ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোক পরবর্তী এক মাসের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিতে বলা হয়েছিল।

জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সনদ না নিলে সংশ্লিষ্ট সার্ভিসদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ১৫ জানুয়ারি শর্ত সাপেক্ষ অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং পরিবহন সেবার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকে ১১ শর্তে এ অনুমোদন পায় রাইড শেয়ারিং সেবাটি। নীতিমালায় আটটি অনুচ্ছেদ এবং ১১টি শর্ত যুক্ত করা হয়েছে। এর আগে ২০১৭ সালের জুনে এ নীতিমালা তৈরির উদ্যোগ নেয়া হয়। একই বছর অক্টোবরে হয় প্রথম খসড়া।

নীতিমালায় প্রণীত বিধানগুলো :

১. অ্যাপভিত্তিক পরিবহন সেবা দিতে বিআরটিএর অনুমোদন বা নিবন্ধন লাগবে।

২. কোম্পানিগুলোর ঢাকায় কমপক্ষে ১০০টি, চট্টগ্রামে ৫০টি এবং অন্যান্য এলাকায় ২০টি যানবাহন থাকতে হবে।

৩. নিবন্ধন ফি ১ লাখ টাকা। প্রতি বছর নবায়নে ১০ হাজার টাকা।

৪. ব্যক্তি মালিকানায় একজন একটির বেশি গাড়ি এই সেবায় দিতে পারবেন না। গাড়ি এই সেবায় দিলে আলাদা ফি দিতে হবে। প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিতে বছরে ১ হাজার টাকা আর মোটরসাইকেলে ৫০০ টাকা।

৫. একসঙ্গে একাধিক অ্যাপে সেবা দেয়া যাবে না। অ্যাপ পরিবর্তন করতে চাইলে দুই মাস পরে করতে হবে।

৬. ভাড়া সরকার নির্ধারিত ট্যাক্সি ক্যাবের চেয়ে বেশি নেয়া যাবে না। ট্যাক্সিক্যাবে বেইজ বা যাত্রা শুরুর ভাড়া ৫০ টাকা আর প্রতি কিলোমিটারে ৩৫ টাকা নির্ধারণ করে দেয়া আছে। সিএনজিতে এটি বেইজ ৪০ টাকা ও প্রতি কিলোমিটার ১২ টাকা রয়েছে। মোটরসাইকেলের ভাড়া এখনও নির্ধারিত নেই।

৭. কোম্পানিগুলোকে যাত্রীর ভ্রমণের বিস্তারিত তথ্য কমপক্ষে ৩ মাস সংরক্ষণ করতে হবে।

৮. সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যাত্রীর বিআরটিএ’তেও অভিযোগ জানাতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩০

210339Agun_kalerkantho_picস্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতের রাজধানী নয়াদিল্লির সদর বাজারে আজ রবিবার একটি কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে।

পুরোনো দিল্লিতে অবস্থিত এই কারখানায় আজ ভোরের দিকে আগুন লাগে। নয়াদিল্লির ফায়ার সার্ভিসের উপপ্রধান সুনীল চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জনকে ভেতর থেকে উদ্ধার করেছি আমরা। তাঁরা শ্রমিক ও কারখানার কর্মী। তাঁরা চার-পাঁচতলার এই ভবনের ভেতরে ঘুমিয়ে ছিলেন।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, যে কারখানায় আগুন লেগেছে সেটি সদর বাজারে অবস্থিত। বাণিজ্যিক এই ঘিঞ্জি এলাকায় ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালানো খুবই কঠিন। ভবনটি স্কুলব্যাগ আর প্যাকিং সরঞ্জামে ঠাসা ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি।

সদর বাজারে পুলিশের সহকারী কমিশনার বলেন, উদ্ধার করা ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৩০ জন মৃত বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আরও কয়েকজনের অবস্থা গুরুতর। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান তাঁরা।

স্থানীয়রা বলেন, অর্থ বাঁচাতে শ্রমিকদের অনেকে কারখানার ভেতরেই ঘুমান। এই শ্রমিকেরা মূলত অন্য রাজ্য থেকে দিল্লিতে এসেছেন। বাইরে থাকার খরচ মেটাতে না পেরে অল্প খরচে কারখানার ভেতরে থাকেন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব কারখানায় মাঝে মাঝেই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্রামীণফোনের নেটওয়ার্ক নিয়ে সংসদীয় কমিটিতে ক্ষোভ

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের মোবাইল কোম্পানিগুলোর সবচেয়ে বড় প্রতিষ্ঠান গ্রামীণফোনের (জিপি) নেটওয়ার্ক ও কলড্রপ নিয়ে সংসদীয় কমিটিতে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

দেশের অন্য মোবাইল কোম্পানিগুলোর চেয়ে গ্রামীণফোনে কলড্রপ সবচেয়ে বেশি জানিয়ে যে সব এলাকায় এই সমস্যা বেশি সেখানে মন্ত্রণালয় থেকে টেকনিক্যাল কমিটি গঠন করে তদন্ত করারও দাবি উঠে কমিটিতে।

কমিটির এই অভিযোগের জবাবে ভবিষ্যতে আরও বেশি আধুনিকতার স্পর্শে গ্রাহকের স্বার্থরক্ষার কাজ করা হবে বলে বৈঠকে জানায় গ্রামীণফোন কর্তৃপক্ষ।

সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, বৈঠকে কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ বলেন, গুলশান বনানী এলাকা থেকে তার গ্রামের বাড়ি মাত্র ৬ কিলোমিটার দূরত্ব। সেখানে গ্রামীণফোনের নেটওয়ার্ক সব সময় পাওয়া যায় না। এ বিষয়ে মন্ত্রণালয়সহ গ্রামীণফোনের টেকনিক্যাল কমিটির সমন্বয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। সভাপতি বলেন, যে সব জায়গায় নেটওয়ার্ক, কলরেট ও কলড্রপ সমস্যা দেখা যায় ওই সব জায়গায় মন্ত্রণালয়ের মাধ্যমে টেকনিক্যাল কমিটি মনিটরিংসহ অন্য বিষয়গুলোও খতিয়ে দেখা উচিত।

এ সময় বৈঠকে উপস্থিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সার্ভিস প্রোভাইডের মাধ্যমে দেখা যায় গ্রামীণফোনের (জিপি) চেয়ে রবি, টেলিটক, বাংলালিংকের কলড্রপের রেট কম। সবচেয়ে বেশি কলড্রপ জিপির।

তিনি বলেন, ফাইনান্সিয়াল অডিটের সঙ্গে টেকনোলজি অডিট সংযুক্ত করে শক্তিশালী যুগোপযুগী কমিটি গঠন করা যেতে পারে। সংসদ ভবন, গণভবন এরিয়াসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নেটওয়ার্কের আওতায় বিবেচনায় রেখে সংশ্লিষ্ট বিভাগকে সুদৃষ্টি রাখা উচিত।

জিপির ঘন ঘন কলড্রপ, নেটওয়ার্ক ও কলরেট সম্পর্কে জানতে চাইলে গ্রামীণফোনের নির্বাহী পরিচালক হোসাইন সাহাদাৎ ওই সংস্থা সম্পর্কে বিস্তারিত সভায় তুলে ধরেন। তিনি বলেন, তাদের নিজস্ব কিছু সমস্যা আছে এবং এ ক্ষেত্রে বিটিআরসি ও গ্রামীণফোন সব সময় জনগণের স্বার্থরক্ষায় কাজ করে থাকে। ভবিষ্যতে আরও বেশি আধুনিকতার স্পর্শে গ্রাহকের স্বার্থরক্ষার কাজ করা হবে বলে বৈঠকে তিনি জানান।

এ অবস্থায় গ্রামীণফোনসহ জনগণের সেবাগুলোর সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেটওয়ার্ক যেন সব সময় থাকে সেই সুপারিশ করে সংসদীয় কমিটি। পাশাপাশি কমিটির আগামী বৈঠকে গ্রাহকসেবা সংস্থার কলরেট, কলড্রপ ও নেটওয়ার্ক সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, নূরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম ও অপরাজিতা হক অংশ নেন। বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিটিকে সার্বিক সহায়তা দেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং গ্রামীণফোনের নির্বাহী পরিচালক হোসাইন সাহাদাৎ, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, বিটিআরসি চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : যুগান্তর

স্টকমার্কেটবিডি.কম/