ফারইস্ট ও এশিয়া প্যাসিফিকের এজিএম আজ

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা(এজিএম) আজ রবিবার অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ফারইস্ট লাইফের এজিএম ১৬ আগষ্ট সকাল সাড়ে ১০টায় কোম্পানির প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ। যা এজিএমে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে আজ বেলা ১১টায় কাকরাইলের আইডিইবি ভবন মিলনায়তনে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এ সভায় অনুমোদিত হওয়ার কথা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

রিপাবলিক ইন্স্যুরেন্সের ঋণমান ‘এ’

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির দীর্ঘমেয়াদে ঋণমান ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এআর-২’। এর অর্থ ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় ভালো অবস্থানে রয়েছে এ কোম্পানি। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে আলফা ক্রেডিট রেটিং।

২০১৪ সালের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এ কোম্পানি। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ১ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ৪ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে ১ টাকা ৯ পয়সা ইপিএস দেখিয়েছে সাধারণ বীমা কোম্পানিটি, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৬৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

৫৬টির মধ্যে ১৩টি কোম্পানির অবস্থান ইস্যুমূল্যের নিচে

ipoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে গত ২০১১ থেকে ২০১৫ সালে তালিকাভুক্ত হওয়া ৫৬ টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির শেয়ারের দর ইস্যুমূল্যের নিচে অবস্থান করছে। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির দর বরাদ্দ মূল্যের প্রায় অর্ধেকে নেমে এসেছে। বরাদ্দ মূল্যের নিচে নেমে আসা এসব কোম্পানি প্রিমিয়াম মূল্যে বাজার থেকে অর্থ সংগ্রহ করেছে।

ইস্যুমূল্যের নিচে নেমে আসা কোম্পানিগুলো হচ্ছে : ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, জিবিবি পাওয়ার, জিএসপি ফাইন্যান্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ, বারাকা পাওয়ার (বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়ানামিক্স), প্যারামাউন্ট টেক্সটাইল, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ওরিয়ন ফার্মা, আরগন ডেনিমস এবং হামিদ ফেব্রিক্স।

পর্যালোচনায় দেখা গেছে, ২০১১ থেকে ২০১৫ সালে এ পর্যন্ত ফিক্সড প্রাইস পদ্ধতিতে ৫৬টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এসব কোম্পানির মধ্যে ইস্যুমূল্যের নিচে নেমে এসেছে ১৩টি কোম্পানির শেয়ারের দর।

২০১১ সালে তালিকাভুক্ত হয়েছে ৫টি কোম্পানি। এর মধ্যে ৩টি কোম্পানিরই শেয়ারের দর ইস্যুমূল্যের নিচে নেমে এসেছে। ২০১২ সালে তালিকাভুক্ত হওয়া ১২টি কোম্পানির মধ্যে ৩টির দর ইস্যুমূল্যের নিচে। ২০১৩ সালে তালিকাভুক্ত হওয়া ১২টি কোম্পানির মধ্যে ৪টির দর ইস্যুমূল্যের নিচে। ২০১৪ সালে তালিকাভুক্ত হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ৩টির দর ইস্যুমূল্যের নিচে। তবে ২০১৫ সালে তালিকাভুক্ত হওয়া ৮ কোম্পানিরই শেয়ারের দর ইস্যুমূল্যের ওপরে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সাত মাসে সেনসেক্সের সর্বোচ্চ উত্থান

sensexস্টকমার্কেট ডেস্ক :

অবশেষে চাঞ্জা হয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার। শুক্রবার এক ধাক্কায় সেনসেক্স বাড়ল ৫১৭.১৮ পয়েন্ট। গত সাত মাসের মধ্যে এক দিনে এর আগে এতটা বাড়েনি সূচক।

বিশেষজ্ঞদের ধারণা, মূল্য বৃদ্ধির হার কমায় এবার রিজার্ভ ব্যাংক সুদ কমানোর পদক্ষেপ করতে পারে বলে বিনিয়োগকারীদের মনে যে আশার সৃষ্টি হয়েছে, তার উপর ভর করেই এই দিনের বাজার উঠেছে।

তা ছাড়া, তাতে ইন্ধন জুগিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে কেন্দ্রের মূলধন জোগানোর কথাও। গতকাল বন্ধের সময় সেনসেক্সের অবস্থান ছিল ২৮০৬৭.৩১ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সপ্তাহের লেনদেনে এগিয়ে ইউনাইটেড পাওয়ার

UPGDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ ক্যাগরির কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে শীর্ষে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭৬ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মোট এক কোটি ৬ লাখ ৩১ হাজার ৩৭৪টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক লেনদেন হয়েছে ৯১ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার টাকা।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডা্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স এবং স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

গ্রীন ডেল্টা ও পপুলার ফান্ডের লভ্যাংশ

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স মিউচুয়াল ও পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি তাদের ইউনিটহোল্ডারদের জন্য গত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই সব তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার ফান্ডের সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব লভ্যাংশ অনুমোদন করা হয়।

সূত্র জানায়, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডে সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ১২ শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ফান্ডের লভ্যাংশের রেকর্ড তারিখ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

তিন মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি তাদের ইউনিটহোল্ডারদের জন্য ২০১৪-১৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই সব তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার ফান্ডের সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব লভ্যাংশ অনুমোদন করা হয়।

সূত্র জানায়, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে সাড়ে ৭ শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ফান্ডের লভ্যাংশের রেকর্ড তারিখ।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডে ৬ শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ফান্ডের লভ্যাংশের রেকর্ড তারিখ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি