পদ্মা লাইফের বোর্ড সভা বৃহস্পতিবার

padma lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০ টায় নিজেদের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অ-নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

‘স্বামীর শেয়ারের টাকা না পেয়ে কৃষ্ণা কাবেরীকে হত্যা’

krisna-kaberi-edস্টকমার্কেট ডেস্ক :

আদাবরের কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলায় গুলশানের একটি ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপক এম জহিরুল ইসলাম পলাশকে একমাত্র আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ।

তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেছেন, স্বামী সীতাংশু বিশ্বাসের শেয়ার ব্যবসার টাকা হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ জহিরুল কৃষ্ণাকে হত্যা করেন বলে অভিযোগপত্রে জানিয়েছেন তিনি।

আলোচিত ওই হত্যার প্রায় ১৪ মাস পর গত ৩১ মে তিনি আদালতে অভিযোগপত্র জমা দিলেও সে তথ্য জানা গেছে বৃহস্পতিবার।

জহিরুল কারাগারে রয়েছেন। সর্বশেষ গত ২ মার্চ তার জামিন আবেদন নাকচ করেন মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা।

অভিযোগপত্রে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার মারুফ হায়দারী সোহাগ নামে একটি গোয়েন্দা সংস্থার কর্মচারীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে; যার নাম ছিল না এজাহারেও।

সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই কুতুবুল আলম বলেন, “মহানগর হাকিম মেহের নিগার সূচনা অভিযোগপত্রটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করলেও এখনও নিয়ম মেনে তা গ্রহণ করা হয়নি। অভিযোগপত্রের বিষয়ে বাদীকে জানানো হবে।

“বাদী যদি অভিযোগপত্রের বিষয়ে কোনো আপত্তি না দেন অথবা নারাজি আবেদন না করেন তবে অভিযোগপত্রটি গ্রহণ, আমলে নেওয়ার জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নথি পাঠিয়ে দেওয়া হবে।”

২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল (৩৫)।

তার স্বামী সীতাংশু শেখর বিশ্বাস বিআরটিএর প্রকৌশল বিভাগের উপ-পরিচালক ছিলেন।

ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস পূর্বপরিচিত গুলশানের ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক ব্যবসায়ী জহিরুলকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

পরে তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলায় এর আগে ১৬টি তারিখ পার হয় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য।

মামলার নথিপত্রে দেখা গেছে, সীতাংশুর শেয়ার বাজারে আট লাখ টাকা ছিল। সেই সূত্রেই জহিরুলের সঙ্গে তার পরিচয়। হত্যার কারণ নিয়ে জহিরুল স্বপ্রণোদিত হয়ে হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। সেখানে শেয়ারের টাকা পয়সার লোভে এই আক্রমণ ও হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যমে আসা প্রতিবেদন অনুসারে, সেদিন সন্ধ্যার পর সীতাংশু কুমার বিশ্বাসের ইকবাল রোডের বাসায় তার জন্মদিনের কেক, মিষ্টি ও মোমবাতি নিয়ে শুভেচ্ছা জানাতে যান জহিরুল। কেক কাটার পর কৌশলে সিতাংশুকে চেতনানাশক মেশানো ফলের জুস পান করিয়ে অচেতন করে হাতুড়িপেটার চেষ্টা করেন জহিরুল। এসময় কৃষ্ণা বাধা দিতে গেলে জহিরুল দুই জনকেই এলোপাতাড়ি পেটান। পরে মোমবাতি থেকে কৃষ্ণার শাড়ি ও ঘরে আগুন ছড়িয়ে যায়। রাতে দগ্ধ ও আহত কৃষ্ণাকে হাসপাতালে ভর্তির করার পরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেসময় হাতুড়িপেটায় আহত হন তাদের দুই মেয়ে শোভনা ও অদিতি।

তদন্ত কর্মকর্তা দেলোয়ার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশানের একটি ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপক জহিরুল শেয়ার ব্যবসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

“সিতাংশুর বিও হিসাব ওই ব্রোকারেজ হাউজে ছিল। সিতাংশুর শেয়ার আত্মসাৎ করতেই ওই হামলা বলে অভিযোগপত্রে উল্লেখ করেছি।”

মামলার অন্যতম সাক্ষী নিহতের মামা পিন্টু বিশ্বাস শুক্রবার একটি অনলাইন পত্রিকাকে বলেন, তিনি এখনও অভিযোগপত্র জমার বিষয়ে জানেন না। তবে জহিরুলকে আসামি করা হলে তারা আদালতে কোন নারাজি আবেদন করবেন না।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরন

peoples-Insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ বিতরন শুরু হয়েছে। আগামী ১৯ জুন থেকে ২৭ জুন পর্যন্ত এই নগদ লভ্যাংশ পত্র বিতরন করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

গত ৩১ ডিসম্ববর ২০১৫ সালের এই লভ্যাংশ পত্র রাজধানীর মতিঝিলের পিপলস ভবনের নিজেদের অফিস থেকে বিতরন করা হবে।

এসময়ের মধ্যে কোনো বিনিয়োগকারী এই ওয়ারেন্ট লেটার নিতে না পারলে তাদেরকে কুরিয়ারের মাধ্যমে এটা পাঠিয়ে দেওয়া হবে।

পিপলস ইন্স্যুরেন্স গত ২০১৫ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

বিডি সার্ভিসসের হিসাব বছর পরিবর্তন

bd serv-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি বিডি সার্ভিসস লিমিটেডের পরিচালনা পর্ষদ হিসাব বছর গনণায় পরিবর্তন এনেছে। চলতি বছর থেকে কোম্পানিটি জুন-জুলাই হিসাবে বছর গনণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে।

জানা গেছে, কোম্পানিটি ৩১ মার্চের এর পরিবর্তে জুন-জুলাই হিসাব বছর গনণা করবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বিমা- আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. একমি ল্যাব.
  2. বিএসআরএম লি.
  3. লাফার্জ সুরমা
  4. স্কয়ার ফার্মা
  5. অরিয়ন ফিউশন
  6. শাহজিবাজার পাওয়ার
  7. অলিম্পিক এক্সেসরিজ
  8. লিন্ডে বিডি
  9. বিবিএস
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।