সূচক কমলেও বেড়েছে লেনদেন

indexনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে সূচক। এ সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০৬ কোটি টাকার। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ বা ৩৭ দশমিক ১৬ পয়েন্ট।

সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি ৬ লাখ ৪৫ হাজার ২৩৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৯২ লাখ ১১ হাজার ৩০৯ টাকার। এসময় ডিএসইতে লেনদেন বেড়েছে।

এ সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ দশমিক ৪৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৪৬ শতাংশ। আর ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ১২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৪ দশমিক ৯৫ শতাংশ।

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির। আর দর কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৫% লভ্যাংশ ঘোষণা

standardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ১৩ পয়সা।

আগামী ১৪ মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

আর্গন ডেনিমসের ২০% লভ্যাংশ ঘোষণা

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ২৭ টাকা।

আগামী ৩০ এপ্রিল প্রতষ্ঠিানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ন্যাশনাল হাউজিংয়ের ১৫% লভ্যাংশ ঘোষণা

national-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা আর শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৪.১২ টাকা।

আগামী ১২ মে প্রতষ্ঠিানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর