রপ্তানি আয় কমেছে ৪ দশমিক ৭৯ শতাংশ : ইপিবি

epbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পণ্য রপ্তানি আয়ে ঘুরে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম আট মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ৬৪১ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৭৯ শতাংশ কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বৃহস্পতিবার রপ্তানি আয়ের এ হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্যের রপ্তানি আয় কমে যাওয়ায় সামগ্রিক পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে ২ হাজার ১৮৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৫৩ শতাংশ কম। পোশাক রপ্তানি কমলেও পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে। আট মাসে ৬৯ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৪৬ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে ৬৩ কোটি ১৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ কম। অন্য দিকে ৫২ কোটি ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৪৭ শতাংশ কম। হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে ৩৭ কোটি ডলারের। এ ক্ষেত্রে রপ্তানি কমে গেছে ৪ দশমিক ৩৯ শতাংশ।

গত অর্থবছরে ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। চলতি অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৫৫০ কোটি ডলার। তবে প্রথম আট মাস শেষে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি পিছিয়ে আছে ১২ দশমিক ৭২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রাণিসম্পদ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব : প্রাণিসম্পদ মন্ত্রী

rejaulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, গার্মেন্টসসহ অন্যান্য রপ্তানি খাতের মতো মাংস ও অন্যান্য সামগ্রী রপ্তানি করে প্রাণিসম্পদ খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ ও বিসিএস প্রাণিসম্পদ ক্যাডার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “প্রাণিসম্পদ বিভাগে যে দক্ষ জনশক্তি রয়েছে, তাদের আন্তরিকতা ও একাগ্রতা থাকলে দেশে প্রাণিসম্পদের উন্নয়নে অভাবনীয় সাফল্য আসবে। এ সাফল্য প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করবে শুধু তাই নয়, বরং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশসহ অন্যান্য দেশে হালাল ও ভালো মাংস আমদানীর চাহিদা রয়েছে। প্রক্রিয়াজাতকরণসহ প্রাণিসম্পদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করতে পারলে রপ্তানি ক্ষেত্রে আমরা অনেকদূর এগুতে পারবো।”

মন্ত্রী আরো বলেন, “প্রধানমন্ত্রী চান না দেশে একজন মানুষও না খেয়ে থাকুক। সংবিধানে বর্ণিত মৌলিক চাহিদা তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তিনি নিশ্চিত করতে চান। প্রান্তিক কৃষক ও জেলেদের জন্য আমরা এমন কিছু করে দিতে চাই যাতে তাদের দুরবস্থা না থাকে। প্রাণিসম্পদ উন্নয়নের জন্য আমরা যদি তাদের সহজে ঋণ দিতে পারি, দিক-নির্দেশনা দিতে পারি, তাহলে দারিদ্র্য একদিন জাদুঘরে চলে যাবে। সেক্ষেত্রে প্রাণিসম্পদের বিভিন্ন পর্যায়ে যারা সম্পৃক্ত আছেন তাদের যথাযথ ভূমিকা রাখতে হবে।”

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রীর প্রত্যাশার জায়গা থেকে বলবো, শুধু অ্যাসোসিয়েশন কেন্দ্রিক জায়গায় আবদ্ধ থাকবেন না। দেশ, জাতি, সমাজ সভ্যতা, মানুষের প্রতি দায়িত্ববোধ এবং প্রাণিকুলের জন্য দায়িত্ব পালন করতে হবে। এ জায়গা থেকে বিচ্যুত হবেন না।”

এসময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মাংস, দুধ ও ডিমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে মন্ত্রণালয়ের গৃহিত সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। পরে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মন্ত্রীর হাতে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. লাফার্জ হোলসিম সিমেন্ট
  2. ওরিয়ন ফার্মা
  3. নহি এলুমিনাম কম্পোজিট
  4. বিকন ফার্মা
  5. সিভিও পেট্রোকেমিক্যালস
  6. ওরিয়ন ইনফিউশন
  7. ব্র্যাক ব্যাংক
  8. ভিএফএস থ্রেডস
  9. হাক্কানী পাল্প
  10. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এসকে ট্রিমসের ২.৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

SK-Trims-স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন করপোরেট পরিচালক প্লেসমেন্ট শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং নামে পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ ৩০ হাজার ৫৬৯টি শেয়ার ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারবাজার উঠবে নাকি নামবে এটা নিয়ে আমি কাজ করি না: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেয়ারবাজার উঠবে নাকি নামবে, আমি এটা নিয়ে কাজ করি না। আমার কাজ হচ্ছে অর্থনীতি শক্তিশালী করা। শেয়ার বাজার নিয়ে সরকার কাজ করছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, অনেকেই সরকারের সমালোচনা করছেন। সরকার নাকি ব্যাংকের উপর সুদের হার চাপিয়ে দিচ্ছে। আমেরিকাসহ অনেক দেশ এটা করে থাকে, আমরাও সারাজীবন রাখবো না। সরকার সারাজীবন ঋণের সুদের হার বেঁধে দেবে না। বাজার যখন স্থিতিশীল হবে, তখন বাজারের উপর ছেড়ে দেয়া হবে।

তিনি বলেন, সুদের হার এবং চক্রবৃদ্ধি হারে সুদহার নির্ধারণের কারণে দেশে খেলাপি ঋণ বাড়ছে এবং শিল্পায়নের সম্প্রসারণ হচ্ছে না। অর্থনৈতিক উন্নয়নের জন্য সুদের হার কমিয়ে আনতে হবে, এজন্য এখানে হাত দেয়া হয়েছে। মার্কেট স্বাভাবিক হলে এটিও তুলে দেয়া হবে।

সঞ্চয়পত্র নিয়ে অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্র করা হয়েছিল দরিদ্র এবং পেনশনভোগী মানুষের জন্য, কিন্তু এটির অনেক অপব্যবহার হচ্ছে। ব্যাংকিং খাতে অটোমেশনের মাধ্যমে এটি ঠিক করা হয়েছে। পোস্টাল সঞ্চয়পত্র অটোমেশনে আনার পর ঠিক করা হবে, এখানে কেউ ঠকবেন না।

তিনি আরও বলেন, অনেকেই বলছেন প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান না বাড়লে প্রবৃদ্ধি হয় কিভাবে?

দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে এখানে তিন কোটি মানুষের কর্মসংস্থান হবে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর জন্য সব ধরনের প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য আমাকে সময় দিতে হবে, যোগ করেন অর্থমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/

সী পার্লসের মূল্য সংবেদনশী তথ্য নেই

Hotel-sea.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদণা খাতের কোম্পানি সী পার্লস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দর বাড়ার বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সী পার্লস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

লাফার্জ হোলসিমের ১০% লভ্যাংশ ঘোষণা

lafarge-holcim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৩.৯৫ টাকা।

আগামী ৭মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এ