বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডসের লভ্যাংশ ঘোষণা

BD Welding Electrodesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য বিগত দুই বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৮ ও ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

৩০ জুন ২০১৯ সালের জন্য কোম্পানিটি ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর এর আগের বছরের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে।

২০১৮ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১.৬৯ টাকা।

২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১.৬১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর । আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনের সময় বাড়ল

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :
নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পুনর্গঠনের সময় বৃদ্ধি করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণ পুনর্গঠনে আগের তুলনায় দ্বিগুণ সময় পাবেন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, বিদ্যমান কভিড-১৯ বাস্তবতায় আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে গ্রাহকের আর্থিক সঙ্গতি বিশ্লেষণ করে স্বীয় বিবেচনায় পুনর্গঠনের সিদ্ধান্তে উপনীত হতে পারে সে লক্ষ্যে ঋণ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারবে। আগে এই সময়সীমা ছিল ২৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আগে যেসব আর্থিক প্রতিষ্ঠান ৮ বছর মেয়াদী কোনো ঋণ পুনর্গঠনের জন্য হাতে সময় পেত দুই বছর। এখন থেকে তারা একই ঋণ পুনর্গঠনের সময় পাবেন চার বছর।

স্টকমার্কেটবিডি.কম/

আন্তনগর ট্রেন চালু হচ্ছে ১৫ আগস্টের পর

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে দেশের সব আন্তনগর ট্রেন চালু হতে যাচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রবিবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি ট্রেন চলাচল শুরু করে। এরপর ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।

৩১ মে থেকে চলাচল করা ট্রেনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম লাইনে সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা-সিলেট লাইনে কালনী, সিলেট-চট্টগ্রাম লাইনে পাহাড়িকা বা উদয়ন এক্সপ্রেস, ঢাকা-রাজশাহী লাইনে বনলতা এক্সপ্রেস, ঢাকা-খুলনা লাইনে চিত্রা এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় লাইনে পঞ্চগড় এক্সপ্রেস ও ঢাকা-লালমনিরহাট লাইনে লালমনি এক্সপ্রেস।

দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে ১১ জোড়া ট্রেন চলাচল শুরু করে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটে নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হলেও মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

স্টকমার্কেটবিডি.কম/

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১০ সেপ্টেম্বর

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাস্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিশ্ব বাজারে আরেক দফা কমেছে সোনার দাম

goldস্টকমার্কেটবিডি ডেস্ক :

আবারও সোনার দাম কমেছে। টানা কয়েকদিন সোনার দাম বাড়ার পরে শুক্রবার থেকে হঠাৎ করে বিশ্ব বাজারে সোনার দাম কমেছে।

জানা যায়, গত শুক্রবার হঠাৎ করে সোনার দাম প্রায় ৪২ ডলার কমে ২০২৮.১১ ডলারে বিক্রি হয়। এদিন একবারের জন্যও আগের দিন দাম পার করতে পারেনি সোনা। গোল্ড প্রাইসের সরাসরি হাল নাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।
অবশ্য এর আগে কয়েকদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১০ ডলার। পরেরদিন বেড়েছে ২ ডলার, ৪ আগস্ট বেড়েছে ৩৯.৬৫ ডলার আর ৫ আগস্টে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৭.১৫ ডলার। ৬ আগস্ট সোনার বাজার থামে ২০৬৫.৪১ ডলারে। এদিন প্রতি আউন্স সোনার দাম বাড়ে ২৩.৩০ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

সান লাইফ ইন্স্যূরেন্সের বোর্ড সভার দিন পরিবর্তন

sunlife-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৩ আগস্ট এই বোর্ড সভা আহবান করা হয়েছে। এর আগে গতকাল ১০ আগষ্ঠ বোর্ড সভাটি হওয়ার কথা ছিল।

সেদিন বেলা ৩টা ৩০ মিনিটে রাজধানীতে অবস্থিত নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়াও প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। গত বছর এই বিমাটি নো ডেভিডেন্ড ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

সাবমেরিন কেবলে জটিলতা, ইন্টারনেটে ধীরগতি

bsclস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইনে জটিলতা দেখা দেওয়ায় ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়েছেন গ্রাহকরা।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছে। আজ দুপুরে এ সমস্যা হওয়ার পর মেরামতের কাজ চলছে। আজকের মধ্যে সমাধান হবে বলে আশা করছি।”

মশিউর রহমান বলেন, দেশে যে ব্যান্ডইউথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে সরবরাহ করা হয়। ওই লাইন বন্ধ থাকায় সারা দেশে গ্রাহকরা ধীরগতির সমস্যায় পড়েছেন।

বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ এ যুক্ত হয় ২০০৫ সালে। আর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়।

দ্বিতীয় এই স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫০০ গিগাবিট (জিবি) গতির ইন্টারনেট পায় বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/

  1. স্কয়ার ফার্মা
  2. বিএটিবিসি
  3. বেক্সিমকো ফার্মা
  4. সিঙ্গার বিডি
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. বেক্সিমকো লিমিটেড
  7. ব্র্যাক ব্যাংক
  8. পাইওনিয়ার ইন্সুরেন্স
  9. গ্রামীনফোণ লিমিটেড
  10. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেড।